বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > আল নাসেরের হয়ে প্রথম গোল, শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোলে হার বাঁচালেন রোনাল্ডো

আল নাসেরের হয়ে প্রথম গোল, শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোলে হার বাঁচালেন রোনাল্ডো

আল নাসেরের বিরুদ্ধে প্রথম গোল পেলেন রোনাল্ডো।

সৌদি আরবের লিগে অবশেষে গোলের দেখা পেয়েছেন রোনাল্ডো। তবে ম্যাচে জয় আসেনি আল নাসেরের। যাইহোক তাঁর এই গোলেই সৌদি প্রো লিগে আল ফাতেহর বিপক্ষে ম্যাচে হার বাঁচিয়েছে আল নাসের।

শুভব্রত মুখার্জি: সৌদি আরবে এসেও যেন ভাগ্য সঙ্গ দিচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। আল নাসেরের হয়ে ম্যাচে প্রথম গোল করলেন তিনি। হার বাঁচালেন দলের। তবু খারাপ সময় যেন কাটছে না তাঁর। দলকে জেতাতে পারলেন না সিআরসেভেন। ম্যাচে পুরো পয়েন্ট তুলে নিতে পারেনি তাঁর দল। ২-২ ফলে ম্যাচ ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে রোনাল্ডোদের।

উল্লেখ্য, জাতীয় দল হোক কিংবা ক্লাব ফুটবল- দুই পর্যায়েই ভালো ফর্মে নেই পর্তুগিজ তারকা। গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় পর্তুগাল। এর পরেই প্রিমিয়র লিগ ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিল করে সৌদি আরবে খেলতে এসেছেন তিনি। তবে ভাগ্য তাঁর প্রতি এই মুহূর্তে একেবারেই সুপ্রসন্ন নয়, বলা যায়।

আরও পড়ুন: আল নাসেরের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সম্পর্কে কি ফাটল! এই ভিডিয়ো ঘিরেই শুরু বিতর্ক

প্রসঙ্গত সৌদি আরবের লিগে অবশেষে গোলের দেখা পেয়েছেন রোনাল্ডো। তবে ম্যাচে জয় আসেনি আল নাসেরের। যাইহোক তাঁর এই গোলেই সৌদি প্রো লিগে আল ফাতেহর বিপক্ষে ম্যাচে হার বাঁচিয়েছে আল নাসের। ম্যাচের ইনজুরি টাইমে গোল করেছেন তিনি। এর আগে এ দিন অবশ্য তাঁর শট ক্রসবারে লেগে ফিরে যায়। তার পর আবার ভিএআরের কারণেও গোল পাওয়া থেকে বঞ্চিত থাকতে হয়েছে পর্তুগিজ তারকাকে। পাশাপাশি এ দিন তাঁকে দেখতে হয়েছে হলুদ কার্ডও।

আরও পড়ুন: ইউরোপে ফিরছেন রোনাল্ডো? কোচ গার্সিয়ার মন্তব্যে জল্পনা শুরু

আল ফাতেহর মাঠে এ দিন শুরুটা ভালো হয়নি রোনাল্ডোর দলের। একাধিক বার প্রতিপক্ষ ডিফেন্ডারের কাছে বল হারাতে হয়েছে তাঁকে। এদিন ম্যাচের ১২ মিনিটে তাঁর দল আল–নাসের গোল হজম করে। ডি–বক্সের বাইরে থেকে দারুণ এক ভলিতে গোল করে আল–ফাতেহকে এগিয়ে দেন ক্রিশ্চিয়ান টেলো। ২৪ মিনিটে রোনাল্ডো গোল করলেও গোলটি বাতিল হয় অফসাইডের কারণে। ৪২ মিনিটে সমতায় ফেরে আল নাসের। সমতাসূচক গোলটি করেন তালিসকা। যোগ করা সময়ে রোনাল্ডোর একটি শট ক্রসবারে লেগে ফিরে যায়।

এ দিন বিরতির পর ৫৮ মিনিটে সোফিয়ান বেন্দেবকার গোল করে বসেন। ফলে ২-১ গোলে পিছিয়ে পড়ে আল–নাসের। রোনাল্ডো প্রতিপক্ষ ফুটবলারদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে হলুদ কার্ড দেখেন। ম্যাচের শেষ দিকে পেনাল্টি পেয়ে যায় আল নাসের। পেনাল্টিতে আল–নাসেরকে সমতায় ফেরান রোনাল্ডো। ম্যাচ ড্র হলেও সৌদি লিগে শীর্ষে রয়েছে আল নাসের।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল আর্সালান-এর আগে-পরে শব্দ জুড়ে বিরিয়ানির দোকান চালানো যাবে না: কলকাতা হাইকোর্ট ধুতি-পাঞ্জাবিতে বাঙালি বাবু! সুরুচি সংঘে অরূপের সঙ্গে ঢাক বাজালেন ব্রায়ান লারা পুজোয় দিনভর বাইরে খাওয়া দাওয়া? পেট ভালো রাখতে পাতে রাখুন এই খাবারগুলি রতন থেকে সইফুল্লাহ! বাংলাদেশে চাকরি বাঁচাতে ধর্ম বদল, নথি দেখালেন তসলিমা বায়ুসেনার অনুষ্ঠানে চরম অব্যবস্থা, চেন্নাইয়ে প্রবল ভিড় ও গরমে মৃত ৫, অসুস্থ ১০০ অবিশ্বাস্য নো-লুক শটের পরেই ব্যাট উড়ল হার্দিকের হাত থেকে, বাউন্ডারির বাইরে বল কলকাতায় বাংলাতেই লেখা হোক সাইনবোর্ড, ধ্রুপদী স্বীকৃতির পরে নতুন করে ভাবছে পুরসভা পটাশপুরে মৃতার ময়নাতদন্তে অখুশি গোটা পরিবার, দেহ নিতে অস্বীকার, মামলার হুমকি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.