৩৯ বছর বয়সেও গোলের খিদে এতটুকু কমেনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। সেই সঙ্গে কোনও নজিরই তিনি যেন অধরা রাখতে চান না। চল্লিশের কাছে পৌঁছেও একের পর রেকর্ড ভেঙে চলেছেন সিআরসেভেন। এবার সৌদি প্রো লিগেও গড়ে ফেললেন নতুন নজির। এক মরশুমে সবচেয়ে বেশি গোল করার নতুন রেকর্ড গড়েছেন পর্তুগিজ তারকা। রিয়াদে আল ইত্তিহাদকে ৪-২ গোলে হারিয়ে মরশুমের শেষ লিগ পর্বের ম্যাচ জিতে নিয়েছে আল নাসের। এর মধ্যে জোড়া গোল করেছেন রোনাল্ডো।
আসলে রেকর্ড ভাঙার মঞ্চটা প্রস্তুতই ছিল। সৌদি প্রো লিগের এক মরশুমে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙতে হলে লিগের শেষ ম্যাচেই রোনাল্ডোকে করতে হত দুই গোল। নামটা যখন রোনাল্ডো, তখন কোনও কিছুই অসম্ভব কিছুই নয়। লিগের শেষ দিনে আল ইত্তিহাদের বিপক্ষে আল নাসরের ৪–২ জয়ে, জোড়া গোল করে সৌদি প্রো লিগের এক মরশুমে সর্বোচ্চ গোলদাতা হলেন রোনাল্ডো।
আরও পড়ুন: সুনীলের শেষ ম্যাচকে স্মরণীয় করে রাখতে ছক কষে ফেলেছেন স্টিম্যাচ
এই দুই গোলের পর সৌদি লিগে রোনাল্ডোর গোলসংখ্যা এখন ৩৫। এর আগে ২০১৮–১৯ মরশুমে আবদেররাজাক হামদাল্লাহর করা ৩৪ গোলের রেকর্ড ভেঙে দিলেন সিআরসেভেন। মরক্কোর স্ট্রাইকার হামদাল্লাহও রেকর্ডটি গড়েছিলেন আল নাসরের হয়ে। হামদাল্লাহ অবশ্য রেকর্ডটি গড়তে ২৬ ম্যাচ খেলেছিলেন। রোনাল্ডো অনেকগুলো ম্যাচই বেশি খেলেছেন। ৩১ ম্যাচ খেলে তিনি এই রেকর্ড গড়েছেন।
আরও পড়ুন: শেষ পর্যন্ত জাভিকে বরখাস্তই করল বার্সেলোনা, জাভির পরিবর্ত সম্ভবত হ্যান্সি ফ্লিক
রিয়াদে আল ইত্তিহাদের বিরুদ্ধে ম্যাচে প্রথমার্ধের ইনজুরি টাইমে হামদাল্লাহর রেকর্ডটি স্পর্শ করেন রোনাল্ডো। ৬৯ মিনিটে রোনাল্ডো নিজের দ্বিতীয় গোল করে সৌদি প্রো লিগে নতুন রেকর্ড গড়েন।
২০২৩ সালের জানুয়ারিতে ফ্রি ট্রান্সফারে আল নাসেরে যোগ দিয়েছিলেন রোনাল্ডো। সব প্রতিযোগিতা মিলিয়ে আল নাসেরের হয়ে ৬৯ ম্যাচে তিনি করেছেন ৬৪টি গোল। আর চলতি মরশুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ ম্যাচে রোনাল্ডোর গোল সংখ্যা ৪৪টি।
আরও পড়ুন: কিয়ান-হামতেকে ছাড়লেও,দীপেন্দুর সঙ্গে লম্বা চুক্তি বাগানের, সার্থক-মোবাশিরকে ছাড়ল চেন্নাইয়িন
রেকর্ড ভাঙার পর সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়াও জানিয়েছেন রোনাল্ডো। রোনাল্ডো লিখেছেন, ‘আমি রেকর্ডের পিছনে ছুটি না, রেকর্ডই আমার পিছনে ছোটে।’
রোনাল্ডোর গোলের রেকর্ডও অবশ্য শেষ পর্যন্ত আল নাসেরের লিগ শিরোপা পুনরুদ্ধারের জন্য যথেষ্ট হয়নি। শীর্ষে থেকে শিরোপা জেতা আল হিলালের চেয়ে ১৪ পয়েন্টে পিছিয়ে দুই নম্বরে থেকে লিগ শেষ করেছে তারা। ৩৪ ম্যাচ শেষে অপরাজিত থেকে লিগ শেষ করা আল হিলালের পয়েন্ট ৯৬, আর দুইয়ে থাকা আল নাসরের পয়েন্ট সমান ম্যাচে ৮২। তবে রোনাল্ডোদের সামনে অবশ্য এখনও একটি শিরোপা জয়ের আশা আছে। আগামী শুক্রবার রাতে কিং কাপের ফাইনালে আল হিলালের মুখোমুখি হবে আল নাসর। সেই ম্য়াচ জিততে পারলে নতুন পালক যোগ হবে রোনাল্ডোর মুকুটে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।