সব জল্পনার অবসান ঘটিয়ে রেকর্ড অর্থে সৌদি আরবের আল নাসের ক্লাবে সই করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০২৫ সাল পর্যন্ত এই ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সিআর সেভেন। সেই সঙ্গে রেকর্ড তৈরি হয়েছে। বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন রোনান্ডো। বছরে ২১৪ মিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় প্রায় ১৭৮০ কোটি টাকায় এশিয়ার ক্লাবটিতে সই করেছেন তিনি। সই করে তিনি বলেছেন, ‘একটি নতুন দেশের ফুটবল লিগে খেলার জন্য মুখিয়ে রয়েছি।’
ক্রিশ্চিয়ানো রোনান্ডো আল নাসেরে যোগ দেওয়ার আগে রিয়াল মাদ্রিদে খেলার আশায় ছিলেন বলে জানা গিয়েছে। পর্তুগাল বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরে রিয়াল মাদ্রিদের অনুশীলন মাঠে দেখা গিয়েছিল ৩৭ বছর বয়সী এই কিংবদন্তি ফুটবলারকে। তাঁর ছেলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়রও ওল্ড ট্র্যাফোর্ড ছেড়ে রিয়াল মাদ্রিদে ফিরেছেন। এই রিয়াল মাদ্রিদেই তার বাবা সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
৪০ দিন অপেক্ষা করার পর, শুক্রবার ভারতীয় সময় গভীর রাত্রে আল নাসের ক্লাবের সঙ্গে রেকর্ড অর্থে চুক্তিবদ্ধ হন তিনি। ২০২৫ সাল পর্যন্ত এই চুক্তি কার্যকর হবে। রোনান্ডোকে সই করানোর পর ক্লাব কর্তৃপক্ষ বলেছে, ‘ইতিহাস তৈরি হল।’ একটি বিবৃতিতে সৌদি আরবের এই ক্লাব জানিয়েছে, ‘এটি একটি স্বাক্ষর যা শুধুমাত্র আমাদের ক্লাবকে আরও বেশি সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবেই না বরং আমাদের লিগ, আমাদের জাতি এবং ভবিষ্যৎ প্রজন্মের ছেলে ও মেয়েদের নিজেদের সেরা হতে অনুপ্রাণিত করবে।’
রোনান্ডো বলেছেন, ‘একটি নতুন লিগ খেলতে আমি খুব আগ্রহী। ইউরোপে খেলার সময় আমি যা যা ট্রফি চেয়েছি সেইগুলি জিতেছি। অভিজ্ঞতার সঞ্চয় হয়েছে। সেই অভিজ্ঞতা এশিয়ায় ভাগ করে নেওয়ার সঠিক সময় এটা।' তিনি আরও বলেন, ‘সৌদি আরবের পুরুষ ও নারীদের ফুটবলের উন্নয়নে আল নাসের যে উদ্যোগ নিয়েছে তা খুবই অনুপ্রেরণাদায়ক।’
উল্লেখ্য, তাঁর আগের ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে থাকাকালীন তিনি বারবার প্রথম একাদশের বাইরে ছিলেন। এমনকি সাময়িকভাবে বরখাস্তও হন। একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হ্যাগ ও ক্লাবের মালিকদের সমালোচনা করেছিলেন। যার ফলে তাঁর চুক্তি বাতিল করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। আল নাসেরেতে সই করার আগে পর্যন্ত তিনি স্বাধীন ফুটবলার ছিলেন। বিশ্বকাপও তাঁর জন্য ভালো যায়নি। মরক্কোর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে হেরে চোখের জলে মাঠ ছাড়েন রোলান্ড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।