আনোয়ার আলি ইস্যুতে এআইএফএফের রায়ের ওপর স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট, জানালেন দিল্লি এফসির কর্ণধার রঞ্জিত বাজাজ। আইএসএলের ম্যাচের নামার আগে স্বস্তিতে ইস্টবেঙ্গল শিবির। শুক্রবার ছিল আনোয়ার আলি মামলায় দিল্লি হাইকোর্টে শুনানি। দিল্লি এফসির পাশাপাশি ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকেও দাবি করা হয়েছিল আনোয়ার অন্যয্যভাবে শাস্তি দিয়ে তাঁকে খেলা থেকে বিরত রাখা হয়েছে। চার মাস মাঠের বাইরে থাকা একজন ফুটবলারের কাছে অনেক বড় ক্ষতি। সেই মর্মে যাতে এআইএফএফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির রায়ের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়। এদিকে আরেক সূত্র মারফত দাবি করা হচ্ছে আজই ফের এই মামলায় শুনানি হতে পারে।
আরও পড়ুন-যোগীর রাজ্যে লজ্জার রেকর্ড, পাঁচ দিনের টেস্টে খেলা হল না এক বলও, ৯১ বছরে প্রথমবার
দ্রুত শুনানির আবেদনও জানানো হয়েছিল দিল্লি হাইকোর্টে। রঞ্জিত বাজাজের পোস্ট অনুযায়ী, সেখানে ধাক্কা খেল এআইএফএফ। পিএসসির রায়ের ওপর স্থগিতাদেশ দিয়ে দিল দিল্লি আদালত। ফলে এখনই মোহনবাগান সুপার জায়ান্ট দল তাঁদের ন্যয় বিচার পাচ্ছে না, একই ভাবে বিচার চলাকালীন আনোয়ার এবং ইস্টবেঙ্গল-দিল্লি এফসি ক্লাবও কিছুটা স্বস্তি পেল। আগেই লালহলুদের শীর্ষ কর্তা দেবব্রত সরকার জানিয়েছিলেন টাকা তো পরে ফিরে পাওয়া যায় কিন্তু খেলতে না পারা ম্যাচগুলো কি আনোয়ার কখনও ফিরে পাবেন? এই প্রশ্নেই জোরালো হয় এআইএফএফের নির্দেশের ওপর স্থগিতাদেশের তত্ত্ব।
আরও পড়ুন-‘টেস্টে আমার রেকর্ড কেউ ভাঙতে পারবে না’! ৮০০ উইকেট নেওয়া মুরলির ভবিষ্যদ্বাণী…
মঙ্গলবারই এআইএফএফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির পক্ষ থেকে ঘোষণা করা হয় চার মাস ইস্টবেঙ্গলের ফুটবলার আনোয়ার আলিকে নির্বাসিত করা হয়েছে। এছাড়াও ১২.৯ কোটি টাকা ইস্টবেঙ্গল, দিল্লি এফসি এবং আনোয়ার আলিকে জরিমানা করা হয়, যেটা মোহনবাগান ক্লাবের হাতে তুলে দিতে বলা হয়। পাশাপাশি ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি ক্লাবের ওপর দুই উইন্ডোর জন্য প্লেয়ার রেজিস্ট্রেশনে নিষাধাজ্ঞার নির্দেশও দেওয়া হয়। আনোয়ারের বিরুদ্ধে অবৈধভাবে চুক্তি ভঙ্গ এবং তাতে দুই ক্লাবের জড়িত থাকার অভিযোগে এই শাস্তি ঘোষণা করা হয়।
আরও পড়ুন-'গত ২বার আমাদের দেশে এসে ভারত হারিয়েছে,এবার আমরা…' অজি তারকার বুকে জ্বলছে বদলার আগুন…
অতীতে যখন আনোয়ার আলির হৃদযন্ত্রে সমস্যার কারণ এআইএফএফ তাঁর খেলা বন্ধ করে দিয়েছিল তখনও এআইএফএফের নির্দেশের বিরুদ্ধে গিয়ে আনোয়ারের হয়ে দিল্লি হাইকোর্টেই মামলা করেছিলেন রঞ্জিত বাজাজ। সেবারও আনোয়ার মামলায় তিনিই শেষ হাসি হেসেছিলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।