আনোয়ার আলি শুক্রবার সকাল পর্যন্ত ছিল ইস্টবেঙ্গলের ফুটবলার, আর দুপুর গড়াতেই তিনি হয়ে গেলেন মোহনবাগানের ফুটবলার, এমনই দাবি করল মোহনবাগান। শুক্রবার দিল্লি হাইকোর্টে আনোয়ার আলি মামলায় এআইএফএফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির পুরো পদক্ষেপকেই অগ্রাহ্য করে দিয়েছে। ফলে ফেডারেশনের নেওয়া কোনও পদক্ষেপই এই মামলায় স্থায়ী নয়। দিল্লি আদালতের নির্দেশে বিষয়টি নিয়ে শনিবার শুনানি ডেকেছে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি। পিএসসির সব সিদ্ধান্ত ঠান্ডা ঘরে পাঠানোর জেরে তাঁরা যে এনওসি দিয়েছিল আনোয়ারকে, তাও অবৈধ হয়ে গেলে। এক্ষেত্রে আনোয়ারকে ইস্টবেঙ্গল বা মোহনবাগান সুপার জায়ান্ট কোনও দলের ফুটবলার হিসেবেই গ্রাহ্য করা হবে না। ফলে জাতীয় দলের এই ডিফেন্ডারকে নিয়ে যে নাটক চরমে উঠেছে, তা বলাই যায়।
আরও পড়ুন-'গত ২বার আমাদের দেশে এসে ভারত হারিয়েছে,এবার আমরা…' অজি তারকার বুকে জ্বলছে বদলার আগুন…
শনিবারের দিল্লি হাইকোর্টের নির্দেশ মতো ফেডারেশনের পিএসসির শুনানির আগে রঞ্জিত বাজাজ আরও একবার দাবি করেছেন আনোয়ারকে সেদিনই এনওসি দিয়ে দেওয়ার নির্দেশ দেবে, এরপর ইস্টবেঙ্গলেই খেলবেন আনোয়ার। কারণ ফিফার নিয়ম রয়েছে কোনও অনিচ্ছুক ফুটবলারকে দল আটকে রাখতে পারে না। যদিও আদালতের দিকে তাকিয়ে রয়েছে সব পক্ষই। কারণ মোহনবাগানও যে বিষয়টিতে ছেড়ে কথা বলবে না, তাঁদের ক্ষতি হওয়ায়, সেকথা বলাই বাহুল্য।
জানা গেছে, আদালত এআইএফএফকে প্রশ্ন করে লিখিতভাবে কোন কোন কারণের জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে সেটা কেন জানানো হয় নি? এছাড়াও ইস্টবেঙ্গলকে কেন আবেদনের সুযোগ দেওয়া হয়নি, সেই প্রশ্নও করেন বিচারপতি। পাল্টা এআইএফএফের আইনজীবী জানায় ইস্টবেঙ্গল ১০ দিনের মধ্যে এআইএফএফের কাছে আবেদন জানাতে পারবে, সেটা এআইএফএফের নিয়মে বলা আছে। এরপর আদালত জানায় নিয়ম ভারতের সংবিধান মেনে হওয়া উচিত, কারণ এআইএফএফের নিয়ম মেনে আদালত চলতে পারে না।
আরও পড়ুন-যোগীর রাজ্যে লজ্জার রেকর্ড, পাঁচ দিনের টেস্টে খেলা হল না এক বলও, ৯১ বছরে প্রথমবার
আনোয়ার আলির গড ফাদার হিসেবেই পরিচিত দিল্লি এফসির কর্ণধার রঞ্জিত বাজাজ। জাতীয় দলের এই ডিফেন্ডারের খারাপ সময় তাঁর পাশে দাঁড়িয়েছিলেন বাজাজ। এবারও দিল্লি এফসির কর্ণধারের কথায় মোহনবাগান ছেড়ে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছেন এই ডিফেন্ডার। মোহনবাগান সুপার জায়ান্ট থেকে হঠাৎ করেই চুক্তিভঙ্গ করে বেড়িয়ে আসায় বেজায় বিপাকে পড়েছে সবুজ মেরুন শিবির। কারণ ডিফেন্সে ভালো ভারতীয় ডিফেন্ডার নেই বাগানের। এই অবস্থায় ইস্টবেঙ্গলের রক্ষণ ভালো হয়ে যায় হেক্টর য়ুসতে এবং আনোয়ারের সেট ডিফেন্স চলে আসায়।
আরও পড়ুন-‘টেস্টে আমার রেকর্ড কেউ ভাঙতে পারবে না’! ৮০০ উইকেট নেওয়া মুরলির ভবিষ্যদ্বাণী…
এরপর মোহনবাগানের তরফ থেকেও অবৈধভাবে চুক্তি ভঙ্গের অভিযোগ তোলা হয় আনোয়ার আলির বিরুদ্ধে। বিষয়টিতে জড়িয়ে পড়ে ইস্টবেঙ্গল, দিল্লি এফসি। বলা ভালো দিল্লি এফসি আগে থেকেই বিষয়টিতে জড়িয়েছিল। এক্ষেত্রে তাঁদের যে আর্থিক লাভের কারণ রয়েছে তা বলাই বাহুল্য। তবে এআইএফএফের পিএসসির সিদ্ধান্তের ফলে তাঁদেরই পাল্টা জরিমানার মুখে পড়তে হয়েছিল। এরপর শুক্রবার দিল্লি আদালত এআইএফএফের রায়ে স্থগিতাদেশ দিয়েছে বলে জানিয়েছিলেন রঞ্জিত বাজাজ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।