আনোয়ার আলি ইস্যুতে প্রাথমিকভাবে জয় পেল মোহনবাগান। শাস্তির মুখে পড়ল ইস্টবেঙ্গল। ১০ সেপ্টেম্বর অর্থাৎ আজ ভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি আনোয়ার আলি ইস্যুতে নিজেদের রায় জানাল। এই মামলায় দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গল ক্লাবকেও অন্তৰ্ভুক্ত করা হয়েছিল। পিএসসি-র রিপোর্টে উল্লেখ করা হয়েছে আনোয়ার মোহনবাগানের সঙ্গে যেই পদ্ধতিতে চুক্তি ভঙ্গ করেছেন তা সঠিক পদ্ধতি অবলম্বন করে করা হয়নি। এটি ভারতীয় ফুটবল ফেডারেশন ও ফিফার নিয়ম লঙ্ঘন করেছে, এবং প্রক্রিয়াটি অবৈধ। রিপোর্টে আরও বলা হয়েছে, আনোয়ার এই চুক্তি ভঙ্গের যথাযথ কারণ জানাতে ব্যর্থ হয়েছে।
পিএসসি তাদের রিপোর্টে উল্লেখ করেছে, আনোয়ার ফিফার প্লেয়ার স্ট্যাটাস এবং স্থানান্তর সংক্রান্ত নিয়মের আর্টিকেল ১৭ ভঙ্গ করেছেন। এই ক্ষেত্রে উল্লেখ করা আছে, যেকোনও খেলোয়াড়কে তার চুক্তি ভঙ্গ করতে হলে আইনত ন্যায়সঙ্গত কারণ দেখাতে হবে, ব্যর্থ হলে তার খেলার উপর নিষেধাজ্ঞা জারি হওয়া অনিবার্য। অন্যায় ভাবে চুক্তি ভঙ্গের কারণে আর্থিক ক্ষতি হওয়ায় মোহনবাগান সুপার জায়ান্ট-কে ১২.৯ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এর মধ্যে খেলোয়াড়ের বর্তমান বাজার মূল্য ও তাঁর বিকাশের জন্য মোহনবাগানের তরফে যা বিনিয়োগ করা হয়েছে এবং এমবিএসজির আর্থিক ক্ষতির পরিমান ধরা হয়েছে। এই ক্ষতিপূরণের অর্থ শুধু আনোয়ার একা দেবেন না, ইস্টবেঙ্গল এফসি এবং দিল্লি এফসি-র মধ্যেও ভাগ হবে। কমিটি মনে করে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসিও এই চুক্তি ভঙ্গের পেছনে জড়িত রয়েছে।
আর্থিক ক্ষতিপূরণের পাশাপাশি, কমিটি খেলার উপরও নিষেধাজ্ঞাও আরোপ করেছে। আনোয়ার আলি-কে আগামী চার মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গল এফসি পরপর দু’টি ট্রান্সফার উইন্ডোতে নতুন খেলোয়াড়দের সই করাতেও পারবে না। এই সব নির্দেশগুলি কার্যকর হয়ে যাবে আজ থেকেই। তবে চুপ করে বসে থাকার পাত্র নয় ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি। আনোয়ারের জল যে অনেক দূর গড়াবে তা আগেই বলে দিয়েছিল রঞ্জিত বাজাজ। তিনি কিছু দিন আগে এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, পিএসসির যাই নির্দেশ আসুক কেউ বেশি খুশি হবেন না। এই লড়াই অনেকদূর চলবে। হয়তো আনোয়ারের তরফ থেকে এই নির্দেশের উপর স্থগিতাদেশ চাওয়া হবে। এই লড়াই ফিফা পর্যন্ত গড়ানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। অন্যদিকে আর বেশিদিন বাকি নেই আইএসএল শুরু হতে। তার আগে এটি নিঃসন্দেহে বড় ধাক্কা লাল হলুদ শিবিরের জন্য।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।