বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > পেলের খেলা দেখেননি? তাহলে FIFA-র এই ভিডিয়োটি মিস করবেন না

পেলের খেলা দেখেননি? তাহলে FIFA-র এই ভিডিয়োটি মিস করবেন না

পেলেকে শ্রদ্ধার্ঘ্য জানাল ফিফা (ছবি-এপি)

পেলের প্রয়াণে শোক প্রকাশ করল ফিফা। তারা একটি ভিডিয়ো প্রকাশ করেছেন যেখানে পেলের বেশ কিছু ভিডিয়ো প্রকাশ করা হয়েছে, তার সঙ্গে বেশ কিছু ব্যাক্তিত্বের সাক্ষাৎকার রয়েছে। সেই পোস্টে ফিফা লিখেছে, ‘পেলে, একমাত্র মানুষ যিনি ফিফা বিশ্বকাপ তিনবার জিতেছেন। আমাদের খেলার কিংবদন্তি। শান্তিতে বিশ্রাম, শাশ্বত রাজা।’

স্যান্টোসের ঘরের ছেলে পেলে। ঘরের ছেলের প্রয়াণে শোকস্তব্ধ হয়েছে স্যান্টোস ক্লাব। পেলের মৃত্যুতে কোনও কোনও শব্দ খরচ করেনি স্যান্টোস ক্লাব। শুধু একটি মুকুটের গ্রাফিক্স শেয়ার করে টুইট করেছে স্যান্টোস ক্লাব। সেই ছবির উপরে লেখা ছিল চিরন্তন। স্যান্টোস ক্লাবকে সমৃদ্ধ করেছেন ফুটবল সম্রাট। ১৯৫৬ থেকে ১৯৭৪ পর্যন্ত স্যান্টোসে খেলেছেন পেলে। ক্লাবটির হয়ে ৬৩৬ ম্যাচে ৬১৮টি গোল করেছেন তিনি।

আরও পড়ুন… মায়ের বাড়ির সামনে দিয়ে যাবে পেলের কফিনবন্দী দেহ, স্যান্টোসেই শায়িত থাকবেন ফুটবল সম্রাট

ফুটবল সম্রাট পেলের প্রয়াণে অন্ধকার নেমে এসেছে ফুটবল বিশ্বে। পেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়মক সংস্থা ফিফাও। এ ছাড়াও শোক প্রকাশ করেছে উয়েফা, পেলের ক্লাব স্যান্টোস। পেলের প্রয়াণে শোক প্রকাশ করল ফিফা। তারা একটি ভিডিয়ো প্রকাশ করেছেন যেখানে পেলের বেশ কিছু ভিডিয়ো প্রকাশ করা হয়েছে, তার সঙ্গে বেশ কিছু ব্যাক্তিত্বের সাক্ষাৎকার দেওয়া হয়েছে। যারা পেলের সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। এছাড়াও এই ভিডিয়োতে পেলের বেশ কিছু বিরল ভিডিয়ো দেখা যাচ্ছে। সেই পোস্টে ফিফা লিখেছে, ‘পেলে, একমাত্র মানুষ যিনি ফিফা বিশ্বকাপ তিনবার জিতেছেন। আমাদের খেলার কিংবদন্তি। শান্তিতে বিশ্রাম, শাশ্বত রাজা।’

এছাড়াও ফিফার পক্ষ থেকে ইনস্টাগ্রামে পেলের একটি ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘ফিফা এবং সমগ্র ফুটবল পেলের মৃত্যুতে গভীর ভাবে শোকাহত। রেস্ট ইন পিস পেলে। আমাদের সমবেদনা রয়েছে তোমার পরিবারের প্রতি এবং তাঁদের সকলের প্রতি যাঁরা তোমায় খেলতে দেখেছে।’ ফিফার সভাপতি জিয়ানি ইনফান্তিনোও ফুটবল সম্রাট পেলের প্রয়াণে শোক প্রকাশ করেছেন। ইনফান্তিনোও বলেছেন, ‘প্রত্যেকে যাঁরা এই খেলাটাকে ভালোবাসা তাঁরা কখনওই চাননি এই দিনটা আসুক। এই দিন পেলেকে হারালাম আমরা।’

আরও পড়ুন… Pele and Kolkata: ১৯৭৭-এ প্রথম শহরে আসা পেলের,২০১৫-তেও ভালোবাসার টানে ফেরা,স্মৃতিতে ডুবল তিলোত্তমা

পেলের প্রয়াণে শোক প্রকাশ করেছে কনমেবল। লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন শোক প্রশাক করেছে পেলের প্রয়াণে। টুইটারে শোক প্রকাশ করে তারা লিখেছে, ‘লাতিন আমেরিকাকে শীর্ষে তোলার জন্য তোমায় ধন্যবাদ। তোমাকে মিস করব আমরা। আমাদের হৃদয়ে তুমি সব সময়ে জ্বলজ্বল করবে।’ উয়েফার পক্ষ থেকে টুইটারে লেখা হয়েছে, ‘পেলে ফুটবলের বিশ্বব্যাপী প্রথম সুপার স্টার এবং ফুটবলকে বিশ্বের সব থেকে জনপ্রিয় খেলা করে তোলার নেপথ্যে তাঁর অবদান অনস্বীকার্য। রেস্ট ইন পিস পেলে।’ পেলের প্রয়াণে শোকপ্রকাশ করেছে দ্য ফুটবল অ্যাসোসিয়েশন। শোক প্রকাশ করে টুইটারে লেখা হয়েছে, ‘এই সুন্দর খেলাকে অপূর্ব করে তোলা অন্যতম কিংবদন্তি। বিদায় পেলে। তোমায় কখনও ভুলে যাওয়া সম্ভব নয়।’

বন্ধ করুন