১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে বিতর্কিত হাত দিতে করা গোলের সময় যে জার্সি পরেছিলেন দিয়েগো মারাদোনা, সেটি নিলামে বিক্রি হল সর্বকালীন রেকর্ড দামে। নিলামে জার্সিটির দাম ওঠে ৭.১ মিলিয়ন পাউন্ড বা ভারতীয় মুদ্রায় প্রায় ৬৮ কোটি টাকা। নিলামে ওঠা কোনও ক্রীড়া স্মারকের ক্ষত্রে এটি এখনও পর্যন্ত রেকর্ড মূল্য।
বুধবার অনলাইন নিলামের সময়সীমা শেষ হয়। তাতে এমনই বিরাট অঙ্কের দাম ওঠে 'হ্যান্ড অফ গড' খ্যাত জার্সিটি। যদিও সেটি কে কিনেছেন, তা এখনও জানানো হয়নি।
নিলামে জার্সিটির ন্যূনতম মূল্য ছিল ৪ মিলিয়ন পাউন্ড। নিলামকারী সংস্থা আশা করেছিল ৬ মিলিয়ন পাউন্ড পর্যন্ত দাম উঠতে পারে জার্সিটির। তবে একঘণ্টার মধ্যেই ন্যূনতম মূল্য ছাপিয়ে যায় দাম। শেষমেশ সেটি খেলার জগতে সর্বকালীন রেকর্ড গড়ে।
আরও পড়ুন:- দ্বিতীয়ার্ধে বাবা ওটা পড়ে খেলেনি! চল্লিশ কোটির জার্সি নিয়ে মারাদোনার মেয়ের দাবি
জার্সিটি নিলামে তোলা হবে এমন ঘোষণার পরেই মারাদোনার কয়েকজন আত্মীয়, এমনকি কিংবদন্তি ফুটবলারের মেয়েও সেটিকে হ্যান্ড অফ গড খ্যাত জার্সি নয় বলে দাবি করেন। তবে নিলামকারী সংস্থার চিফ সায়েন্স অফিসার নিশ্চিত করেন যে, ফটো ম্যাচিংয়ে বিষয়টি প্রমাণিত হওয়ার পরেই তা নিলামে তোলা হয়।
আরও পড়ুন:- বাড়ি, গাড়ির পর এবার মারাদোনার বিখ্যাত ‘হ্যান্ড অফ গড’ জার্সি নিলামে উঠতে চলেছে
উল্লেখ্য, জার্সিটি ছিল ইংল্যান্ডের মিডফিল্ডার স্টিভ হজের কাছে। ম্যাচের শেষে হজের সঙ্গে জার্সি বদল করেছিলেন দিয়েগো। নিলামের আগে মারাদোনার প্রাক্তন স্ত্রী ক্লদিয়া ভিলাফেনা আর্জেন্তিনার ফুটবল সংস্থাকে সেটি কিনে নেওয়ার আবেদন জানিয়েছিলেন। তিনি বলেন, ‘ওই প্রাক্তন প্লেয়ার হয়তো ভালো কাজের জন্যই জার্সিটা নিলামে তুলছেন। তবু বলব, খুব খুশি হব, যদি আর্জেন্তিনা ফুটবল ফেডারেশন ওই জার্সিটা নিলাম থেকে কেনে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।