দিয়েগো মারাদোনাকে ছাপিয়ে গিয়েছেন। আর্জেন্তিনার জার্সিতে পুরুষদের ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup 2022) সর্বাধিক ম্যাচ খেলার নজির গড়েছেন। সেই নজির গড়ার পর লিওনেল মেসি জানালেন, মারাদোনা অত্যন্ত খুশি হতেন।
বুধবার (কাতারের সময়) বিশ্বকাপের গ্রুপ 'সি'-র ম্যাচে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে নক-আউটের টিকিট পেয়েছে আর্জেন্তিনা। সেই জয়ের পর আর্জেন্তিনার অধিনায়ক মেসি বলেন, 'আমি এটা সম্প্রতি জানতে পেরেছি। আমি এটা জানতাম না। এরকম রেকর্ড গড়তে পেরে আমি অত্যন্ত খুশি। আমার মতে, আমার জন্য দিয়েগোও অত্যন্ত খুশি হতেন। কারণ আমায় বরাবর অত্যন্ত স্নেহ করে এসেছেন। যখনই আমি ভালো কিছু করতাম, তখনই উনি আমার জন্য খুশি হতেন।'
২০০৬ সালে জার্মানিতে প্রথম বিশ্বকাপ খেলেছিলেন মেসি। সেদিনের তরুণ প্রতিভা আজ বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হয়ে উঠেছেন। দলকে ২০১০ সাল, ২০১৪ সাল, ২০১৮ সালে বিশ্বকাপে এগিয়ে নিয়ে যাওয়ার পর এবার কাতারে বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নেমেছেন। যে ট্রফিটা ২০১৪ সালে একচুলের জন্য ছোঁয়া হয়নি মেসির। যিনি বিশ্বকাপে ২২ টি ম্যাচ খেলে ফেলেছেন। মারাদোনা খেলেছিলেন ২১ টি ম্যাচে।
আরও পড়ুন: এবারের বিশ্বকাপে সোনা দিয়ে বিশেষ ভাবে বানানো হল মেসির বুট! দেখুন কী কী রয়েছে LM10 এর জুতোয়
এবার বিশ্বকাপে নক-আউটে পৌঁছানোর জন্য পোল্যান্ডের বিরুদ্ধে ড্র করলেই চলত। কিন্তু ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক ছন্দে খেলতে থাকে আর্জেন্তিনা। পোল্যান্ডকে কার্যত কোনও সুযোগই দেয়নি। সেই আক্রমণাত্মক খেলার সুবাদে সহজেই জয় পেয়েছে সাদা-নীল ব্রিগেড। মেসি পেনাল্টি ফস্কালেও শেষপর্যন্ত ২-০ গোলে জিতে গিয়েছে আর্জেন্তিনা।
পেনাল্টি ফস্কানোর জন্য হতাশ হলেও আর্জেন্তিনার পারফরম্য়ান্সে সন্তোষপ্রকাশ করেছেন মেসি। তিনি বলেন, 'পেনাল্টি ফস্কানোয় আমি অত্যন্ত হতাশ হয়ে পড়েছিলাম। কারণ আমি জানতাম যে একটা গোলেই পুরো ম্যাচের ভাগ্য পালটে যেতে পারে। যা আপনাকে আলাদাভাবে খেলতে বাধ্য করে। তবে আমার মনে হয়, আমি পেনাল্টি ফস্কানোর পর দল আরও শক্তিশালীভাবে ঝাঁপিয়ে পড়ে।' সেইসঙ্গে মেসি বলেন, 'আমাদের প্রথম লক্ষ্যপূরণ হয়েছে। যেভাবে আমরা (শুরুটা) করেছিলাম (সৌদি আরবের বিরুদ্ধে ২-১ গোলে হার), তারপর গ্রুপ থেকে নক-আউটে পৌঁছানোই প্রথম লক্ষ্য ছিল।'