বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Mohun Bagan-শহরে এসেই অনুশীলন শুরু দিমির! আনোয়ার ইস্যুতে আজই বৈঠক প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির

Mohun Bagan-শহরে এসেই অনুশীলন শুরু দিমির! আনোয়ার ইস্যুতে আজই বৈঠক প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির

দিমিত্রি পেত্রাতোস। ছবি- মোহনবাগান সুপার জায়ান্টস (এক্স)

১৮ই অগাস্টের ডার্বিতে নামতে চলেছেন পেত্রাতোস। বড়সড় অঘটন না ঘটলে ডুরান্ড কাপের ডার্বিতে অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেমি ম্যাকলারেনকে খেলানো হবে না। পেত্রাতোস, স্টুয়ার্ট, কামিনসই থাকতে পারেন বাগানের আক্রমণের দায়িত্বে। সেই মতো পেত্রাতোস কলকাতায় এসেই তাই সময় নষ্ট না করে নেমে পড়লেন ডার্বির মহড়ায়।

দুদিন হল শহরে পা রেখেছেন, আর এর মধ্যে অনুশীলন শুরু করে দিলেন মোহনবাগানের প্রাণ ভোমরা দিমিত্রি পেত্রাতোস। কলকাতায় ইতিমধ্যেই বাগানের সব বিদেশি চলে এসেছে। পেত্রাতোস এসেছেন বাকিদের পরে। আর দেরিতে দলের সঙ্গে যোগ দিলেও অস্ট্রেলিয়ান তারকা প্রথম দিনের অনুশীলনেই বুঝিয়ে দিলেন তিনি রয়েছেন ফিট, ফলে ১৮ই অগাস্টের ডার্বিতেও যে তিনি নামতে চলেছেন তা বলাই যায়। বড়সড় অঘটন না ঘটলে ডুরান্ড কাপের ডার্বিতে হয়ত অস্ট্রেলিয়ার তারকা বিশ্বকাপার  জেমি ম্যাকলারেনকে খেলানো হবে না। পেত্রাতোস, স্টুয়ার্ট, কামিনসই থাকতে পারেন বাগানের আক্রমণের দায়িত্বে। সেই মতো পেত্রাতোস কলকাতায় এসেই তাই সময় নষ্ট না করে নেমে পড়লেন ডার্বির মহড়ায়। 

আরও পড়ুন-ভারতীয় ক্রিকেট দলে সুখবর! চোট কাটিয়ে আগামী মাসেই বাংলাদেশ সিরিজে ফিরছেন শামি…

শুধু পেত্রাতোসর নয়, বড় ম্যাচের ভাবনা ঢুকে পড়েছে মোহনবাগানের বাকি ফুটবলারদের মধ্যেও। গত মরসুমে দুই দলই দুটি করে ডার্বি জিতেছিল, একটি ম্যাচ ড্র হয়েছিল। তারকাখচিত দল নিয়ে এবার শুরু থেকেই বড় ম্যাচে দাপটে ফুটবল খেলতে মুখিয়ে বাগানের বিশ্বকাপার জ্যাসন কামিনস। অজি তারকা বলছেন, ‘ডার্বি আমাদের জিততেই হবে। নতুন কোচের সঙ্গে শুরুটা ভালো হয়ছে। গ্রেগ স্টুয়ার্ট খুব বেশিক্ষণ না খেললেও ওর সঙ্গে অনুশীলনে ভালোই জুটি হয়েছে, আশা করছি এই জুটি এবারে ভালো ফলই করবে ’। ডুরান্ডে প্রথম ম্যাচে নেমেই গোল করা স্টুয়ার্টও বলছেন, ‘ডুরান্ডের প্রথম ম্যাচে গোল করেছি, নিশ্চয় ভালো লাগছে কারণ অনুশীলনের জন্য কম সময় পেয়েছিলাম। তবে এবার টার্গেট রাখছি ডার্বিতে গোল করার দিকে ’।

আরও পড়ুন-ইউরোর পর অলিম্পিক্সে সোনা জয় স্পেনের! ফ্রান্সকে ৫-৩ গোলে হারিয়ে ৩২ বছর পর সোনা জয়…

এদিকে আজ অর্থাৎ শনিবারই রয়েছে মোহনবাগানের ডিফেন্ডার আনোয়ার আলি ইস্যুতে এআইএফএফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির বৈঠক। সেখানেই চূড়ান্ত হয়ে যেতে পারে আনোয়ারের ভবিষ্যৎ। শোনা যাচ্ছে দিল্লি এফসির কর্তা রঞ্জিত বাজাজ নাকি ফেডারেশনের এই কমিটির কাছে এই ইস্যুতে নিজেদের উত্তর জমা দেওয়ার জন্য বাড়তি সময় চেয়েছে। যদিও ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসির কর্তারা এআইএফএফের এই বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন। 

আরও পড়ুন-‘তুমি সত্যি স্পেশাল! সর্বকালের সেরা ভারতীয় ক্রীড়াবিদ!’ নীরজকে নিয়ে বার্তা সিন্ধুর

আনোয়ারের চুক্তিভঙ্গের প্রক্রিয়া যে ঠিক ছিল না, তা এআইএফএফ আগেই জানিয়েছে। পাল্টা ক্ষতিপূরণ নাকি আনোয়ারের শাস্তি, কোন পথে হাঁটবে এআইএফএফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি সেদিকে নজর থাকবে। কারণ নিজেদের পছন্দ মতো রায় না আসলে, যে কোনও পক্ষই ফিফায় যাওয়ার হুমকি দিতে পারে, সেক্ষেত্রে মাঠে নামতে না পারলে আদতে ক্ষতি ফুটবলারেরই।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

শেষ ইচ্ছা মেনেই সীতারাম ইয়েচুরির দেহ দান করা হবে এইমস হাসপাতালে ISL 2024- MBSG vs MCFC Live- যুবভারতী থেকে মোহনবাগান-মুম্বই ম্যাচের লাইভ আপডেট… আশ্বাস সত্ত্বেও মেলেনি চাকরি, কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের এলেন, দেখলেন, এক বলেই মায়াঙ্কের উইকেট নিলেন, দলীপে বোলার শ্রেয়সের কামাল- ভিডিয়ো একহাতে ধরে ইয়ালিনি, অপরহাতে ইউভানের জন্মদিনের কেক কাটলেন শুভশ্রী হাসছে দুর্গাপুর ও বোলপুর! বাংলার ২ বন্দে ভারত কোথায় দাঁড়াবে? রইল পুরো টাইমটেবিল ‘দুই হাতে দুই ছেলেমেয়ে, মেয়েরা তো দশভূজা…’! শুভশ্রীর ভিডিয়োতে লিখলেন অনুরাগী কিশোরী যাত্রীকে শ্লীলতাহানি, ট্রেনেই রেলকর্মীকে পিটিয়ে খুন অনন্ত চতুর্দশীর তারিখ নিয়ে আছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিন ক্ষণ তিথি ও শুভ সময় 'ওহ মারা গেছে..',শাহরুখকে ছেলের মৃত্যু সংবাদ দেয় কাজল,করণের চোখে জুটির সেরা সিন!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.