মাঠের পাশপাশি মাঠের বাইরেও সমস্যায় ইস্টবেঙ্গল। চেন্নাইয়ের কাছে ঘরের মাঠে হারের পর কার্যত শেষ হয়ে গেছে আইএসএলের সুপার সিক্সে যাওয়ার আশা। বর্তমানে ১৯ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১১ নম্বরে স্থানে রয়েছে শতাব্দী প্রাচীন এই ক্লাব। তাদের পরবর্তী ম্যাচ রয়েছে ১৬ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ মহামেডান। তবে তার আগে ইস্টবেঙ্গলকে বিড়ম্বনায় ফেললেন দিমিত্রিস ডায়মান্টাকোস। দলের সতীর্থদের থেকে যথেষ্ট সহযোগিতা না পাওয়ার অভিযোগ করলেন তিনি। গত মরশুমে কেরল ব্লাস্টার্সের হয়ে অসাধারণ খেলেছিলেন দিমি। ১৭ ম্যাচে ১৩ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন। এরপরেই নজরে পড়েন ইস্টবেঙ্গলের। মরশুমের শুরুতে তাঁকে দলে সই করিয়ে চমক দেয় তারা।
তবে লাল হলুদ জার্সি গায়ে এই মরশুমে জ্বলে উঠতে পারলেন না ডায়মান্টাকোস। ১৫ ম্যাচে গোল করেছেন মাত্র ৩টি। সম্প্রতি আইএসএলের ইন দ্য স্ট্যান্ডস অনুষ্ঠানে উপস্থিত হয়ে মারাত্মক অভিযোগ করলেন তিনি। দিমি বলেন, ‘কেরলে দলের সতীর্থরা আমাকে খুব ভালো করে চিনত। লুনা এবং অন্য খেলোয়াড়রা জানত, কোন জায়গায় বল চাই আমি। আমাদের একে অপরের দিকে তাকানোর প্রয়োজনও হতো না। প্রথম বছরে, আমি বেশি গোল করিনি। দশ-বারোটা গোল করেছিলাম। বোঝাপড়া গড়ে তোলাটা খুবই জরুরি।’
ইস্টবেঙ্গলে সেই বোঝাপড়ার অভাবটা রয়েছে বলে জানান দিমি। তিনি বলেন, ‘এখানে আমরা এখনও একে অপরকে জানার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। কারণ, মাঝে মাঝে ওরা আমার মুভমেন্ট বুঝতে পারছে না। ঠিক জায়গায় বল না পেলে গোল করা মুশকিল। যত ম্যাচ যাচ্ছে ওরা আমায় বুঝতে পারছে এবং আমাকেও ওদের বুঝতে হবে। তবে সবচেয়ে বড় বিষয় হল, আমি গোল না করলেও দল জেতে।’ অন্যদিকে মাদিহা তালালকে হারানোর আক্ষেপ করেছেন এই গ্রিক ফুটবলার। তিনি বলেন, ‘আমরা দলের এক নির্ভরযোগ্য খেলোয়াড়কে খুইয়েছি। সে হল (মাদি) তালাল। ওর সঙ্গে আমার বোঝাপড়াটা ভালো ছিল। সাউলের (ক্রেসপো) সঙ্গেও আমার বোঝাপড়া ভালো।’
উল্লেখ্য, আইএসএলে শেষ ম্যাচে যুবভারতীতে চেন্নাইয়ের কাছে ৩-০ গোলে পরাজিত হয় ইস্টবেঙ্গল। এরপরেই গ্যালারি থেকে ‘গো ব্যাক ক্রেসপো’ রব ওঠে। তবে দিমি মনে করেন সব ম্যাচে সব ফুটবলার নিজের সেরাটা দিতে পারে না। তিনি বলেন, প্রতি ম্যাচে নিজের সেরাটা দেওয়া সম্ভব না। এমনকী কেউ চাইলেও না। মাঝে মাঝে ভালো খেলা যায় না। সমর্থকরা অনেকেই এটা বোঝে না। সোশ্যাল মিডিয়ায় অপমান করে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।