বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > জানেন বিশ্বকাপ ট্রফি হাতে তুলে দেওয়ার আগে মেসি কালো রঙের পোশাক কেন পরেছিলেন?

জানেন বিশ্বকাপ ট্রফি হাতে তুলে দেওয়ার আগে মেসি কালো রঙের পোশাক কেন পরেছিলেন?

বিশ্বকাপ ট্রফি হাতে তুলে দেওয়ার আগে মেসিকে ‘বিশ্‌ত’ পরিয়ে দেওয়া হল (ছবি-এএফপি)

এই পোশাককে ‘বিশ্‌ত’ বলা হয়। এটি একটি চাদর যা ঘাড় থেকে পা পর্যন্ত শরীরকে ঢেকে রাখে। ‘বিশ্‌ত’ আরব দেশের পুরুষদের সাংস্কৃতিক পোশাক। সাধারণত দুই থেকে তিন রঙের কাপড় এতে ব্যবহার করা হয়। এর মধ্যে কালো এবং সোনালি রঙও থাকে। টুইটারে অনেকে বলেছেন যে ‘বিশ্‌ত’ বিশেষ অনুষ্ঠানে পরা হয়ে থাকে এবং এটি যারা পরেন তারা দেশের সম্মাীয় হয়ে থাকেন।

ফ্রান্সের বিরুদ্ধে খুবই টানটান ও আকর্ষণীয় ম্যাচটি পেনাল্টি শুটআউট পর্যন্ত গড়িয়েছিল। দুর্দান্ত এই ফাইনাল ম্যাচে জয় পায় আর্জেন্তিনা। এরপর শুরু হওয়া উদযাপন এখনও থামেনি। মেসিকে নিয়ে আলোচনা চলছে সর্বত্র। কোথাও তার অতুলনীয় ক্যারিয়ার নিয়ে কথা হচ্ছে, আবার কোথাও খেলোয়াড় হিসেবে তার গুণের প্রশংসা চলছে। আরও একটি বিষয় আলোচনার সামনে এসেছে। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিশ্চয়ই দেখেছেন। তাতে মেসিকে বিশ্বকাপ ট্রফি হাতে তুলে দেওয়ার ঠিক আগে একটি কালো রঙের পোশাক পরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু জানেন কি এটা কোন পোশাক। অনেকেই জানতে চেয়েছেন কাতারিরা আর্জেন্তিনার অধিনায়ককে কী পোশাক পরিয়েছিলেন?

আরও পড়ুন… ARG vs FRA: রোজারিও যেন নীল-সাদা জনসমুদ্র!

এই পোশাককে ‘বিশ্‌ত’ বলা হয়। এটি একটি চাদর যা ঘাড় থেকে পা পর্যন্ত শরীরকে ঢেকে রাখে। ‘বিশ্‌ত’ আরব দেশের পুরুষদের সাংস্কৃতিক পোশাক। সাধারণত দুই থেকে তিন রঙের কাপড় এতে ব্যবহার করা হয়। এর মধ্যে কালো এবং সোনালি রঙও থাকে। টুইটারে অনেকে বলেছেন যে ‘বিশ্‌ত’ বিশেষ অনুষ্ঠানে পরা হয়ে থাকে এবং এটি যারা পরেন তারা দেশের খুব সম্মাীয় হয়ে থাকেন। এটা যে কেউ পরতে পারেন না। রাজপরিবার বা কোনও উচ্চপদত্ত ব্যাক্তিই এটি পরতে পারেন। এটি খুবই সম্মানের।

লিওনেল মেসিকে যে কালো পোশাকটি পরিয়েছেন কাতারের রাজা শেখ তামিম বিন হামাদ আল থানি তা আরব দেশগুলির পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক। সাধারণত ভেঁড়ার উল ও উটের লোম দিয়ে এই পোশাক তৈরি করা হয়। সাদা, ক্রিম, কালো, বাদামি, ধূসর বিভিন্ন রঙের হয়। পোশাকের উপরে এটি পরেন আরব দেশগুলির পুরুষেরা। আরবি ভাষায় এই পোশাককে বলা হয় ‘বিশ্‌ত’। ফার্সি থেকে এসেছে শব্দটি। কোনও অনুষ্ঠান, বিয়ে, উৎসব বা বিশেষ দিনে এটি পরা আবর দেশগুলির পুরনো রেওয়াজ। এখনও এই রেওয়াজ বজায় রেখেছেন সেখানকার বাসিন্দারা। এই পোশাক আরব দেশগুলির আভিজাত্যের প্রতীক বলেও মনে করেন অনেকে। বিশ্‌ত পরিয়ে সম্মান জানানোর প্রথা রয়েছে কাতারে। যেমন আমাদের দেশে উত্তরীয় দিয়ে সম্মানিত করা হয়।

আরও পড়ুন… FIFA WC 2022-এভাবে আমরাও নম্বর ১০ এর জন্য লড়েছিলাম, মেসির সঙ্গে সচিনকে জুড়লেন যুবি

রবিবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেসিকে পরার জন্য এই দুটি রঙের ‘বিশ্‌ত’ দেওয়া হয়। এর মধ্যে আলাদা ব্যাপার হল এর কাপড়ে জাল লাগানো ছিল যা এটিকে সাধারণ ‘বিশ্‌ত’ থেকে আলাদা চেহারা দিচ্ছিল। এই পোশাকই বিশ্বকাপের ট্রফি তুলে দেওয়ার আগে মেসির গায়ে পরিয়ে দেওয়া হয়। এই রোব পরেই সেলিব্রেশন করলেন মেসি।

যাইহোক, এই মুহূর্তটি নিয়ে কোনও বিতর্ক দেখা যায়নি। কিন্তু কিছু মানুষ কিছু চমক দেখিয়েছিল যখন মেসিকে ‘বিশ্‌ত’ পরানো হয়েছিল। যেমন, আর্জেন্তিনার প্রাক্তন ফুটবলার পাবলো জাবালেতা বিবিসি স্টুডিও থেকে ম্যাচের কথা বলতে গিয়ে মেসিকে আরবি পোশাকে দেখে বলেছিলেন- ‘কেন, কিন্তু কেন? এটা করার দরকার নেই।’ যদিও অনেকেই এটাকে আর্জেন্তাইন ফুটবলারের জন্য সম্মান বলে অভিহিত করেছেন। অনেক সাধারণ এবং বিশেষ ব্যবহারকারী টুইটারে লিখেছেন যে কাতার তার সাংস্কৃতিক পোশাক পরে লিওনেল মেসিকে সম্মান ও সম্মান প্রদর্শন করেছে। অনেকে আবার বলছেন এটা করার কারণ হল, যতদিন ২০২২ বিশ্বকাপের কথা হবে ততদিন মানুষ জানবে ২০২২ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল। কারণ মেসি যে পোশাক পরে বিশ্বকাপ তুলেছিলেন সেটি তো শুধু কাতারের পোশাক। ফলে অনেকেই বলছেন মেসিকে সম্মান জানানোর পাশাপাশি বুদ্ধি করে নিজেদের দেশের সংস্কৃতিকে এভাবেই বিশ্বের সামনে তুলে দিল কাতার।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

১৭ বছর বয়সেই ব্যাডমিন্টনে প্রথম আন্তর্জাতিক খেতাব জয়! নজির গড়লেন আনমোল খরব ‘এক উদ্দেশ্যে লড়াই করা গোষ্ঠীর ১জনকে আলাদা করা…’, কিঞ্জল নন্দকে নিয়ে টলিপরিচালক মলত্যাগের সমস্যা ডেকে আনতে পারে ক্যানসার, বাঁচার উপায় বাতলে দিলেন চিকিৎসক 'CM বাইরে ভিজেছেন…', 'অতি বাম চিকিৎসকদের' ওপর বিরক্ত সার্ভিস ডাক্তার ফোরাম আজ বামন জয়ন্তী, কেন ভগবান বিষ্ণু নিয়েছিলেন বামন অবতার জেনে নিন সেই কাহিনি ‘সাড়ে ৯ মিনিটের বক্তব্যে ৭৬ বার ‘আমি’, উনি একজন আত্মকেন্দ্রিক মেগালোম্যানিয়াক’ ফিস বা চিকেন নয়, ইন্টারনেটে জনপ্রিয় গোলাপ পাকোড়া! ভাইরাল ভিডিয়ো ঐতিহাসিক টেস্ট জয়ের জন্য শান্ত-শাকিবদের কোটি টাকার পুরস্কার দিল দেশের সরকার আরজি করে চিকিৎসক খুনের মামলায় সন্দীপ গ্রেফতার হতেই সরব তৃণমূলের 'বিদ্রোহী নেতা' কেনিয়ার কোচ হওয়ার এক মাসের মধ্যেই ছাঁটাই সচিন, দ্রাবিড়দের প্রাক্তন সতীর্থ!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.