চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে মুখোমুখি হয়েছিল একাধিক বড় দল। তাদের মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়ল বরুশিয়া ডর্টমুন্ড। এদিন তাঁরা মুখোমুখি হয়েছিল সেল্টিকের। ৭-১ ব্যবধানে জয় লাভ করল ডর্টমুন্ড। পুরো ম্যাচেই নিজেদের আধিপত্য বজায় রেখেছিল তারা। ৭ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করে ডর্টমুন্ডকে এগিয়ে দেন এমরে ক্যান। এরপর অবশ্য ৯ মিনিটে সেল্টিকের হয়ে গোল শোধ করেন দাইজেন মায়েদা। তারপর আর সারা ম্যাচে সেল্টিককে খুঁজে পাওয়া যায়নি। একের পর এক গোল করে প্রথমার্ধেই ৫-১ ব্যবধানে এগিয়ে যায় ডর্টমুন্ড। হ্যাট্রিক করেন করিম আদেইমি। জোড়া গোল করেন গুইরাসি। একটি গোল করেন ফেলিক্স। এদিন বড় ব্যবধানে জয়ের ফলে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে প্রথম স্থানে চলে গেল ডর্টমুন্ড।
অন্যদিকে অপর আরএক ম্যাচে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা এবং ইয়ং বয়েজ। সেই ম্যাচে ৫-০ ব্যবধানে জয় পেল বার্সা। লা লিগায় শেষ ম্যাচে পরাজিত হয়েছিল তাদের। কিন্তু এদিন সেই ব্যর্থতা ঝেড়ে ফেলে জয়ের পথে ফিরল ইয়ামালরা। বার্সার হয়ে ৮ মিনিটে প্রথম গোলটি করেন রবার্ট লেওয়ানডস্কি। এরপর ৫১ মিনিটেও আরও একটি গোল করেছেন তিনি। এছাড়াও বার্সার হয়ে গোল করেন রাফিনা এবং মার্টিনেজ। একটি আত্মঘাতী গোলও করে ইয়ং বয়েজ। উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে পরাজিত হয়েছিল বার্সা। মোনাকোর বিরুদ্ধে ২-১ ব্যবধানে হারতে হয়েছিল তাদের। এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে ২টি ম্যাচ খেলে ১টিতে জয় পেয়েছে এবং ১টিতে হার হয়েছে বার্সেলোনার।
চ্যাম্পিয়ন্স লিগে এদিন মুখোমুখি হয়েছিল আর্সেনাল এবং পিএসজি। সবাইকে চমকে দিয়ে ম্যাচে ২-০ ব্যবধানে জয় লাভ করে আর্সেনাল। শুরু থেকে বল পজিশন নিজেদের দখলে রাখলেও ম্যাচ জিততে ব্যর্থ হয় প্যারিস সাঁ জাঁ। আর্সেনালের হয়ে গোল ২টি করেন কাই হাভার্টজ এবং সাকা। অন্যদিকে এদিনই খেলতে নেমেছিল ম্যানচেস্টার সিটি। তাদের প্রতিপক্ষ ছিল স্লোভান ব্রাতিসলাভার। ম্যাচে ৪-০ ব্যবধানে জয় পায় ম্যান সিটি। পুরো ম্যাচই এদিন পেপ গুয়ার্দিওয়ালার দলের দখলে ছিল। ৭৭ শতাংশ বল পজিশন বজায় রেখেছিল তারা। ম্যান সিটির হয়ে গোল করেন গুন্ডগান, ফোডেন, হালান্ড এবং জেমস। নিজেদের প্রথম ২ ম্যাচে ১টি ড্র করেছে এবং ১টি জিতেছে ম্যানচেস্টার সিটি। একইরকম ভাবে আর্সেনালও ১টি ম্যাচ ড্র করেছে এবং ১টি জিতেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।