বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Durand Cup: ডার্বি জেতার বিষয়ে একশো শতাংশ আশাবাদী- হুঙ্কার ATK MB কোচ ফেরান্দোর

Durand Cup: ডার্বি জেতার বিষয়ে একশো শতাংশ আশাবাদী- হুঙ্কার ATK MB কোচ ফেরান্দোর

ডার্বির আগে জুয়ান ফেরান্ডোর ক্লাস।

শনিবার ক্লোজ ডোর অনুশীলন করে ফেরান্দো ব্রিগেড। আর এ দিনের অনুশীলনে আগের ম্যাচের ভুলগুলো শোধরানোর দিকে নজর দিয়েছিলেন স্প্যানিশ কোচ। ছোট ছোট চারটি গোলপোস্ট নিয়ে গোলের মুখ খোলার কৌশল প্র্যাক্টিসে জোর দিয়েছিলেন ফেরান্দো। হাতে কলমেও জনি কাউকো, লিস্টন কোলাসো, মনবীর সিংদের বুঝিয়ে দেন ফেরান্দো।

মরশুমের প্রথম ডার্বি। প্রায় আড়াই বছর পর আবার যুবভারতীতে ফিরছে সবুজ মেরুন বনাম লাল হলুদের লড়াই। ফলে ডুরান্ড কাপের ডার্বিকে ঘিরে উন্মাদনা একেবারে তুঙ্গে। এশিয়া কাপের ভারত-পাক মহারণের মাঝেই ডার্বি জ্বরে কাঁপছে কলকাতা ময়দান। এটিকে মোহনবাগান বনাম ইমামি ইস্টবেঙ্গলের লড়াই এ বার যেন বাড়তি মাত্রা যোগ করেছে।

শেষ পাঁচটি ডার্বিতে জিতেছে সবুজ মেরুন। ডার্বি জয়ের ধারাবাহিকতা বজায় থাকলেও, এ বার ডুরান্ড কাপের শুরুটা মোটেও ভালো করেনি এটিকে মোহনবাগান। যা চিন্তায় রেখেছে সবুজ-মেরুনের কোচ জুয়ান ফেরান্দোকে। প্রচুর গোল নষ্টের খেসারত দিতে হচ্ছে মেরিনার্সদের।

আরও পড়ুন: ডার্বির টিকিটের জন্য হাহাকার, বিক্ষোভে উত্তাল গোষ্ঠ পাল সরণী, করা হল পথ অবরোধও

শনিবার ক্লোজ ডোর অনুশীলন করে ফেরান্দো ব্রিগেড। আর এ দিনের অনুশীলনে আগের ম্যাচের ভুলগুলো শোধরানোর দিকে নজর দিয়েছিলেন স্প্যানিশ কোচ। ছোট ছোট চারটি গোলপোস্ট নিয়ে গোলের মুখ খোলার কৌশল প্র্যাক্টিসে জোর দিয়েছিলেন ফেরান্দো। হাতে কলমেও জনি কাউকো, লিস্টন কোলাসো, মনবীর সিংদের বুঝিয়ে দেন ফেরান্দো। পাশাপাশি সেট পিসের অনুশীলনও করান।

এ দিন সকালে ডার্বির শেষ প্রস্তুতির পর জুয়ান ফেরান্দো কী বললেন, জেনে নিন:

জুয়ান ফেরান্দো উবাচ

ডার্বি সবুজ-মেরুনই জিতবে- যুবভারতীর মাঠ ভর্তি দর্শক এবং সমর্থকদের সামনে ডার্বি খেলতে নামব আমরা, এটা আমার কাছে অত্যন্ত সম্মানের। সবুজ মেরুন সমর্থকদের ডার্বি ঘিরে আবেগের কথা জানা রয়েছে। সে জন্যই ডার্বি জেতাটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। আমি কখনও ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করি না। আগে কী হয়েছে বা ক'টা ডার্বি জিতেছি, সেটা নিয়ে ভাবতে রাজি নই। আমাদের লক্ষ্য থাকবে, এই ডার্বিতে জয় পাওয়া ও তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার। ম্যাচটা আমরাই যে জিতব, এ ব্যাপারে একশো শতাংশ আশাবাদী আমি। ছেলেদের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে।

আগের ম্যাচের খারাপ ফল চাপ হবে না- ডার্বি নিয়ে আমার কোনও চাপ নেই। দলের উপরও কোনও চাপ নেই। শেষ দুটো ম্যাচ আমরা জিততে পারিনি এই জন্য হতাশ লাগছে ঠিকই, পাশাপাশি অবশ্য এটাও বলছি, এই জন্য চিন্তিত নই। জিততে না পারলেও আমরা যা খেলেছি তাতে গোলের সুযোগগুলো কাজে লাগাতে পারলে আমরাই জিততাম। চাপ তো তখনই থাকতো যদি আমরা খারাপ খেলতাম, গোলের সুযোগ তৈরি করতে না পারতাম। এ বার আমরা মাত্র একটা অনুশীলন ম্যাচ খেলেই নেমে পড়েছি ডুরান্ডে। দল সবে তৈরি হচ্ছে। কিছু ভুল ত্রুটি হয়তো হচ্ছে। তবে ডার্বিতে সেটা হবে না আশা করি। ডার্বি অন্য ম্যাচ হবে। আমার মতো সবার কাছেই এটা তো স্পেশ্যাল ম্যাচ।

আরও পড়ুন: পরপর দুই ম্যাচ ড্র ইস্টবেঙ্গলের, এ বার আটকে গেল ATK MB-কে হারানো রাজস্থানের কাছ

লাল-হলুদকে বিশেষ গুরুত্ব- ইমামি ইস্টবেঙ্গল যথেষ্ট শক্তিশালী দল। ওদের কয়েকটি খেলা দেখেছি। বেশ ব্যালেন্সড দল ওরা। বিদেশিরাও ভাল। ফলে ম্যাচটা হাড্ডাহাড্ডি হবে। ডার্বিতে কোনও টিম কখনও কেউ এগিয়ে থাকে না। আমরাও নেই। এটুকু বলতে পারি, ছেলেদের সবাই ডার্বি খেলার জন্য তৈরি। সবাই মিলে ম্যাচটা জিততে চাই। আমাদের দলের বেশিরভাগ ফুটবলাররেরই ডার্বি জেতার অভিজ্ঞতা আছে। সেটা কাজে লাগাতে হবে। সবুজ মেরুন সমর্থকদের খুশি করার জন্য আমরা দায়বদ্ধ।

ফিফার নির্বাসন উঠে যাওয়া- ফিফা ভারতের উপর থেকে নির্বাসন তুলে নিয়েছে। ফলে এ এফ সি কাপে আমাদের জোনাল সেমিফাইনাল ম্যাচ হওয়ার ব্যাপারে আমি আশাবাদী। এখন আমাদের প্রথম লক্ষ্য ডার্বি জেতা। তারপর এএফসি কাপের ম্যাচ নিয়ে ভাবব এবং প্রস্তুতি শুরু করব।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

রেঁস্তোরার জাঙ্ক ফুড খেয়ে অ্যান্টাসিড ভরসা? বদলে বেছে নিন এগুলি রতন টাটার মৃত্যুতে শোকস্তব্ধ জামশেদপুর, পুজো মণ্ডপে বাজল না ঢাক, হল না গান মেডিক্যাল কলেজের লেডিজ় হস্টেলে ঢুকে হস্তমৈথুন করার সময় গ্রেফতার যুবক আনলাকি ৫৫৬ রান! টেস্টে এই রানে অলআউট হওয়া মানেই পরাজয় নিশ্চিত? অবাক করা তথ্য বিরক্তিকর ব্রণ তাড়াতে এই 'জঘন্য' কাজ করেন কুশা কপিলা! এটা কি সবাই করতে পারবেন হাসিমুখে চড়া শুল্ক চাপায় ভারত! মোদীকে ‘দারুণ লোক’ হলেও কড়া হুঁশিয়ারি ট্রাম্পের বাংলাদেশের থেকে ভারতের হিন্দুদের শিক্ষা নেওয়া উচিত, একজোট না হলে…: মোহন ভগবৎ রেললাইনে সিলিন্ডার, বাইক রেখে রিলস, ইউটিউবারকে ১ বছরের কারাদণ্ড দিল আদালত ডায়াবেটিসেও করুন মিষ্টিমুখ, বিজয়া দশমী উপলক্ষ্যে রইল সুগার ফ্রি মিষ্টির রেসিপি অষ্টমীতে অনিকেত-স্নিগ্ধাদের নামে পুজো দেবীকে! নিমেষে ভাইরাল ছবি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.