এদিনের ম্যাচে বেশ কিছু পরীক্ষা করলেন জুয়ান ফেরান্দো। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ওটার লড়াইয়ে নিজের রিজার্ভ বেঞ্চকে দেখে নিলেন বাগান কোচ। বাগানের তরুণ তুর্কিরা ইন্ডিয়ান নেভিকে এক ফোঁটা জায়গা ছাড়েনি।
খেলা শেষ…
২-০ গোলে ইন্ডিয়ান নেভিকে পরাজিত করল এটিকে মোহনবাগান। এদিনের ম্যাচে প্রথম থেকে দুরন্ত ফুটবল খেলেছে জুয়ান ফেরান্দোর ছেলেরা। তবে সব সুযোগ কাজে লাগালে ব্যবধান আরও হতে পারত। কিন্তু শেষ দিকে লড়াই দিয়েছিল ইন্ডিয়ান নেভিও।
Full Time!@atkmohunbaganfc keeps alive their chances to go through to the quarter finals as they beat a spirited Indian Navy comprehensively. Thanks for joining us!#ATKMB 2-0 #IN#ATKMBIN ⚔️#KBK 🏟️#DurandCup 🏆#IndianOilDurandCup 🏆#DurandCup2022 🏆#IndianFootball ⚽ pic.twitter.com/lwgY4HWJgA
— Durand Cup (@thedurandcup) August 31, 2022
বাকি আর পাঁচ মিনিট
৯০ মিনিটের খেলা শেষ। রেফারি পাঁচ মিনিটে অতিরিক্ত সময় দিয়েছে। এখন দেখার এই সময়ে খেলার রঙ কতটা বদ
শেষ মিনিটে লড়াই চালাচ্ছে নেভি
ম্যাচের ৮৫ মিনিট থেকে এটিকে মোহনবাগানের বক্সেই খেলা চলছে। ইন্ডিয়ান নেভি শেষ মুহূর্তের আক্রমণ চালাচ্ছে। অন্যদিকে কঠিন পরীক্ষার সামনে লড়াই চালাচ্ছে সবুজ মেরুন ব্রিগেড।
মোহন কোচের পরীক্ষা চলছে
৮০ মিনিটে ম্যাচের ফল ২-০। এখনও এগিয়ে রয়েছে এটিকে মোহনবাগান। তবে বারবার গোলের কাছে পৌঁছে গিয়েছে সবুজ মেরুন ব্রিগেড। এর মধ্যেই ফুটবলার বদলে বদলে দলকে দেখে নিচ্ছেন জুয়ান ফেরান্দো। এর মধ্যেই মাঝে মাঝে আক্রমণ চালাচ্ছে ইন্ডিয়ান নেভি। প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে বেশি আক্রমণ করছে নেভি।
এটিকে মোহনবাগান:২ - ইন্ডিয়ান নেভি:০
ম্যাচের ৭১ মিনিট ম্যাচে ফেরার চেষ্টা করছে ইন্ডিয়ান নেভির ফুটবলাররা। বারবার এটিকে মোহনবাগানের রক্ষণে প্রবেশ করছেন নেভির পিন্টু মাহাতোরা।
মিসসসস…
সুবর্ণ সুযোগ নষ্ট করল ইন্ডিয়ান নেভি। ম্যাচের ৬৫ মিনিটে গোলকিপারের সঙ্গে ওয়ান ইস টু ওয়ান হয়ে যাওয়ার পরেও গোল করতে পারল না নেভির ফুটবলার থাপা। গোলটি বাঁচালেন এটিকে মোহনবাগানের আ
এটিকে মোহনবাগান:২ - ইন্ডিয়ান নেভি:০
৬০ মিনিটের খেলা গড়িয়েছে। এখন এটিকে মোহনবাগান ২-০ গোলে এগিয়ে রয়েছে। ম্যাচের বাকি ৩০ মিনিটে কী হয় সেটাই দেখার।
ফারদিন নিজেকে তুলে ধরছেন
ম্যাচের ৫২ মিনিটে ফের সুযোগ এসেছিল ফারদিনের কাছে। অল্পের জন্য গোল পেলেন না এটিকে মোহনবাগানের তরু
একটুর জন্য গোল হল না
শুরু দ্বিতীয়ার্ধের খেলা
এখন দেখার এটিকে মোহনবাগান দ্বিতীয়ার্ধে খেলার গতি কেমন করে। নাকি দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াবে ইন্ডিয়ান নেভি।
প্রথমার্ধের খেলা শেষ
২-০ গোলে এগিয়ে এটিকে মোহনবাগান। এদিনের ম্যাচে প্রথম গোলটি করেন লেনি এবং দ্বিতীয় গোলটি করেন কিয়ান। ভাগ্যের সহায় হলে ব্যবধান আরও হতেই পারত।
মিস করলেন মনবীর
ম্যাচের ৪০ মিনিটে সুযোগ পেয়ছিলেন মনবীর। কিন্তু বক্সের ভিতরে নেভির রক্
সুযোগ এসেছিল নেভির কাছে
ম্যাচের ৩৬ মিনিটে প্রীতম কোটালের ভুলে সুযোগ পেয়েছিলেন ইন্ডিয়ান নেভির শ্রেয়স। কিন্তু সেই বল ফিনিশ করতে পারেননি তিনি।
গোলললল…
এটিকে মোহনবাগানের হয়ে দুই নম্বর গোলটি করলেন কিয়ান নাসিরি। ম্যাচের ২৮ মিনিটে গোল করে দলের ব্যবধান বাড়ান কিয়ান। ফারদিনের পাস থেকে দুরন্ত ফিনিশ করেন তরুণ ফুটবলার।
28' | GOAAAAAALLLLL! Kiyan Nassiri writes his name on the score-sheet with a superb finish. Again it was Fardin with the lay off. @atkmohunbaganfc double their lead ⚽⚽#ATKMB 2-0 #IN#ATKMBIN ⚔️#KBK 🏟️#DurandCup 🏆#IndianOilDurandCup 🏆#DurandCup2022 🏆#IndianFootball ⚽ pic.twitter.com/aUPe7BPOYk
— Durand Cup (@thedurandcup) August 31, 2022
এটিকে মোহনবাগান:১ - ইন্ডিয়ান নেভি:০
ম্যাচের ২৭ মিনিট গড়িয়েছে। লেনি রডরিগেজের গোলে এগিয়ে রয়েছে এটিকে মোহনবাগান। ইন্ডিয়ান নেভিকে সেভাবে জায়গা দিচ্ছে না প্রীতম কোটালরা। এখন দেখার ব্যবধান বৃদ্ধি পায় নাকি।
গোলললললল..
ম্যাচের ১৮ মিনিটে লেনি রডরিগেজের গোলে এগিয়ে গেল ১-০ এটিকে মোহনবাগান।
নজর কাড়ছেন ফারদিন
ম্যাচের ১৫ মিনিটের মধ্যে বারাবার ইন্ডিয়ান নেভির ডিফেন্সে আক্রমণের ঝড় তুলেছে এটিকে মোহনবাগান। সবুজ মেরুনের এই আক্রমণে কিয়ান ছাড়াও যিনি নজর কেড়েছেন তিনি হলেন ২০ বছরের ফারদিন।
এটিকে মোহনবাগান:০ - ইন্ডিয়ান নেভি:০
খেলার ১৩ মিনিট গড়িয়েছে। কোনও দলই এখনও গোলের মুখ খুলতে পারল না। যদিও এটিকে মোহনবাগান আক্রমণের ঝড় তুলেছিল, তবু ম্যাচের ১২ মিনিটে সুযোগ পেয়েছিল ইন্ডিয়ান নেভি।
নেভির ডেরায় বাগানের আক্রমণ
খেলার আট মিনিট হয়েছে, বারবার আক্রমণ করছে এটিকে মোহনবাগান। ভাগ্যের জন্য খেলার ফল এখনও শূন্য শূন্য রয়েছে।
মাঝ মাঠের রাশ ধরছে এটিকে মোহনবাগান
প্রথম থেকেই খেলার রাশ ধরছে এটিকে মোহনবাগান। সেই কারণেই মাঝ মাঠের দখল নিচ্ছে জুয়ান ফারান্দো
শুরু হয়েগেছে খেলা
কিশোরভারতী স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এই লড়াই শুরু হয়েছে। কোয়ার্টার ফাইনালে উঠতে হলে সবুজ মেরুনকে এই ম্যাচ
মাঠে নেমে পড়েছে দুই দল
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এটিকে মোহনবাগান বনাম ইন্ডিয়ান নেভির ম্যাচ।
দেখে নিন দুই দলের টিম লিস্ট
এদিনের ম্যাচে বড় ব্যবধানে জয় চায় এটিকে মোহনবাগান। তবে এদিনের ম্যাচে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করতে চান বাগান কোচ। তাই রিজার্ভ বেঞ্চকে এই ম্যাচে দেখে নিতে চান জুয়ান ফেরান্দো।
The 𝐋𝐢𝐧𝐞-𝐮𝐩𝐬 are ready! 📢
— Durand Cup (@thedurandcup) August 31, 2022
And the countdown begins... ⏳
Watch the live action on @Sports18 📺 and @justvoot 📲.#ATKMBIN ⚔️#KBK 🏟️#DurandCup 🏆#IndianOilDurandCup 🏆#DurandCup2022 🏆#131stIndianOilDurandCup 🏆#IndianFootballForwardTogether 🤝#IndianFootball ⚽ pic.twitter.com/t3t8yw4ifH
দেখে নিন এটিকে মোহনবাগানের প্রথম একাদশ
প্রথম একাদশে জায়গা পেয়েছেন কিয়ান নাসিরি। এই ম্যাচে কি পরীক্ষার পথে হাঁটবেন বাগান কোচ?
Juan Ferrando names an all Indian line up! 🔥🇮🇳#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon pic.twitter.com/oj9aVxCiCU
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) August 31, 2022
পালতোলা নৌকার সামনে নৌবাহিনী
ডুরান্ডের ডার্বিতে জয়ের পরে এটিকে-মোহনবাগান সমর্থকদের প্রশ্ন, দল কি কোয়ার্টার ফাইনালে যেতে পারবে? এটিকে-মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো রবিবারই ডার্বি জয়ের রাতে বলেছেন কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য শেষ পর্যন্ত ঝাঁপাব। বুধবারে ভারতীয় নৌবাহিনীর বিরুদ্ধে জিততে হবে এটিকে মোহনবাগানকে। কোয়ার্টার ফাইনালে যেতে গেলে সেই ম্যাচে জিতে রাজস্থানের দিকে তাকিয়ে থাকতে হবে সবুজ-মেরুন শিবিরকে।
কোন অঙ্কে ২০২২ ডুয়ান্ডের কোয়ার্টারে উঠবে ATK মোহনবাগান?
২০২২ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে যাওয়ার অঙ্ক বেশ কঠিন এটিকে মোহনবাগানের। তিন ম্যাচ খেলে এটিকে মোহনবাগানের পয়েন্ট চার। বুধবার ইন্ডিয়ান নেভিকে হারালে পয়েন্ট হবে ৭। রাজস্থান ৭ পয়েন্টে পৌঁছে গেলে এটিকে মোহনবাগানকে বিদায় নিতে হবে। কারণ সম্মুখ সমরে সবুজ-মেরুনকে হারিয়ে দিয়েছে রাজস্থান। এটিকে মোহনবাগান পরের রাউন্ডে যেতে পারল কি না তার জন্য অপেক্ষা করতে হবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।
ইতিমধ্যেই শেষ আটে উঠেছে বেঙ্গালুরু
গ্রুপ লিগের এক ম্যাচ বাকি থাকতেই ডুরান্ড কাপের সেমিফাইনালে উঠে গিয়েছে বেঙ্গালুরু এফসি। এখন সকলে এটিকে মোহনবাগানের দিকে তাকিয়ে।
লক্ষ্য ডুরান্ডের কোয়ার্টার ফাইনাল
এটিকে মোহনবাগান ও ইন্ডিয়ান নেভি, দুই দলের সামনেই লক্ষ্য এবার ডুরান্ডের কোয়ার্টার ফাইনাল। ৩ ম্যাচে চার পয়েন্ট নিয়ে একটু এগিয়ে রয়েছে এটিকে মোহনবাগান। অন্যদিকে দু ম্যাচে এক পয়েন্ট নিয়ে অনেকটা পিছনে রয়েছে ইন্ডিয়ান নেভি।
MATCHDAY!
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) August 31, 2022
We take on Indian Navy Football Team in our final group stage clash!#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon pic.twitter.com/3lhlNnQgIK
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।