সম্প্রতি ময়দানে জোর চর্চা চলছে, এটিকে মোহনবাগানকে আইএসএল চ্যাম্পিয়ন করা আন্তোনিও লোপেজ হাবাসকে পরের মরশুমের জন্য কোচ করার কথা ভাবছে লাল-হলুদ। এ দিকে বিনিয়োগকারীর কোনও ঠিকঠিকানা নেই। নতুন মরশুমে থাকছে না শ্রী সিমেন্ট। কয়েক দিনের মধ্যেই তারা ক্লাবের ক্রীড়াসত্ত্ব ইস্টবেঙ্গল কর্তাদের ফিরিয়ে দেবে বলে জানা গিয়েছে। বিনিয়োগকারী ঠিক করতে নাকি বাংলাদেশ যাচ্ছে ইস্টবেঙ্গল কর্তারা। আর এর মাঝেই হাবাসকে নিয়ে তৈরি হয়েছে জল্পনা। তবে সবটাই এখন নাকি ভাবনাচিন্তার স্তরে।
এ দিকে লাল-হলুদ ঠিক করেছে, পরের মরশুম থেকে তারা শুধু আইএসএল নয়, কলকাতা লিগ, ডুরান্ড কাপ এবং আইএফএ শিল্ডও খেলবে। তার জন্য নাকি দলও গোছাতে শুরু করেছে ইস্টবেঙ্গল। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি পাঁচ জন খেলোয়াড়কে সই করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। এর মধ্যে রয়েছেন জর্জ টেলিগ্রাফের নবি হোসেন খান, মহিতোষ রায়, শুভঙ্কর অধিকারী ও তুহিন দাস, রেলওয়ে এফসির শুভেন্দু মান্ডি ও তন্ময় দাস, ইউনাইটেড স্পোর্টসের তন্ময় ঘোষ, মদন মহারাজ এফসির মনোতোষ চাকলাদার ও শুভম ভৌমিক এবং এফসিআইয়ের গোলকিপার ধনঞ্জয় অধিকারী।
এ দিকে লাল-হলুদ সূত্রের খবর, বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের সঙ্গে গাঁটছড়া বাধার সম্ভাবনা তৈরি হয়েছে ইস্টবেঙ্গলের। তার জন্যই কর্তারা বাংলাদেশ যাবে। এর বাইরেও অবশ্য ভারতের অন্য দুটি সংস্থার সঙ্গে স্পন্সরশিপের জন্য কথা চালাচ্ছে ইস্টবেঙ্গল।
গত দু'বছর ধরেই আইএসএলে লাল-হলুদের পারফরম্যান্স অত্যন্ত খারাপ। এই বছর তো ২০ ম্যাচ মাত্র মাত্র ১টিতে তারা জিতেছে। ১১ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার লাস্টবয় এসসি ইস্টবেঙ্গল। রীতিমতো লজ্জার মুখোমুখি হতে হয়েছে লাল-হলুদ ব্রিগেডকে। নতুন মরশুমে তাই নতুন ভাবনা ইস্টবেঙ্গল কর্তাদের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।