বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ‘ইস্টবেঙ্গল ক্লাবকে নিষিদ্ধ করা হোক’ ইউটিউবারের মন্তব্য ঘিরে ময়দানে বিতর্কের আগুন

‘ইস্টবেঙ্গল ক্লাবকে নিষিদ্ধ করা হোক’ ইউটিউবারের মন্তব্য ঘিরে ময়দানে বিতর্কের আগুন

ইস্টবেঙ্গল নিয়ে ইউটিউবারের মন্তব্য, ময়দানে বিতর্কের আগুন (ছবি:PTI)

NRC ইস্যুতে নিজের মন্তব্য করতে গিয়ে ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন এক ইউটিউবার। তিনি বলেন, ‘ইস্টবেঙ্গল ক্লাবকে নিষিদ্ধ করা হোক’। এরপরেই সেই ইউটিউবারের বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়ে গোটা কলকাতা ময়দান।

NRC ইস্যুতে নিজের মন্তব্য করতে গিয়ে ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন এক ইউটিউবার। তিনি বলেন, ‘ইস্টবেঙ্গল ক্লাবকে নিষিদ্ধ করা হোক’। এরপরেই সেই ইউটিউবারের বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়ে গোটা কলকাতা ময়দান। আরামবাগ টিভি নামক একটি ইউটিউব চ্যানেলেতে ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে সেই ইউটিউবারের আরও দাবি, এই রাজ্য সরকারের পতন হয়ে গেলে আর এনআরসি চালু হলে ইস্টবেঙ্গলের অস্তিত্ব থাকবে না। তিনি আরও প্রশ্ন তুলে বলেন, ‘এই ক্লাবটি রোহিঙ্গাদের ক্লাব নাকি?’

আসলে ইস্টবেঙ্গলের একটি অনুষ্ঠানে এসে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের একটি মন্তব্যকে সামনে রেখে এই মন্তব্য করেন সেই ইউটিউবার। ভিডিয়োতে দেখা যাচ্ছে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মন্তব্য করছেন NRC ইস্যুতে ইস্টবেঙ্গল সমর্থকেরা প্রতিবাদ করে জানিয়েছিলেন, ‘আমরা কাগজ দেখাব না।’ এই মন্তব্যকে সামনে রেখেই ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করতে থাকেন সেই ইউটিউবার। যা নিয়ে বিতর্ক আগুনের মতো ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন… আমি সত্যিই নার্ভাস হয়ে গিয়েছিলাম- পদক হাতছাড়া হওয়ার পরে প্রথমবার মুখ খুললেন মনু ভাকের

স্বাভাবিকভাবেই ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে ইউটিউবারটির এমন মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে।কিছু সমর্থক বিষয়টিকে নোঙর এবং সস্তা রাজনীতি বলেও মনে করেন। ইস্টবেঙ্গলের সবচেয়ে বড় প্রতিপক্ষ মোহনবাগান ক্লাবের সহ-সভাপতি কুণাল ঘোষ এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করে সামাজিক মাধ্যমে লেখেন, ‘সাহস হয় কী করে ইস্টবেঙ্গলকে এই কথা বলার? মোহনবাগান সমর্থক হিসাবে প্রতিবাদ করছি। ইউটিউবারের স্বাধীনতার নামে এই বাড়াবাড়ি চলতে পারে না।’

আরও পড়ুন… অলিম্পিক্সে ষষ্ঠ সোনা জিতে ৫৪৬টি হিরে দিয়ে তৈরি বিশেষ লকেট পরে সামনে এলেন! কী বোঝালেন সিমোনে বাইলস?

ইউটিউবারটির এমন মন্তব্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে। ইস্টবেঙ্গল সমর্থকরা মানিকতলা থানায় একটি ডেপুটেশন জমা দিয়েছেন। তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে তাঁরা ঠিক করেছেন এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে যাবেন। ইতিমধ্যেই মানিকতলা থানায় একটি ডেপুটেশন জমা দিলেন লাল-হলুদ সমর্থকরা। পাশাপাশি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব ইবিআরপির সদস্য রবিশঙ্কর সেন বলেন, ‘এমন মন্তব্য কখনই মেনে নেওয়া যায় না। আমরা বৃহত্তর আন্দোলনে নামছি।’

আরও পড়ুন… ১২ বছর পরে পাশাপাশি দুই তারকা! T20 WC 2007 ফাইনালের নায়ক যোগিন্দর শর্মার সঙ্গে ধোনির সাক্ষাত

মনোরঞ্জন ভট্টাচার্য বলছেন, ‘উনি জানেনই না ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাস। যিনি এমন মন্তব্য করেছেন তিনি কোনও দিন ফুটবল খেলেননি। তাই এর আবেগ জানেন না। এই ক্লাবের সঙ্গে দেশের সম্মানও জড়িয়ে রয়েছে। দেখুন উক্ত ইউটিউবারের পাড়ার লোকেরাই হয়তো এর বিরোধিতা করছেন। উনি যে এই সরকারের কথা উল্লেখ করেছেন, এই সরকার আসার আগেও তো ক্লাব ছিল। ১০৫ বছরের ইতিহাস ইস্টবেঙ্গলের।’

আরও পড়ুন… Most tied in men's ODIs: অস্ট্রেলিয়া-ইংল্যান্ড-পাকিস্তানকে পিছনে ফেলে দুইয়ে ভারত! শীর্ষে রয়েছে কোন দল?

প্রাক্তন ফুটবলার ও প্রাক্তন ইস্টবেঙ্গল কোচ অলোক মুখোপাধ্যায়ও তীব্র নিন্দা করে বলেছেন যে, ইস্টবেঙ্গল সম্পর্কে খারাপ কথা বললে ছেড়ে কথা বলা হবে না। আর যিনি এমন কথা বলছেন তিনি বোধহয় ফুটবল খেলেননি কোনও দিন। রাজনৈতিক স্বার্থে এমন কথা বলছেন। যদি ক্লাব বৃহত্তর আন্দোলনের দিকে যায় তাঁরা অবশ্যই ক্লাবের পাশেই আছেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মঙ্গলে ১০ জেলায় সতর্কতা জারি, বুধে ৭টিতে ভারী বৃষ্টি, পরেও কোথায় কোথায় চলবে? iPhone 16-র উন্মোচন করল Apple! রয়েছে AI ‘পাওয়ার’, ভারতে কত দাম? কবে পাওয়া যাবে? এখনই নেতা বদলাতে চান না কার্স্টেনরা, বাবরদের সময় দেওয়ার পক্ষে মত দুই পাক কোচের RR-এর প্রতি দায়বদ্ধতা থেকেই বাকি IPL দলগুলির ব্ল্যাঙ্ক চেক অফার ফেরান দ্রাবিড়! ‘জাস্টিস চাইছিস! কোন সরকার হাজার টাকা করে দেয়! তৃণমূল যদি…’প্রতিবাদকারীদের হুমকি ইংল্যান্ডের ওপেনার একা করলেন ১৫০, আইরিশরা অল-আউট ৪৫ রানে, রেকর্ড জয় ব্রিটিশদের কলকাতার CP 'আমার কাছে নিজে এসেছেন অনেকবার পদত্যাগের জন্য', দাবি মমতার আড্ডা নয় আন্দোলন! চায়ের কাপ সরিয়ে প্রতিবাদের মোমবাতি জ্বলল কফি হাউসে ছবিতে কাজ দেওয়ার আছিলায় মডেলের সঙ্গে সহবাস! নয়া অভিযোগে বিদ্ধ জয়জিৎ, দিলেন সাফাই ১৮ ঘণ্টার মধ্যে দাবিপূরণ করুন, তবেই কর্মবিরতি তোলার কথা ভাবব, ডেডলাইন ডাক্তারদের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.