গত সপ্তাহ থেকে শুরু হয়ে গেছে আইএসএল ২০২৪-২৫। প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে হার দিয়ে নিজেদের অভিযান শুরু করেছে ইস্টবেঙ্গল এফসি। দ্বিতীয় ম্যাচে রবিবার কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে দিমি-তালালরা। তার আগে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হল লাল-হলুদ কোচ কার্লস কুয়াদ্রাত এবং ফুটবলার দিমিত্রিয়স ডায়ামান্টাকোস। কোচ বলেন, ‘সবে মরশুম শুরু হয়েছে। আমরা হয়তো প্রথম ম্যাচে কোনও পয়েন্ট পাইনি, তবে প্রথম ম্যাচে আমাদের পয়েন্ট পাওয়ার সুযোগ ছিল। আমরা কয়েকটি সুযোগ পেয়েছিলাম। আগামিকালও আমরা পুরো পয়েন্ট পাওয়ার লক্ষ্যেই খেলতে নামব। কেরালা ব্লাস্টার্স আইএসএলের অন্যতম সেরা দল। আমাদের তাই নিজেদের সেরাটা দিতে হবে’।
এবছর ইস্টবেঙ্গল দলে কেরালা ব্লাস্টার্স থেকে একাধিক তারকা ফুটবলার এসেছেন। তাঁদের মধ্যেই একজন দিমিত্রিয়স ডায়ামান্টাকোস। দিমি গত ২ মরশুম কেরালায় ছিলেন। গতবছর আইএসএলের সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। এদিন দিমি বলেন, ‘হ্যাঁ আমি গত দুই মরশুম এখানে কাটিয়েছি, সমর্থদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি। তবে এখন আমি ইস্টবেঙ্গলের খেলোয়াড়। একজন ফুটবলারের জীবনে এটা স্বাভাবিক ঘটনা। আমি কালকের ম্যাচে দলকে জেতানোর জন্যই খেলতে নামব। অবশ্যই আমাদের লক্ষ্য হবে পুরো ৩ পয়েন্ট পাওয়া’।
কোচ কার্লস কুয়াদ্রাত জানান, মরশুমের প্রথম ম্যাচ সব সময় কঠিন হয়। আগের ম্যাচের স্মৃতি ভুলে এখন সামনের দিকেই এগিয়ে চলাই তাঁর উদ্দেশ্য।তিনি বলেন, 'আমরা আমাদের পরিকল্পনার উপর কাজ করছি। খেলোয়াড়রা নিজেদের ফিটনেসের উপর কাজ করছে। তাই হয়তো প্রথম দিকে কিছু ভুল-ত্রুটি হয়েছে। এটা সাধারণ বিষয়। এবছর সমর্থদের প্রত্যাশা আমাদের থেকে বেশি আমি জানি। ইস্টবেঙ্গলের মতো বড় দলে চাপ থাকবে এটাই স্বাভাবিক’। অন্যদিকে দীর্ঘ টালবাহানার পর সাময়িক ভাবে ফেডারেশনের পিএসসির থেকে খেলার ছাড়পত্র পেয়েছেন আনোয়ার আলি। সমর্থকরা আশা করছে কেরালার বিরুদ্ধে লাল-হলুদ জার্সিতে অভিষেক হবে তাঁর। কিন্তু সেই বিষয়ে প্রশ্ন করা হলে কোনও স্পষ্ট উত্তর দিলেন না কোচ কুয়াদ্রাত। তিনি স্পষ্ট বলেন ‘দল এবার অনেক শক্তিশালী, আমাদের হাতে অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। তাই কে প্রথম একাদশে থাকবে না থাকবে সেটা এখনই বলা সম্ভব নয়’।
অন্যদিকে সমর্থকদের প্রত্যাশা এবার অনেক বেশি দলের থেকে। হবেই না কেন, এবার ট্রান্সফার উইন্ডোতে একের পর এক তারকা ফুটবলারদের সই করিয়ে চমক দিয়েছে ম্যানেজমেন্ট। দলে এসেছেন তালাল-দিমি-হেক্টরদের মতো বিদেশিরা। পাশাপাশি আনোয়ার-মার্ক-জিকসনদের মতো ভারতীয়দেরও যুক্ত করা হয়েছে দলে। যদিও আনোয়ার আলিকে সই করানো নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছে। তবে আপাতত লাল হলুদ জার্সি পরতে বাধা নেই তারকা ভারতীয় ডিফেন্ডারের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।