অবশেষে ৭ ম্যাচ পর ৮ নম্বর ম্যাচে এসে ISL-এ জয় পেয়েছে ইস্টবেঙ্গল। শুক্রবার যুবভারতী স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল আনোয়াররা। এদিনও আগের ম্যাচের মতো মাঠে মাটি আঁকড়ে পড়েছিল তারা। মহামেডানের বিরুদ্ধে ম্যাচে ৯ জনে খেলেও গোলশূন্য ড্র করেছিল ইস্টবেঙ্গল। বোঝাই যাচ্ছিল এবার ঘুরে দাঁড়াতে মরিয়া তারা। অবশেষে সেই লড়াই কাজে এলো শুক্রবার। ম্যাচে ১-০ গোলে জয় লাভ করে মশাল বাহিনী। তবে এই জয়ের কৃতিত্ব শুধু মাত্র কোনও বিশেষ ফুটবলারকে দিতে নারাজ কোচ অস্কার ব্রুজো। তিনি এটি দলগত ভাবে ভালো পারফরম্যান্সের ফল হিসেবেই দেখছেন।
নর্থইস্ট ইউনাইটেড এই মরশুমের সবচেয়ে বেশি গোল করা দল। তারা এর আগের সব ম্যাচে গোল করেছে। তবে আটকে গেল আনোয়ার-হিজাজিদের কাছে। এদিনের ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে দু'জন প্রধান ফুটবলারকে খেলতে দেখা যায়নি। মহামেডানের বিরুদ্ধে লাল কার্ড দেখায় খেলতে পারেননি দুই নির্ভরযোগ্য ফুটবলার নন্দকুমার শেখর ও নাওরেম মহেশ সিংহ। তাঁদের জায়গায় প্রথম একাদশে জায়গা পেয়েছিলেন পিভি বিষ্ণু এবং জিকশন সিং। ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ইস্টবেঙ্গল। তাদের হয়ে একমাত্র গোলটি করেন দিমিত্রিয়স ডায়মান্টাকোস।
সাংবাদিক বৈঠকে দলের ডিফেন্সের প্রশংসা করেন দিমি। কোচ ব্রুজো নিজেও তাতে খুশি হয়েছেন। তিনি বলেন, ‘দলের স্ট্রাইকার যদি ক্লিন শিট নিয়ে কথা বলে, তা হলে বুঝতেই হবে খেলোয়াড়দের পারফরম্যান্সে বদল ঘটেছে। দিমি যখন বলছে গোল না খাওয়ার কথা, একসঙ্গে ডিফেন্স করার কথা, তখন বুঝতেই হবে দলের মানসিকতায় একটা বড়সড় পরিবর্তন আসতে শুরু করেছে।’ তিনি জানান, দল আরও বেশি গোলে জয় লাভ করতে পারত। তবে ব্রুজো দলের ফুটবলারদের খেলায় খুশি। বিশেষ করে আক্রমণভাগের খেলোয়াড়রা ডিফেন্স করতে যেভাবে নিচে নেমে এসেছে তা দেখে। তিনি বলেন, ‘এখানে আমি যেদিন থেকে এসেছি আমি এটাই বলে এসেছি। আমাদের দল হিসেবে কোনও ফাঁকফোকর রাখলে চলবে না, তবেই সাফল্য আসবে।’
গোল না খাওয়ার বিষয়টা বেশি স্বস্তি দিচ্ছে ইস্টবেঙ্গল কোচকে। তিনি বলেন, ‘এনিয়ে পরপর দুই ম্যাচ আমরা ক্লিন শিট রাখলাম। ম্যাচে জয় পাওয়ার প্রথম শর্তই হল গোল না খাওয়া, তারপর ভাবতে হবে কিভাবে গোল করা যায়।’ ব্রুজো জানিয়ে দেন, ইস্টবেঙ্গলের এই দলের প্রতি প্রথম থেকেই আস্থা ছিল তাঁর। দলের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার সব রকম গুন রয়েছে। আপাতত এই জয়ে থেমে থাকতে চাইছেন না তিনি। জয়ের ধারা অব্যাহত রাখাই লক্ষ্য তাঁর। তিনি জানিয়েছেন, ‘এখন সব ম্যাচই ফাইনালের সমান। আজ একটা ফাইনাল জিতলাম। পরের ফাইনাল রয়েছে চেন্নাইয়ের বিরুদ্ধে। সেটাতেও জয় লাভ করতে হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।