বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ISL 2024-25: দলগতভাবে ভালো খেলায় জয় এসেছে,খরা কাটতেই দাবি ইস্টবেঙ্গল কোচের

ISL 2024-25: দলগতভাবে ভালো খেলায় জয় এসেছে,খরা কাটতেই দাবি ইস্টবেঙ্গল কোচের

ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। (ছবি-EEBFC)

 ISL-এর এই মরশুমে প্রথম জয় পেয়েছে ইস্টবেঙ্গল।  শুক্রবার ঘরের মাঠে নর্থইস্টকে ১-০ গোলে পরাজিত করেছে তারা। তবে এই জয়ের কৃতিত্ব কোনও বিশেষ ফুটবলারকে দিতে নারাজ লাল-হলুদ কোচ।

অবশেষে ৭ ম্যাচ পর ৮ নম্বর ম্যাচে এসে ISL-এ জয় পেয়েছে ইস্টবেঙ্গল। শুক্রবার যুবভারতী স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল আনোয়াররা। এদিনও আগের ম্যাচের মতো মাঠে মাটি আঁকড়ে পড়েছিল তারা। মহামেডানের বিরুদ্ধে ম্যাচে ৯ জনে খেলেও গোলশূন্য ড্র করেছিল ইস্টবেঙ্গল। বোঝাই যাচ্ছিল এবার ঘুরে দাঁড়াতে মরিয়া তারা। অবশেষে সেই লড়াই কাজে এলো শুক্রবার। ম্যাচে ১-০ গোলে জয় লাভ করে মশাল বাহিনী। তবে এই জয়ের কৃতিত্ব শুধু মাত্র কোনও বিশেষ ফুটবলারকে দিতে নারাজ কোচ অস্কার ব্রুজো।  তিনি এটি দলগত ভাবে ভালো পারফরম্যান্সের ফল হিসেবেই দেখছেন। 

নর্থইস্ট ইউনাইটেড এই মরশুমের সবচেয়ে বেশি গোল করা দল। তারা এর আগের সব ম্যাচে গোল করেছে। তবে আটকে গেল আনোয়ার-হিজাজিদের কাছে। এদিনের ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে দু'জন প্রধান ফুটবলারকে খেলতে দেখা যায়নি। মহামেডানের বিরুদ্ধে লাল কার্ড দেখায় খেলতে পারেননি দুই নির্ভরযোগ্য ফুটবলার নন্দকুমার শেখর ও নাওরেম মহেশ সিংহ। তাঁদের জায়গায় প্রথম একাদশে জায়গা পেয়েছিলেন পিভি বিষ্ণু এবং জিকশন সিং। ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ইস্টবেঙ্গল। তাদের হয়ে একমাত্র গোলটি করেন দিমিত্রিয়স ডায়মান্টাকোস।  

সাংবাদিক বৈঠকে দলের ডিফেন্সের প্রশংসা করেন দিমি। কোচ ব্রুজো নিজেও তাতে খুশি হয়েছেন। তিনি বলেন, ‘দলের স্ট্রাইকার যদি ক্লিন শিট নিয়ে কথা বলে, তা হলে বুঝতেই হবে খেলোয়াড়দের পারফরম্যান্সে বদল ঘটেছে। দিমি যখন বলছে গোল না খাওয়ার কথা, একসঙ্গে ডিফেন্স করার কথা, তখন বুঝতেই হবে দলের মানসিকতায় একটা বড়সড় পরিবর্তন আসতে শুরু করেছে।’ তিনি জানান, দল আরও বেশি গোলে জয় লাভ করতে পারত। তবে ব্রুজো দলের ফুটবলারদের খেলায় খুশি। বিশেষ করে আক্রমণভাগের খেলোয়াড়রা ডিফেন্স করতে যেভাবে নিচে নেমে এসেছে তা দেখে। তিনি বলেন, ‘এখানে আমি যেদিন থেকে এসেছি আমি এটাই বলে এসেছি। আমাদের দল হিসেবে কোনও ফাঁকফোকর রাখলে চলবে না, তবেই সাফল্য আসবে।’ 

গোল না খাওয়ার বিষয়টা বেশি স্বস্তি দিচ্ছে ইস্টবেঙ্গল কোচকে।  তিনি বলেন, ‘এনিয়ে পরপর দুই ম্যাচ আমরা ক্লিন শিট রাখলাম। ম্যাচে জয় পাওয়ার প্রথম শর্তই হল গোল না খাওয়া, তারপর ভাবতে হবে কিভাবে গোল করা যায়।’ ব্রুজো জানিয়ে দেন, ইস্টবেঙ্গলের এই দলের প্রতি প্রথম থেকেই আস্থা ছিল তাঁর।  দলের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার সব রকম গুন রয়েছে। আপাতত এই জয়ে থেমে থাকতে চাইছেন না তিনি। জয়ের ধারা অব্যাহত রাখাই লক্ষ্য তাঁর।  তিনি জানিয়েছেন, ‘এখন সব ম্যাচই ফাইনালের সমান। আজ একটা ফাইনাল জিতলাম। পরের ফাইনাল রয়েছে চেন্নাইয়ের বিরুদ্ধে। সেটাতেও জয় লাভ করতে হবে।’ 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

প্রসাদ খাওয়ার পর এঁটো জল গায়ে পড়া নিয়ে বচসা, প্রৌঢ়কে পিটিয়ে খুন কুয়েতে ৬০ ভারতীয় যাত্রীর দুর্ভোগের অবসান, ২৪ ঘণ্টা পর ছাড়ল বিমান বাথরুমে দুর্গন্ধ হলে এই টিপসগুলি জেনে নিন, হোটেলের বাথরুমে এই কারণেই সুগন্ধ থাকে Shami New Diet: পছন্দের বিরিয়ানি বন্ধ, ওজন কমাতে লাঞ্চও খাচ্ছেন না মহম্মদ শামি গিনিতে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, মৃত কমপক্ষে ১০০! 'দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি', ইনফেকশনের কারণে অন্ধ হয়ে গিয়েছেন এলটন জন! পার্থ ছেড়ে অ্যাডিলেডে, তবুও হেজেলউডের বিতর্কিত মন্তব্যের সাফাই দিতে হল হেডকে কনসার্টে 'আগর তুম সাথ হো' গাইতে গাইতে অরিজিৎ গোলাপ উপহার দিলেন! কিন্তু কাকে? শাঁখা-সিঁদুর পরেই আইবুড়ো ভাত খেলেন শ্বেতা! রুবেলের সঙ্গে বিয়ে কবে? ‘মদ - মাংস খাইয়েও ঘর পাইনি, ঘর পেয়েছে দোতলা বাড়ির মালিক TMC কাউন্সিলরের স্ত্রী’

IPL 2025 News in Bangla

যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে! প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে ম্যাচ জিতে বললেন রোহিত ‘তুমি চিরকাল আমাদের পকেট ডায়নামো থাকবে’ SRH-এ যাওয়া ইশানকে বার্তা MIএর হার্দিকের ১৩ কোটি পার্স নিয়েও ৯ কোটি পর্যন্ত বিড! CSKতে মুগ্ধ দীপক চাহার! মাহিকেও ধন্যবাদ… দেশের হয়ে মাঠে নামার পরের দিনই T10 লিগে গজনফর, খেলছেন একই সঙ্গে ২টি টুর্নামেন্ট সচিন-রোহিত-কোহলি নন, বৈভবের আদর্শ এক বিদেশি তারকা,যিনি অবসর নেন তাঁর জন্মের আগেই মুম্বইতে থেকেছেন রোহিত! চেন্নাইতে ফিরছেন অশ্বিন! কোন দলে কত ভূমিপুত্র? KKR-এ কত? ভারতীয় ব্যাটাররাই রাজস্থানের ভরসা! বোলিংয়ে অতিরিক্ত বিদেশি নির্ভরতা! কেমন RR দল? ওয়ার্নার-মার্শের পরিবর্তে রাহুল-ব্রুক! দলে স্টার্ক-মুকেশ…কেমন হল দিল্লি দল? ২৬.৭৫ কোটির শ্রেয়স আইয়ার! ৫ অস্ট্রেলিয়ান! একঝলকে পঞ্জাব কিংসের শক্তি ও দুর্বলতা… হেড,অভিষেক,ইশান, ক্লাসেন! শক্তি প্রবল সানরাইজার্সের! স্লগ ওভার বোলিং নিয়ে চিন্তা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.