ডার্বিতে রেফারিং নিয়ে তুমুল উষ্মাপ্রকাশ করলেন ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার ব্রুজো। রাগে ফুঁসতে-ফুঁসতে রেফারির একের পর এক ভুল ধরিয়ে দিলেন। কোনওরকম রাখঢাক না করে লাল-হলুদের হেড কোচ স্পষ্ট জানিয়ে দেন, পরপর ম্যাচে বাজে রেফারিংয়ের শিকার হতে হচ্ছে তাঁর দলকে। সৌভিক চক্রবর্তীকে যে হলুদ কার্ড দেখানো হয়েছে, সেটা জীবনে কার্ড হয় না। ওটা চূড়ান্ত দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত। শুধু তাই নয়, মোহনবাগান বক্সে স্পষ্ট হ্যান্ডবল ছিল (আপুইয়ার হ্যান্ডবল)। নিশ্চিত পেনাল্টি দেওয়া হয়নি বলে উষ্মাপ্রকাশ করেন ইস্টবেঙ্গলের হেড কোচ।
দ্বিতীয় হলুদ কার্ড ছিল, প্রথমটা জীবনে হয় না, দাবি ব্রুজোর
শনিবার আইএসএলের ডার্বিতে মোহনবাগানের বিরুদ্ধে ০-১ গোলে হারের পরে সাংবাদিক বৈঠকে ইস্টবেঙ্গলের হেড কোচ জানান, ম্যাচের পরে ম্যাচ একই ঘটনা ঘটে যাচ্ছে। সৌভিককে যে হলুদ কার্ডটা দেখানো হয়েছে, ওটা মোটেও কার্ড হয় না। ওটায় কোনওদিন কার্ড দেখানো উচিত নয়।
তিনি আরও জানান, দ্বিতীয় হলুদ কার্ডটা নিয়ে কিছু বলার নেই। মোহনবাগানের প্রতি-আক্রমণ রুখতে সৌভিককে ফাউলটা করতেই হত। নাহলে ০-২ হয়ে যেত। তাহলে ওখানেই ম্যাচটা হাত থেকে বেরিয়ে যেত। কিন্তু প্রথম হলুদ কার্ডটার ক্ষেত্রে ওটা একটা সাধারণ ফাউল ছিল। অথচ শুভাশিস বোস, মনবীর সিং, আশিস রাইদের কার্ড দেখানো হয়নি।
আরও পড়ুন: ISL 2024-25: ১১ ম্যাচ পরে জয় পেল মহমেডান! কাসিমোভের গোল, ১-০ হারাল বেঙ্গালুরুকে
মোহনবাগানেরও ১০ জন হয়ে যাওয়ার কথা ছিল, দাবি ব্রুজোর
সেইসঙ্গে তিনি জানান, মোহনবাগান বক্সে স্পষ্ট হ্যান্ডবল ছিল। আপুইয়ার হাতে বল লেগেছিল। ম্যাচের একদম শেষ প্রতি-আক্রমণে আশিসকে নিশ্চিতভাবে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো উচিত ছিল রেফারির। মোহনবাগানেরও ১০ জন খেলোয়াড় নিয়ে ম্যাচ শেষ করা উচিত ছিল বলে দাবি করেন লাল-হলুদের হেড কোচ। যিনি ১০ জন হয়ে যাওয়ার পরও লড়াইয়ের জন্য দলের খেলোয়াড়দের প্রশংসা করেছেন। তবে চূড়ান্ত বিরক্তি প্রকাশ করেন ডিফেন্সের ভুল নিয়ে।
আরও পড়ুন: MBSG V EBFC: ম্যাকলরেনের একমাত্র গোলে ১-০ জয়, লিগের শীর্ষে মোহনবাগান
মেজাজও হারিয়ে ফেলেন ইস্টবেঙ্গলের কোচ
তারইমধ্যে একটা প্রশ্ন শুনে মেজাজ হারিয়ে ফেলেন ইস্টবেঙ্গলের হেড কোচ। প্রথম ছয়ে থাকা নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়েছিল। সেই প্রশ্নটা শুনেই মেজাজ হারিয়ে ফেলেন ব্রুজো। ‘নেক্সট কোয়েশ্চেন’ বলেও ইস্টবেঙ্গলের কোচ জানান, ম্যাচ নিয়ে যা প্রশ্ন করার আছে, সেটা করা হোক। এসব বিষয় নিয়ে তিনি যা উত্তর দেবেন, সেটা ঘুরিয়ে-পেঁচিয়ে বলা হবে বলে দাবি করেন ইস্টবেঙ্গলের হেড কোচ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।