শুক্রবার থেকে শুরু আইএসএল ২০২৪-২৫ মরশুম। প্রথম ম্যাচে মুখোমুখি হবে লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট ও কাপ চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি। শনিবার বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের মরশুম শুরু করবে ইস্টবেঙ্গল এফসি। বৃহস্পতিবার সেই ম্যাচ নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন কোচ কার্লস কুয়াদ্রাত ও ফুটবলার হিজাজি মাহের। এদিন সাংবাদিকদের প্রশ্নে কোচ জানান, মরশুমের প্রথম ম্যাচে দল পুরো ৩ পয়েন্ট পাওয়ার লক্ষ্য নিয়েই খেলতে নামবে।
কুয়াদ্রাত বলেন, ‘বেঙ্গালুরু এফসি খুবই ভালো দল। তাদের অনেক ভালো ফুটবলার আছে। তারা আইএসএলের অন্যতম ভালো দল।তবে আমরা প্রথম ম্যাচে ৩ পয়েন্টে পাওয়ার জন্যই খেলব’। অন্যদিকে, ফুটবলার নন্দ কুমারের চোট রয়েছে বলে জল্পনা শোনা যাচ্ছিল। সেই বিষয়ে কোচ বলেন, ‘নন্দ কুমারের কোনও চোট নেই।তবে জাতীয় দল থেকে ফেরার পর ওর কিছু সমস্যা হচ্ছিল। কিন্তু ও সম্পূর্ণ সুস্থ রয়েছে’।
ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল শুরুটা ভালো করলেও কোয়ার্টার ফাইনালে শিলং লাজংয়ের বিরুদ্ধে হেরে বিদায় নিতে হয়েছিল। ডিফেন্সের ভুলে গোল খেতে হয়েছিল দলকে। একইভাবে চ্যাম্পিয়ন লিগ ২-এর যোগ্যতা অর্জনকারী পর্বের ম্যাচেও রক্ষণের ভুলে গোল খেয়ে ম্যাচ হারতে হয়েছিল তাদের।
বারবার ডিফেন্সের এই ব্যর্থতা নিয়ে প্রশ্ন করা হলে কুয়াদ্রাত বলেন, ‘আমরা আমাদের ভুলগুলিকে চিহ্নিত করেছি। খেলোয়াড়দের তাদের ভুল ত্রুটিগুলি দেখানো হয়েছে, এটা স্বাভাবিক বিষয়। শিলংয়ে আমরা ৬ জন নতুন খেলোয়াড়কে খেলিয়েছিলাম, তাই বোঝাপড়ায় কিছুটা সমস্যা হয়েছিল। সব ম্যাচে ৫-৬ গোল হবে না, লিগে ভালো পারফরম্যান্স করতে হলে আমাদের গোল করার পাশাপাশি রক্ষণও ঠিক রাখতে হবে’।
এই মরশুমে ইস্টবেঙ্গল রক্ষণের বড় ভরসা আনোয়ার আলিকে ৪ মাসের জন্য নির্বাসিত করেছে AIFF-এর প্লেয়ার স্টেটাস কমিটি। সেই বিষয়ে কোচ জানান, ‘অবশ্যই আনোয়ার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ওকে পাওয়া সম্ভব নয়। তাই আমাদের বাকি খেলোয়াড়দের উপর ভরসা রাখতে হবে’। তিনি ইস্টবেঙ্গলের ২টি ট্রান্সফার উইন্ডো ব্যান হওয়া প্রসঙ্গে বলেন, ‘সবকিছু আমাদের হাতে নেই। আমি কোনও অজুহাত খুঁজতে চাই না। আমাদের দলে অনেক ভালো খেলোয়াড় আছে।তাঁদের নিয়েই পরিকল্পনা সাজাতে হবে’।
অন্যদিকে লাল-হলুদ ডিফেন্ডার হিজাজি মাহেরকে রেফারির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমাদের নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলাটা খেলে যেতে হবে। পুরো ৩ পয়েন্ট পাওয়ার দিকে লক্ষ্য দিতে হবে। রেফারি কী করবে বা না করবে সেটা আমাদের হাতে নেই। আমাদের যেটা করার আছে সেটাই করতে হবে’।
এই বিষয়ে তাঁর সঙ্গে সহমত পোষণ করেছেন কোচ কার্লেস কুয়াদ্রাত। হিজাজি প্রতিপক্ষ দলের কোনও বিশেষ খেলোয়াড়কেকে নিয়ে আলাদাভাবে চিন্তা করতে রাজি নন। তিনি বলেন, ‘আমি কোনও বিশেষ প্লেয়ারকে নিয়ে ভাবিত নই। আমাদের দলগতভাবে ভালো খেলতে হবে এবং ৩ পয়েন্ট নিয়ে ফিরতে হবে’। সব মিলিয়ে কুয়াদ্রাত এবং হিজাজি দু’জনেরই প্রাথমিক লক্ষ্য বেঙ্গালুরু ম্যাচ থেকে পুরো পয়েন্ট পাওয়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।