বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > কার্লোস কুয়াদ্রাতের নয়া স্প্যানিশ সহকারীর নাম ঘোষণা ইস্টবেঙ্গলের

কার্লোস কুয়াদ্রাতের নয়া স্প্যানিশ সহকারীর নাম ঘোষণা ইস্টবেঙ্গলের

ইস্টবেঙ্গল ক্লাব।

বুধবার ইস্টবেঙ্গলের তরফে ঘোষণা করা হয়েছে তাদের সহকারী কোচের নাম। স্পেনের দিমাস দেলগাডো, এবার থেকে কার্লোস কুয়াদ্রাতকে সহযোগিতা করবেন। কাকাতলীয়ভাবে ইস্টবেঙ্গলের নবনিযুক্ত কোচ কার্লোস কুয়াদ্রাতের অধীনেই বেঙ্গালুরু এফসিতে একটা সময়ে খেলেছেন দিমাস।

শুভব্রত মুখার্জি: ট্রফি খরা কাটাতে মরিয়া ইস্টবেঙ্গল ক্লাব। পাশাপাশি আইএসএলে শেষ কয়েক বছর ধারাবাহিক খারাপ পারফরম্যান্সের পরে এবার খেলতে মুখিয়ে রয়েছে লাল হলুদ বাহিনী। সেই লক্ষ্য ইতিমধ্যেই আঁটঘাট বেঁধে ঘর গোছাতে ব্যস্ত তারা। বেশ কয়েকদিন আগেই নয়া মরশুমের জন্য নয়া কোচের নাম ঘোষণা করে দিয়েছে তারা। আগামী মরশুম থেকেই দলের দায়িত্ব নিচ্ছেন কার্লোস কুয়াদ্রাত। এবার কার্লোস কুয়াদ্রাতের সহকারীর নাম ঘোষণা করা হল। কুয়াদ্রাতকে সহযোগিতা করবেন বেঙ্গালুরুর হয়ে আইএসএলের শিরোপাজয়ী কোচ দিমাস দেলগাডো।

বুধবার ইস্টবেঙ্গলের তরফে ঘোষণা করা হয়েছে তাদের সহকারী কোচের নাম। স্পেনের দিমাস দেলগাডো, এবার থেকে কার্লোস কুয়াদ্রাতকে সহযোগিতা করবেন। কাকাতলীয়ভাবে ইস্টবেঙ্গলের নবনিযুক্ত কোচ কার্লোস কুয়াদ্রাতের অধীনেই বেঙ্গালুরু এফসিতে একটা সময়ে খেলেছেন দিমাস। আপাতত দুই বছরের জন্য চুক্তি হয়েছে। বর্তমান ইস্টবেঙ্গলের সহকারী কোচ আবার আইএসএলের প্রাক্তন চ্যাম্পিয়ন ফুটবলারও বটে।

প্রসঙ্গত ৪০ বছর বয়সি দিমাস ২০১৮-১৯ মরশুমে সুনীল ছেত্রীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বেঙ্গালুরুকে চ্যাম্পিয়ন করিয়েছেন। এবার আইএসএল জয়ী ফুটবলার আসছেন ইস্টবেঙ্গলের সহকারীর দায়িত্ব নিতে। ২০১৮-১৯ সালে সেবার ফাইনালে সুনীল ছেত্রীকে অ্যাসিস্ট দিয়েছিলেন দিমাস। যেখান থেকেই গোল করেন ছেত্রী। এর ঠিক আগের বছর বেঙ্গালুরু রানার্স হয়। সেই দলেও খেলেছেন তিনি। রয়েছে উয়েফার ‘এ’ লাইসেন্সও। ইস্টবেঙ্গলে যোগ দিয়ে এক বিবৃতিতে তিনি জানিয়েছেন 'স্পেনে খেলার সময়েই কোচিং লাইসেন্স পেয়েছি আমি। তখন থেকেই কোচিংয়ে যোগ দেওয়ার জন্যে মুখিয়ে ছিলাম। পেশাদার কেরিয়ারে সব কোচের থেকে কিছু না কিছু শেখার থাকে, আর আমি সেই চেষ্টাই করেছি। পেশাদার জীবন শেষ হওয়ার পর ইস্টবেঙ্গলের মতো ক্লাবে যোগ দিচ্ছি কোচ হিসেবে। বিষয়টি নিয়ে আমি খুব গর্বিত। কুয়াদ্রাত এবং ভিনোর (জর্জ) অভিজ্ঞতা বিপুল। ওদের থেকে অনেক কিছু শেখার রয়েছে।'

বন্ধ করুন