কলকাতা লিগে যেন অশ্বমেধের ঘোড়া ইস্টবেঙ্গল। গ্রুপ পর্বের পর সুপার সিক্সে দাপট অব্যাহত সায়ন-বিষ্ণুদের। এদিন ইস্টবেঙ্গল মাঠে ক্যালকাটা কাস্টমসের মুখোমুখি হয়েছিল লাল-হলুদ শিবির। ম্যাচে প্রথম থেকেই আক্রমণাত্মক দেখায় বিনো জর্জের ছেলেদর। শুরুতে গোল করে এগিয়ে গেলেও ম্যাচের বাকি সময় খুঁজেই পাওয়া গেল না কাস্টমসকে।
অন্যদিকে ৪-১ ব্যবধানে বড় জয় পেয়ে সুপার সিক্সে অ্যাডভ্যান্টেজ পজিশনে ইস্টবেঙ্গল এফসি। এই জয়ের ফলে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গেল তারা। অন্যদিকে জল থৈ থৈ মাঠের কারণে বুধবার স্থগিত হয়ে যাওয়া ভবানীপুর বনাম মহামেডান ম্যাচে ২-০ গোলে জয় পেল সাদা-কালো বাহিনী।
কলকাতা লিগের সুপার সিক্সে শুরুটা ভালোই করল ইস্টবেঙ্গল। কাস্টমসের বিরুদ্ধে ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক দেখায় সায়ন, জেসিন টিকে-দের। হয়তো একদম শুরুতেই দু-একটি গোল পেয়ে যেত তারা। তবে আক্রমণের বিপক্ষে গিয়ে ২৪ মিনিটে প্রথম গোলটি করে কাস্টমস। গোল দেয় রবি হাঁসদা।
এরপর আক্রমণ-প্রতিআক্রমণে খেলা চলতে থাকে। বেশ কয়েকটি সুযোগ পায় ইস্টবেঙ্গল, তবে গোল আসেনি সেখান থেকে। এরপর প্রথমার্ধের শেষ দিকে জ্বলে ওঠে মশাল। কয়েক মিনিটের ব্যবধানে ২টি গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেয় পিভি বিষ্ণু এবং শ্যামল বেসরা।
দ্বিতীয়ার্ধে আর কোনও সুযোগই দেয়নি ইস্টবেঙ্গলের ফুটবলাররা। ৫১ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল ও নিজের দ্বিতীয় গোলটি করে পিভি বিষ্ণু। চতুর্থ তথা শেষ গোলটি করে আদিল আমান। ৪-১ ব্যবধানে এই জয় অনেকটাই বাড়তি আত্মবিশ্বাস জোগাবে ইস্টবেঙ্গল ফুটবলারদের।
অন্যদিকে বুধবার ভবানীপুরের বিরুদ্ধে ব্যারাকপুরে সুপার সিক্সের ম্যাচে মুখোমুখি হয়েছিল মহামেডান। প্রথমার্ধ নির্বিঘ্নে সম্পন্ন হলেও প্রবল বৃষ্টির কারণে মাঠে জল জমে যাওয়ায় স্থগিত হয়ে যায় দ্বিতীয়ার্ধের খেলা। বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে সেই ম্যাচটি অনুষ্ঠিত হয়। এদিনের ম্যাচে ভবানীপুরকে ২-০ গোলে হারিয়ে জয়লাভ করে মহামেডান। তাদের হয়ে গোল দু’টি করে লালঘাইসাকা ও ইসরাফিল। ফলে কলকাতা লিগের সুপার সিক্সের অভিযান জয় দিয়েই শুরু করল দুই প্রধান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।