মোহনবাগান সুপার কাপ থেকে বিদায় নিলেও, ইস্টবেঙ্গলের আশা এখনও জিইয়ে রয়েছে। অঙ্ক অন্তত তাই বলছে। কাগজে-কলমে এখনও সুপার কাপের সেমিফাইনালে উঠতে পারে তারা। সোমবার আইজল এফসি-কে বড় ব্যবধানে হারাতে পারলেই বাজিমাত করতে পারবে ইস্টবেঙ্গল। আর সেটাই এখন পাখির চোখ লাল-হলুদের।
সোমবার বিকেলে আইজল এফসি-কে হারালে তিন পয়েন্ট পাবে ইস্টবেঙ্গল। অর্থাৎ তাদের পয়েন্ট বেড়ে দাঁড়াবে পাঁচ। রাতে অন্য ম্যাচে হায়দরাবাদ এফসি ও ওড়িশা এফসি-র মধ্যে যদি ড্র হয়, তা হলে তাদের গোল পার্থক্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কারণ, তিন দলই একে অপরের বিরুদ্ধে ড্র করেছে।
সে ক্ষেত্রে ইস্টবেঙ্গল যদি অন্তত চার গোলের ব্যবধানে জিততে পারে, তা হলে তারা শেষ চারে চলে যাবে। তবে রাতের ম্যাচে যদি ফয়সালা হয়, তা হলে লাল-হলুদ ব্রিগেডের আর কোনও আশা থাকবে না। সে ক্ষেত্রে রাতের ম্যাচের জয়ী দল যাবে শেষ চারে। তাই ইস্টবেঙ্গলের লক্ষ্য শুধু বড় ব্যবধানে জয়। বাকিটা অন্য দুই দলের হাতে।
এই অবস্থায় দল নামানোর আগে লাল-হলুদ কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন বলেছেন, তারা এই ম্যাচ জিততেই নামবে এবং এই ম্যাচে কোনও ভুল করা চলবে না। তাঁর দাবি, ‘ইস্টবেঙ্গলের ফুটবলারদের কোনও ম্যাচে বাড়তি চাপ থাকে না। এই ক্লাবের ফুটবলারদের কাছে প্রতিটিই মাস্ট উইন ম্যাচ। যদিও বাস্তবে সব ম্যাচ জেতা সম্ভব নয়। কিন্তু আমরা হারতে বা ড্র করতে মাঠে নামি না, সব সময়s জিততেই নামি। পেশাদারদের চাপের মুখে কাজ করাই পছন্দের।’
আরও পড়ুন: কাতার বিশ্বকাপ খেলা অজি স্ট্রাইকারের সঙ্গে চুক্তি পাকা করার পথে মোহনবাগান
গত দু’ম্যাচ ড্র করার পর এই ম্যাচে যেখানে জয় ছাড়া কোনও রাস্তা নেই তাদের সামনে। তখন দলের খেলার সিস্টেমে কোনও রদবদল আনা হতে পারে কি না, জানতে চাইলে ব্রিটিশ কোচ বলেন, ‘আমাদের সিস্টেম খেলোয়াড়দের ভাল মতো বোঝাতে ৮-৯টা ম্যাচ লেগে গিয়েছে। এই মরশুমে এই সিস্টেমে খেলেই আমরা ক্লাবের আইএসএল ইতিহাসে সবচেয়ে বেশি গোল, টপ স্কোরার, সবচেয়ে বেশি অ্যাসিস্ট, সবচেয়ে বেশি পয়েন্ট অর্জন করেছি। তা হলে এখন অযথা কেন তা বদল করতে যাব?’
সুপার কাপের প্রথম দুই ম্যাচেই গোল করে এগিয়ে গিয়েও, পরে গোল হজম করে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে লাল-হলুদ বাহিনীকে। দলের আক্রমণ বিভাগ যথেষ্ট সচল থাকলেও রক্ষণের ভুলে বারবার তাদের পয়েন্ট খোয়াতে হচ্ছে। সোমবারের ম্যাচে জিততে গেলে যে তাদের খেলোয়াড়দের কোনও ভুলভ্রান্তি করা চলবে না, তা স্পষ্ট জানিয়ে দিয়েছে কনস্ট্যান্টাইন। বলেছেন, ‘আমাদের খেলোয়াড়দের ফোকাসে কোনও সমস্যা নেই। সমস্যা হল তাদের ব্যক্তিগত ভুল। আগের ম্যাচে প্রথম গোলটাতে আমাদের তিন জন খেলোয়াড় পরপর ভুল করে। তারই মাশুল দিতে হয়। ভুল করা চলবে না, অনুশীলনে এটাই বলি আমি। ব্যক্তিগত ভুল করা আর চলবে না।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।