কার্লস কুয়াদ্রাতের সঙ্গে চুক্তি পাকা হয়ে গিয়েছে। এ বার ঘর গোছানোর পালা। সূত্রের খবর, ইস্টবেঙ্গল এফসি দুই ফুটবলারের সঙ্গে চুক্তি প্রায় পাকা করে ফেলেছে। চেন্নাইয়িন এফসি-র এডউইন ভান্সপল এবং ওড়িশা এফসি-র নন্দকুমার সেকারকে তারা সই করিয়েছে বলে খবর।
নন্দকুমার এবং ভান্সপল তামিলনাড়ুর বাসিন্দা এবং ২০১৬-১৭ মরশুমে প্রাক্তন আই-লিগ ক্লাব চেন্নাই সিটি এফসি-র হয়ে একসঙ্গে প্রতিনিধিত্বও করেছেন। তারা ফের ইস্টবেঙ্গল এফসি-তে একসঙ্গে খেলতে চলেছেন।
নন্দকুমার ২০২২-২৩ মরশুমে সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের হয়ে ১০টি গোল করেছেন। সম্প্রতি শেষ হওয়া সুপার কাপের সময় তারকা উইঙ্গার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ২৭ বছর বয়সী ওড়িশা-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি দলের সঙ্গে শুরু থেকেই আছেন নন্দকুমার। এবং ওড়িশার হয়ে মোট ৯৩টি ম্যাচ খেলেছেন। ১৪টি গোল রয়েছে তাঁর।
এ দিকে এডউইন ভান্সপল ইস্টবেঙ্গলে অনেক অভিজ্ঞতা নিয়ে আসবেন। এই মিডফিল্ডার তার নিজ শহরের ক্লাব চেন্নাইয়িন এফসি-র হয়ে ৭৫টি ম্যাচ খেলেছেন। ২০১৯-২০ ইন্ডিয়ান সুপার লিগে রানার্স হয়েছিল ভান্সপলের টিম।
আরও পড়ুন: লোবেরা ডজ দিয়েছেন, পালটা সুনীলদের ISL জেতানো কোচের সঙ্গে চুক্তি ইস্টবেঙ্গলের
এ বার আগে থেকেই টিম গোছাতে শুরু করেছে ইস্টবেঙ্গল। আইএসএলে যবে থেকে খেলছে লাল-হলুদ, তবে থেকেই সঙ্গী হয়ে গিয়েছে ব্যর্থতা। মূলত বিনিয়োগকারী নিয়ে সমস্যা থাকার কারণে বারবার দল গড়তে গিয়ে সমস্যায় পড়েছে লাল-হলুদ। শেষ মুহূর্তে টিম গড়তে গিয়ে ভালো ফুটবলার পায়নি ক্লাব। ঠিক করে টিম তৈরি করতে পারেনি। কোনও রকমে জোড়াতালি দিয়ে টিম তৈরি করে মাঠে নামিয়ে দিয়েছ। যার নিটফল, টানা ব্যর্থতা। এ বার বিনিয়োগকারীর সমস্যা না থাকায় আগেভাগেই টিম গোছাতে শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল।
এ দিকে মঙ্গলবার ক্লাবের তরফে নতুন মরশুমের কোচের নাম ঘোষণা করে দেওয়া হয়েছে। বেঙ্গলুরু এফসি-কে ২০১৮-১৯ মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন করা কোচ কার্লস কুয়াদ্রাতের সঙ্গে ২ বছরের চুক্তি করেছে ইস্টবেঙ্গল। মঙ্গলবার স্টিভন কনস্ট্যান্টাইনের বিদায়ের দিনই নতুন কোচের নামও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয় লাল-হলুদের তরফে।
আরও পড়ুন: ইস্টবেঙ্গলের শতবর্ষের অনুষ্ঠানে সলমন খানের সঙ্গে থাকছেন সোনাক্ষী সিনহা, প্রভু দেবারাও
৫৮ বছরের স্প্যানিশ কোচ সহকারি হিসেবে কাজ শুরু করেছিলেন বেঙ্গালুরু এফসি-তে। ২০১৬ থেকে ২০১৮-এর শুরু পর্যন্ত তিনি দলের সহকারি কোচ ছিলেন। সেই সময় বেঙ্গালুরু ফেডারেশন কাপ এবং সুপার কাপ জেতে এবং দেশের প্রথম ক্লাব হিসেবে এএফসি কাপের ফাইনালে ওঠে।
২০১৮-২১ পর্যন্ত তিনি পূর্ণ কোচের দায়িত্ব গ্রহণ করেন। ২০১৮-১৯ মরশুমেই বেঙ্গালুরুকে আইএসএল চ্যাম্পিয়ন করান তিনি। আইএসএলের ইতিহাসে কুয়াদ্রাতের বেঙ্গালুরুই প্রথম দল ছিল, যারা পয়েন্ট তালিকায় প্রথম স্থানে শেষ করে এবং ট্রফিও জেতে। পরের মরসুমেও বেঙ্গালুরুকে প্লে-অফে তোলেন কুয়াদ্রাত। নতুন কোচ ঠিক হতেই, এ বার ফুটবলারদেরও সই করাতে শুরু করে দিল লাল-হলুদ।