বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > কোচ ঠিক হতেই, ওড়িশা আর চেন্নাইয়িন এফসি-র দুই তারকাকে সই করিয়ে চমক ইস্টবেঙ্গলের

কোচ ঠিক হতেই, ওড়িশা আর চেন্নাইয়িন এফসি-র দুই তারকাকে সই করিয়ে চমক ইস্টবেঙ্গলের

নন্দকুমার এবং ভান্সপলকে দলে নিল ইস্টবেঙ্গল।

নন্দকুমার এবং ভান্সপল তামিলনাড়ুর বাসিন্দা এবং ২০১৬-১৭ মরশুমে প্রাক্তন আই-লিগ ক্লাব চেন্নাই সিটি এফসি-র হয়ে একসঙ্গে প্রতিনিধিত্বও করেছেন। তারা ফের ইস্টবেঙ্গল এফসি-তে একসঙ্গে খেলতে চলেছেন।

কার্লস কুয়াদ্রাতের সঙ্গে চুক্তি পাকা হয়ে গিয়েছে। এ বার ঘর গোছানোর পালা। সূত্রের খবর, ইস্টবেঙ্গল এফসি দুই ফুটবলারের সঙ্গে চুক্তি প্রায় পাকা করে ফেলেছে। চেন্নাইয়িন এফসি-র এডউইন ভান্সপল এবং ওড়িশা এফসি-র নন্দকুমার সেকারকে তারা সই করিয়েছে বলে খবর।

নন্দকুমার এবং ভান্সপল তামিলনাড়ুর বাসিন্দা এবং ২০১৬-১৭ মরশুমে প্রাক্তন আই-লিগ ক্লাব চেন্নাই সিটি এফসি-র হয়ে একসঙ্গে প্রতিনিধিত্বও করেছেন। তারা ফের ইস্টবেঙ্গল এফসি-তে একসঙ্গে খেলতে চলেছেন।

নন্দকুমার ২০২২-২৩ মরশুমে সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের হয়ে ১০টি গোল করেছেন। সম্প্রতি শেষ হওয়া সুপার কাপের সময় তারকা উইঙ্গার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ২৭ বছর বয়সী ওড়িশা-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি দলের সঙ্গে শুরু থেকেই আছেন নন্দকুমার। এবং ওড়িশার হয়ে মোট ৯৩টি ম্যাচ খেলেছেন। ১৪টি গোল রয়েছে তাঁর।

এ দিকে এডউইন ভান্সপল ইস্টবেঙ্গলে অনেক অভিজ্ঞতা নিয়ে আসবেন। এই মিডফিল্ডার তার নিজ শহরের ক্লাব চেন্নাইয়িন এফসি-র হয়ে ৭৫টি ম্যাচ খেলেছেন। ২০১৯-২০ ইন্ডিয়ান সুপার লিগে রানার্স হয়েছিল ভান্সপলের টিম।

আরও পড়ুন: লোবেরা ডজ দিয়েছেন, পালটা সুনীলদের ISL জেতানো কোচের সঙ্গে চুক্তি ইস্টবেঙ্গলের

এ বার আগে থেকেই টিম গোছাতে শুরু করেছে ইস্টবেঙ্গল। আইএসএলে যবে থেকে খেলছে লাল-হলুদ, তবে থেকেই সঙ্গী হয়ে গিয়েছে ব্যর্থতা। মূলত বিনিয়োগকারী নিয়ে সমস্যা থাকার কারণে বারবার দল গড়তে গিয়ে সমস্যায় পড়েছে লাল-হলুদ। শেষ মুহূর্তে টিম গড়তে গিয়ে ভালো ফুটবলার পায়নি ক্লাব। ঠিক করে টিম তৈরি করতে পারেনি। কোনও রকমে জোড়াতালি দিয়ে টিম তৈরি করে মাঠে নামিয়ে দিয়েছ। যার নিটফল, টানা ব্যর্থতা। এ বার বিনিয়োগকারীর সমস্যা না থাকায় আগেভাগেই টিম গোছাতে শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল।

এ দিকে মঙ্গলবার ক্লাবের তরফে নতুন মরশুমের কোচের নাম ঘোষণা করে দেওয়া হয়েছে। বেঙ্গলুরু এফসি-কে ২০১৮-১৯ মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন করা কোচ কার্লস কুয়াদ্রাতের সঙ্গে ২ বছরের চুক্তি করেছে ইস্টবেঙ্গল। মঙ্গলবার স্টিভন কনস্ট্যান্টাইনের বিদায়ের দিনই নতুন কোচের নামও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয় লাল-হলুদের তরফে।

আরও পড়ুন: ইস্টবেঙ্গলের শতবর্ষের অনুষ্ঠানে সলমন খানের সঙ্গে থাকছেন সোনাক্ষী সিনহা, প্রভু দেবারাও

৫৮ বছরের স্প্যানিশ কোচ সহকারি হিসেবে কাজ শুরু করেছিলেন বেঙ্গালুরু এফসি-তে। ২০১৬ থেকে ২০১৮-এর শুরু পর্যন্ত তিনি দলের সহকারি কোচ ছিলেন। সেই সময় বেঙ্গালুরু ফেডারেশন কাপ এবং সুপার কাপ জেতে এবং দেশের প্রথম ক্লাব হিসেবে এএফসি কাপের ফাইনালে ওঠে।

২০১৮-২১ পর্যন্ত তিনি পূর্ণ কোচের দায়িত্ব গ্রহণ করেন। ২০১৮-১৯ মরশুমেই বেঙ্গালুরুকে আইএসএল চ্যাম্পিয়ন করান তিনি। আইএসএলের ইতিহাসে কুয়াদ্রাতের বেঙ্গালুরুই প্রথম দল ছিল, যারা পয়েন্ট তালিকায় প্রথম স্থানে শেষ করে এবং ট্রফিও জেতে। পরের মরসুমেও বেঙ্গালুরুকে প্লে-অফে তোলেন কুয়াদ্রাত। নতুন কোচ ঠিক হতেই, এ বার ফুটবলারদেরও সই করাতে শুরু করে দিল লাল-হলুদ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘বাবার মতো’ মিঠুনকে ‘গদ্দার’ তকমা মমতার! দলনেত্রীর মন্তব্যে কী প্রতিক্রিয়া দেবের গাজিয়াবাদ লোকসভা কেন্দ্র ২০২৪: ভিকে সিংকে ছেঁটে ফেললেও সহজ নয় বিজেপির পথ হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো অখ্যাত স্বপ্নিল আলিগড় লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য গৌতমবুদ্ধ নগর লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে ‘জিপ থেকে নামিয়ে দিয়েছে?’ কল্যাণের হাতে ‘অপমানিত’ কাঞ্চন! হেসেই ফেললেন পিঙ্কি 'কংগ্রেস কি লুঠ জিন্দেগিকে সাথ ভি, জিন্দেগিকে বাদ ভি', কোন ইস্য়ুতে তোপ মোদীর কোঝিকোড় লোকসভা কেন্দ্র ২০২৪: কংগ্রেস গড়ে বামেদের বড় চাল, একনজরে সব তথ্য একই আসনে জোড়া প্রার্থী বিজেপির, দেবাশিসের পর এলেন দেবতনু, জমা পড়ল মনোনয়ন কাঙ্কের লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য

Latest IPL News

হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো অখ্যাত স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.