ফের একবার ধাক্কা লাল-হলুদ শিবিরে। চোটের কারণে বাকি মরশুমের জন্য ছিটকে গেলেন জর্ডনের জাতীয় দলের ডিফেন্ডার হিজাজি মাহের। গুঞ্জনটা বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। বুধবার ইস্টবেঙ্গল ক্লাবের তরফে সরকারিভাবে সেটাই নিশ্চিত করা হল। একই দিনে আরও এক বিদেশি ফুটবলারকে সই করাল লাল-হলুদ শিবির। কেরল ব্লাস্টার্সের প্রাক্তন ফুটবলার মেসি বাওলিকে বাকি মরশুমের জন্য দলে নিয়েছে তারা। জানা যাচ্ছে চেন্নাইয়ানের বিরুদ্ধে ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
ইস্টবেঙ্গলে মেসি বাওলি:
নিজেদের আক্রমণ ভাগকে আরও শক্তিশালী করতে বাকি মরশুমের জন্য মেসি বাওলিকে সই করাল ইস্টবেঙ্গল এফসি। ২০১৯-২০ মরশুমে কেরল ব্লাস্টার্সের হয়ে খেলেছেন তিনি। ১৭টি ম্যাচে ৮টি গোল করেছেন বাওলি। বর্তমানে লিগ টেবিলে ১০ নম্বরে থাকা ইস্টবেঙ্গলের কাছে প্রত্যেকটি ম্যাচই নক-আউটের সমান। সেই কারণে আক্রমণ ভাগের আরও এক খেলোয়াড়কে সই করানো। কিছুদিন আগে রিচার্ড সেলিসকে সই করিয়েছিল মশাল বাহিনী। এই মুহূর্তে বেশ নজর কাড়ছেন তিনি। এই মরশুমে বারবার চোট আঘাত সম্যসায় পড়েছে ইস্টবেঙ্গল। কিন্তু কেন হিজাজির মতো ডিফেন্ডারের জায়গায় মেসির মতো আক্রমণভাগের খেলোয়াড়? আসলে বল পায়ে ছন্দে নেই দিমিত্রিয়স ডায়ামান্টাকোস। অন্যদিকে ক্লেইটন সিলভার ও চোট রয়েছে। সেই কারণে শক্তি বাড়াতে এই ক্যামেরনের ফুটবলারের অন্তর্ভুক্তি।
হাঁটুতে চোট হিজাজির:
মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচের পরে অনুশীলনে মারাত্মক চোট পেয়েছিলেন হিজাজি মাহের। হাঁটুতে প্রচন্ড ব্যাথা অনুভব করতে থাকেন। একটা সময় মেডিক্যাল টিমের সাহায্য নিয়ে মাঠ ছাড়েন তিনি। এরপর নানা পরীক্ষা করা হয় তাঁর। সেই রিপোর্ট হাতে পাওয়ার পরেই হিজাজিকে বাকি মরশুমে পাওয়া যাবে না বলে নিশ্চিত করল ইস্টবেঙ্গল এফসি। নিঃসন্দেহে এটা একটা বড় ধাক্কা ইস্টবেঙ্গলের কাছে।
ISL-এ এই মরশুমে মোটেও ভালো জায়গায় নেই কলকাতার অন্যতম এই বড় ক্লাব। এখনও পর্যন্ত ১৮ ম্যাচ খেলে ৫টিতে জয় পেয়েছে তারা। ড্র করেছে ৩টিতে এবং হেরেছে ১০টিতে। বর্তমানে ১৮ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। তাদের পরবর্তী ম্যাচ রয়েছে ৮ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি। এখন যা পরিস্থিতি তাতে করে টপ সিক্সে উঠতে হলে সব ম্যাচেই জিততে হবে তাদের। শুধু তাই নয়, আগামী মাসে আবার AFC চ্যালেঞ্জ লিগের ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের। তার আগে তারা আক্রমণের শক্তি কিছুটা বাড়িয়ে নিল বলেই মনে করা হচ্ছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।