বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ইস্টবেঙ্গল ছাড়লেন তারকা ফুটবলার! ডুরান্ড সাফল্যের মধ্যেই এল খবর

ইস্টবেঙ্গল ছাড়লেন তারকা ফুটবলার! ডুরান্ড সাফল্যের মধ্যেই এল খবর

ইভান গঞ্জালেস। ছবি- টুইটার

ইস্টবেঙ্গল ছাড়লেন ইভান গঞ্জালেস। তাঁর নতুন গন্তব্য এফসি গোয়া। অর্থাৎ নতুন মরশুমে গোয়াতে খেলতে দেখা যাবে তাঁকে।

এই বছরের শুরুটা বেশ ভালই করেছে ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। কোচ কার্লেস কুয়াদ্রাতের হাত ধরে নতুন ভাবে ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে লাল হলুদ শিবির। সবকিছু মোটামুটিভাবে ঠিকই চলছে তাদের। তবে এমন সুখের অবস্থায় খারাপ খবর ছড়িয়ে পড়লে ইস্টবেঙ্গল ব্রিগেডে। দলের সেন্টার ব্যাক ইভান গঞ্জালেস ছেড়ে দিলেন ইস্টবেঙ্গল। নিজের টুইটার অ্যাকাউন্টেই এই কথা জানিয়েছেন ইভান। গত মরশুমে খারাপ সময়ের মধ্যে ইস্টবেঙ্গলে যোগ দেন তিনি। শুধু যোগই দেননি তিনি, ইস্টবেঙ্গলকে অনেকটা সাহায্য করেন। তবে এক বছর যেতে না যেতেই দল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি।

তাহলে কোথায় যাচ্ছেন গঞ্জালেস? জানা গিয়েছে এই তারকা ফুটবলার ইস্টবেঙ্গল ছেড়ে যোগ দিয়েছেন এফসি গোয়াতে। গত মরশুমে একদম পিছন থেকে প্রায় লতিয়ে পড়া ইস্টবেঙ্গল দলকে নেতৃত্ব দিয়ে যান। এর ফলস্বরূপ দলের অন্যতম সেরা পারফরর্মারের খেতাব তিনি জেতেন। ইস্টবেঙ্গলের হয়ে এই ফুটবলার ইন্ডিয়ান সুপার লিগে মোট ১৫টি ম্যাচ খেলেন। বিপক্ষ ফুটবলারদের বারংবার আটকে দেওয়ার ফলে ইভান ওপর নজর পরে সকলের।

এর সঙ্গে সঙ্গেই ৩৩ বছর বয়সী এই ফুটবলার বেশ কয়েকটি ম্যাচে ইস্টবেঙ্গলের অধিনায়কত্বের দায়িত্ব সামলান। তবে এই মরশুমে বাংলার এই ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছে তাঁর। সেটা তিনি আর নবীকরণ করলেন না। এই নিয়ে মোট তিনটি ইন্ডিয়ান সুপার লিগ খেলেছেন তিনি। ইস্টবেঙ্গল ক্লাব ছাড়া নিয়ে ইভান বলেন, 'ইস্টবেঙ্গলের সমর্থকদের জন্য আমি এই ভিডিয়োটি বানাচ্ছি গত বছরের জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই আমি। বিশেষ করে কঠিন সময়ে দল খারাপ পারফরমেন্স করছিল, তখনও আপনারা পাশে ছিলেন আমাদের সাপোর্ট করে গিয়েছেন এর জন্য আপনাদের অনেক ধন্যবাদ।'

একই সঙ্গে তিনি আরও বলেন, 'ইস্টবেঙ্গলের সঙ্গে আমার চুক্তি শেষ হয়ে গিয়েছে। এখানে আমার নতুন করে কিছু বলার নেই। তবে এই ক্লাবকে আমি নেতৃত্ব দিতে পেরেছি তাঁর জন্য যথেষ্ট গর্বিত। এর সঙ্গেই ভারতবর্ষের একটা ঐতিহ্যবাহী ক্লাবের হয়ে খেলতে পেরে আমি খুব আনন্দিত। আমি ইস্টবেঙ্গলের আরও সাফল্য কামনা করি।'

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মহাষ্টমী? জানুন রাশিফল এবছর কত ক্ষণ থাকছে অষ্টমী তিথি? মহাষ্টমীর অঞ্জলি হবে কখন? জেনে নিন সঠিক সময় সপ্তমীর দুপুরে পথ দুর্ঘটনা, মৃত্যু শম্ভুনাথ পন্ডিতের চিকিৎসকের স্ত্রী-মেয়ের মহাসপ্তমীতে ফুলপাতি উৎসব শিলিগুড়িতে, দেখুন দারুণ সব মুহূর্ত 'ক্যাপ্টেন, এটা আপনার সিংহাসন...!' তরুণী পাইলটকে কেন একথা বলেছিলেন রতন টাটা? রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটাকে, শেষকৃত্যে হাজির অমিত শাহ-একনাথ শিন্ডেরা আসিয়ান দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে মোদীর ১০ দাওয়াই 'সবসময় সবাইকে সাহায্য করেছেন', লাইভ শো-তে রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য দিলজিতের দিল্লির বায়ুদূষণ ঠেকাতে ‘‌ক্লাউড সিডিং’‌ প্রয়োজন, দিল্লির সরকারের চিঠি কেন্দ্রকে ইস্টবেঙ্গল-মহমেডানের পয়েন্ট কাটাকাটি! অথচ বৈঠকে ডাকা হল DHFCকে! আজব কাণ্ড IFAতে…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.