এই বছরের শুরুটা বেশ ভালই করেছে ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। কোচ কার্লেস কুয়াদ্রাতের হাত ধরে নতুন ভাবে ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে লাল হলুদ শিবির। সবকিছু মোটামুটিভাবে ঠিকই চলছে তাদের। তবে এমন সুখের অবস্থায় খারাপ খবর ছড়িয়ে পড়লে ইস্টবেঙ্গল ব্রিগেডে। দলের সেন্টার ব্যাক ইভান গঞ্জালেস ছেড়ে দিলেন ইস্টবেঙ্গল। নিজের টুইটার অ্যাকাউন্টেই এই কথা জানিয়েছেন ইভান। গত মরশুমে খারাপ সময়ের মধ্যে ইস্টবেঙ্গলে যোগ দেন তিনি। শুধু যোগই দেননি তিনি, ইস্টবেঙ্গলকে অনেকটা সাহায্য করেন। তবে এক বছর যেতে না যেতেই দল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি।
তাহলে কোথায় যাচ্ছেন গঞ্জালেস? জানা গিয়েছে এই তারকা ফুটবলার ইস্টবেঙ্গল ছেড়ে যোগ দিয়েছেন এফসি গোয়াতে। গত মরশুমে একদম পিছন থেকে প্রায় লতিয়ে পড়া ইস্টবেঙ্গল দলকে নেতৃত্ব দিয়ে যান। এর ফলস্বরূপ দলের অন্যতম সেরা পারফরর্মারের খেতাব তিনি জেতেন। ইস্টবেঙ্গলের হয়ে এই ফুটবলার ইন্ডিয়ান সুপার লিগে মোট ১৫টি ম্যাচ খেলেন। বিপক্ষ ফুটবলারদের বারংবার আটকে দেওয়ার ফলে ইভান ওপর নজর পরে সকলের।
এর সঙ্গে সঙ্গেই ৩৩ বছর বয়সী এই ফুটবলার বেশ কয়েকটি ম্যাচে ইস্টবেঙ্গলের অধিনায়কত্বের দায়িত্ব সামলান। তবে এই মরশুমে বাংলার এই ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছে তাঁর। সেটা তিনি আর নবীকরণ করলেন না। এই নিয়ে মোট তিনটি ইন্ডিয়ান সুপার লিগ খেলেছেন তিনি। ইস্টবেঙ্গল ক্লাব ছাড়া নিয়ে ইভান বলেন, 'ইস্টবেঙ্গলের সমর্থকদের জন্য আমি এই ভিডিয়োটি বানাচ্ছি গত বছরের জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই আমি। বিশেষ করে কঠিন সময়ে দল খারাপ পারফরমেন্স করছিল, তখনও আপনারা পাশে ছিলেন আমাদের সাপোর্ট করে গিয়েছেন এর জন্য আপনাদের অনেক ধন্যবাদ।'
একই সঙ্গে তিনি আরও বলেন, 'ইস্টবেঙ্গলের সঙ্গে আমার চুক্তি শেষ হয়ে গিয়েছে। এখানে আমার নতুন করে কিছু বলার নেই। তবে এই ক্লাবকে আমি নেতৃত্ব দিতে পেরেছি তাঁর জন্য যথেষ্ট গর্বিত। এর সঙ্গেই ভারতবর্ষের একটা ঐতিহ্যবাহী ক্লাবের হয়ে খেলতে পেরে আমি খুব আনন্দিত। আমি ইস্টবেঙ্গলের আরও সাফল্য কামনা করি।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।