শনিবার মোহনবাগান নিরাশই করল ইস্টবেঙ্গলকে। তারা এদিন মুম্বই সিটি এফসি-র সঙ্গে ২-০ এগিয়ে থাকার পর, ২-২ ড্র করে বসে। যার ফলে চাপ বাড়ল ইস্টবেঙ্গলের। যদিও লাল-হলুদের আইএসএলের সুপার সিক্সে ওঠার ক্ষীণ আশা বেঁচে রয়েছে, তবু সেই লড়াইটা আরও কঠিন হয়ে গেল।
২২ ম্যাচে ২৭ পয়েন্টে ইস্টবেঙ্গল এখনও লিগ তালিকার আট নম্বরেই রয়েছে। লাল-হলুদের বাকি আরও দু'টি ম্যাচ। সেই ম্যাচ দু'টিতে তাদের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি ও নর্থইস্ট ইউনাইটেড। যারা বেশ কঠিন প্রতিপক্ষ। বেঙ্গালুরু ইতিমধ্যেই সুপার সিক্সে জায়গা করে নিয়েছে। নর্থইস্ট সুপার সিক্সে জায়গা করে নেওয়ার লড়াইয়ে তীব্র ভাবে রয়েছে। তাই অস্কার ব্রুজোর ছেলেদের সুপার সিক্সে ওঠার লড়াইটা একেবারেই সহজ হবে না। একটি ম্যাচ হারা তো দূরের কথা, ড্র হওয়া মানেই ক্ষীণ আশাটুকুও শেষ। এখন প্রশ্ন হল, কোন অঙ্ক তারা সুপার সিক্সে জায়গা করে নিতে পারে?
লাল-হলুদের সুপার সিক্সের অঙ্ক:
প্রথমত: মোহনবাগান, গোয়া, বেঙ্গালুরু এবং জামশেদপুর ইতিমধ্যে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে। প্রসঙ্গত, মোহনবাগান লিগশিল্ড চ্যাম্পিয়নও হয়ে গিয়েছে। এখন সুপার সিক্সের জন্য আর দু'টি জায়গা ফাঁকা রয়েছে। এই দু'টি জায়গার মধ্যে একটি স্থান লাল-হলুদকে দখল করতে হলে, সবার আগে তাদের বাকি দু'টি ম্যাচ জিততেই হবে। ম্যাচ ড্র করাও চলবে না। সেই দু'টি ম্যাচ জিতলে সর্বোচ্চ ৩৩ পয়েন্টে পৌঁছতে পারবে ইস্টবেঙ্গল।
দ্বিতীয়ত: এদিন বাগানের সঙ্গে ড্র করে মুম্বই সিটিএফসি ২২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে পাঁচে জায়গা করে নিয়েছে। বাকি ২টি ম্যাচ থেকে তারা আর এক পয়েন্ট পেলেই সুপার সিক্স তাদের নিশ্চিত হয়ে যাবে।
তৃতীয়ত: নর্থইস্ট ইউনাইটেডের আবার ২২ ম্যাচ খেলে ৩২ পয়েন্ট। নর্থইস্ট এখন লিগ টেবলের ছয়ে রয়েছে। নর্থইস্টের ম্যাচ বাকি চেন্নাইয়িন এফসি এবং ইস্টবেঙ্গলের সঙ্গে। নর্থ-ইস্ট ২ ম্যাচ থেকে ২ পয়েন্ট পেলেই সুপার সিক্সে পৌঁছে যাবে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল ছিটকে যাবে।
আরও পড়ুন: সেরা ছন্দে করুণ নায়ার, ফাইনালেও শতরান, এই নিয়ে এবারের রঞ্জিতে তৃতীয়, বড় চাপে কেরল
চতুর্থত: এছাড়াও এখনও সুপার সিক্সে যেতে পারে ওড়িশা এফসি। তাদের ২৩ ম্যাচে ৩০ পয়েন্ট। ওড়িশার ড্র করেছে মহমেডানের সঙ্গে। কিছুটা হলেও তাই তারা চাপে। শেষ ম্যাচে তাদের জামশেদপুর এফসি-র বিরুদ্ধে জিততেই হবে। ড্র করাও চলবে না।
মোদ্দা কথা, ইস্টবেঙ্গল মারাত্মক চাপে রয়েছে। একেবারে সরু সুতোর উপর ঝুলছে লাল-হলুদের ভাগ্য। এদিন মোহনবাগান ড্র করায় তাদের চাপ নিঃসন্দেহে আরও বেড়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।