ইস্টবেঙ্গল সাম্প্রতিক সময়ে মাঠে নিজেদের ফুটবলের জন্য যত না শিরনামে এসেছেন, তার থেকে অনেক বেশি শিরোনাম কুড়িয়েছে বিনিয়োগকারীদের সঙ্গে মতবিরোধের খবরের জন্য। আসন্ন মরশুমের জন্য নতুন বিনিয়োগকারী সংস্থা ইমামির সঙ্গে চুক্তি স্বাক্ষর নিয়েও নাটক অব্যাহত।
কথা ছিল আজ অর্থাৎ রথ যাত্রার শুভদিনে বিনিয়োগকারীর সঙ্গে সরকারিভাবে চুক্তি স্বাক্ষর করবে ইস্টবেঙ্গল। তবে তা হচ্ছে না। খবর অনুযায়ী আগামী সপ্তাহের মধ্যে যে কোনও একদিন সই হবে চুক্তিপত্র। বৃহস্পতিবার (৩০ জুন) ইমামির সঙ্গে কর্মসমিতির বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার এই বিষয়ে কথা বলতে গিয়ে জানান, ‘সই হতে আরও দুই-একদিন সময় লাগবে। আমরা আশাবাদী শীঘ্রই ইতিবাচক কিছু হবে।’
আরও পড়ুন:- ইস্টবেঙ্গলে ঝুঁকি না নিয়ে মহমেডানে সই করলেন আই লিগ জয়ী গোলরক্ষক শঙ্কর রায়
আরও পড়ুন:- ‘EB-র চেয়ে অনেক বেশি টাকা বেঙ্গালুরুতে পাচ্ছি’, BFC-তে সই করে স্পষ্ট দাবি হীরার
বৈঠকে দুই পক্ষের আইনজীবিরাও হাজির ছিলেন। যৌথভাবে দুইপক্ষের আইনজীবিরা মিলে চুক্তিপত্র তৈরি করবেন। কথা হয় কেবলমাত্র ক্লাবের ফুটবল স্বত্বই ইমামি গোষ্ঠীর হাতে থাকবে। শেয়ারের ৭৬ শতাংশ থাকবে বিনিয়োগকারী সংস্থার হাতে, বাকিটা ক্লাবের। ইস্টবেঙ্গলের যে নতুন বোর্ড গঠন করা হবে, তাতে ক্লাবের তরফে থাকবেন মাত্র দুইজন আর ইমামির তরফে আটজন। সরকারিভাবে এই চুক্তি সই না হওয়া পর্যন্ত ইস্টবেঙ্গল কোনও খেলোয়াড়কেও সই করাতে পারছে না। তাই সমর্থকরা অধীর আগ্রহে দ্রুত গোটা চুক্তি সইসাবুত হয়ে যেন সব পাকাপাকি হয়ে যায়, তার আশায় দিন গুনছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।