East Bengal Positive Points: ক্লেইটনের প্রবল গতি, টাট্টু ঘোড়া জেরি - ডুরান্ডে মশালের ‘মশলা’ পেল ইস্টবেঙ্গল
Updated: 03 Sep 2022, 08:29 PM ISTEast Bengal Positive Points: শুরুটা ভালো হয়নি। তবে ডুরান্ড কাপের শেষটা দুর্দান্তভাবে করল ইমামি ইস্টবেঙ্গল। মুম্বই সিটি এফসিকে ৪-৩ গোলে হারিয়ে দিল লাল-হলুদ বাহিনী। শুধু হারানো নয়, শনিবার ইস্টবেঙ্গল যেভাবে খেলেছে, তা যদি ভবিষ্যতে ধরে রাখতে পারে, তাহলে মশাল যে আরও তীব্র হয়ে উঠবে, তা নিয়ে কোনও ধন্দ নেই। মুম্বই ম্যাচে কী কী ইতিবাচক দিক পেল ইস্টবেঙ্গল, তা দেখে নিন -
পরবর্তী ফটো গ্যালারি