বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > দৌড়ে পিছিয়ে গেল ইস্টবেঙ্গল, গোয়া ছেড়ে মুম্বই সিটি এফসির পথে নগুয়েরা

দৌড়ে পিছিয়ে গেল ইস্টবেঙ্গল, গোয়া ছেড়ে মুম্বই সিটি এফসির পথে নগুয়েরা

আলবার্তো নগুয়েরাকে মুম্বই এফসি চুক্তিবদ্ধ করেছে বলে খবর (ছবি:এফসি গোয়া)

৩১ মে গোয়ার সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে নগুয়েরার। ফলে তাকে ফ্রি এজেন্ট হিসেবে সই করানোর সুযোগ পেল মুম্বই। এই মিডফিল্ডারকে চুক্তিবদ্ধ করতে উৎসাহী ছিলেন একাধিক ক্লাব। ইতিমধ্যেই এটিকে মোহনবাগানের ডেভিড উইলিয়ামসনের সঙ্গে আগামী মরশুমের জন্য চুক্তি সম্পন্ন করে ফেলেছে মুম্বই সিটি এফসি।

শুভব্রত মুখার্জি: দৌড়টা ছিল ত্রিমুখী। লড়াইটা ছিল ওড়িশা এফসি, মুম্বই সিটি এফসি এবং ইস্টবেঙ্গলের মধ্যে। যে লড়াইতে ইস্টবেঙ্গল, ওড়িশাকে পিছনে ফেলল মুম্বই-এর দল। গোয়ার তরফে সদ্য এক বিবৃতিতে জানানো হয়েছে সদ্য শেষ হওয়া মরশুমে তাদের প্রথম দলে খেলা ৬ ফুটবলারকে আর সামনের মরশুমে তারা পাবে না। এই ফুটবলারদের মধ্যে আলবার্তো নগুয়েরাকে মুম্বই এফসি চুক্তিবদ্ধ করেছে বলে খবর। যদিও নগুয়েরাকে দলে নেওয়ার বিষয়ে আগ্রহী ছিল ওড়িশা এফসি এবং ইস্টবেঙ্গল ক্লাব। তবে যা খবর এই দুই ক্লাবকে পিছনে ফেলে ইতিমধ্যেই চুক্তি চূড়ান্ত করেছে মুম্বই এফসি।

৩১ মে গোয়ার সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে নগুয়েরার। ফলে তাকে ফ্রি এজেন্ট হিসেবে সই করানোর সুযোগ পেল মুম্বই। এই মিডফিল্ডারকে চুক্তিবদ্ধ করতে উৎসাহী ছিলেন একাধিক ক্লাব। ইতিমধ্যেই এটিকে মোহনবাগানের ডেভিড উইলিয়ামসনের সঙ্গে আগামী মরশুমের জন্য চুক্তি সম্পন্ন করে ফেলেছে মুম্বই সিটি এফসি।

মুম্বই সিটি ইতিমধ্যেই মুর্তাডা ফলকে সই করিয়েছে গত মরশুমের জন্য। মিডফিল্ডার আহমেদ জাহুহুকেও চুক্তিবদ্ধ করেছে মুম্বই দল। নগুয়েরার সই করার অর্থ হল মুম্বই দলের পঞ্চম বিদেশি হতে চলেছেন তিনি। অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলা এই মিডফিল্ডারের উপর স্বাভাবিকভাবেই অনেক আশা ভরসা থাকবে মুম্বই সিটি এফসির সমর্থকদের।

বন্ধ করুন