শেষ পর্যন্ত মোহনবাগানকে হারাল ইস্টবেঙ্গল। ৩৩১ দিন পর ডার্বি জিতে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে লাল-হলুদ ব্রিগেড। হোক না ইস্টবেঙ্গলের জুনিয়র টিম, তবু নতুন করে বিপক্ষের লাঞ্ছনার হাত থেকে তো সাময়িক রেহাই পাওয়া গিয়েছে! চলতি মরশুমে এই নিয়ে দ্বিতীয় বার বাগানকে হারাল ইস্টবেঙ্গল। ছোটদের ডার্বিতে মোহনবাগানকে ২-১ হারিয়েছে লাল-হলুদ ব্রিগেড।
এই মরশুমেও বাগানের দাপটের কাছে কিছুটা কোণঠাঁসাই হয়ে রয়েছে ইস্টবেঙ্গল। আইএসএলে তো বাগানের ধারাকাছেও নেই লাল-হলুদ বাহিনী। ইস্টবেঙ্গল, মহমেডানকে একের পর এক ম্যাচে হেলায় হারিয়েছে তারা। আইএসএলে লাল-হলুদের করুণ পরিস্থিতি নিয়ে নিত্যদিন হাসির খোরাক হতে হচ্ছে। এবার সেই ঘায়ে কিছুটা মলম লাগাল লাল-হলুদের ছোটরা।
আরও পড়ুন: দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর মহমেডানকে ৩ গোল, সুপার সিক্সের ক্ষীণ আশা বাঁচিয়ে রাখল ইস্টবেঙ্গল
চলতি মরশুমে মোহনবাগান ও ইস্টবেঙ্গল মোট ১৩ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে মোহনবাগান জিতেছে ন’বার। দু’টি ম্যাচ ড্র হয়েছে। এর আগে ছোটদের একটি ডার্বি জিতেছিল ইস্টবেঙ্গল। মঙ্গলবার সেই ছোটরাই আরও একটি ডার্বি জিতলেন। ফলে মরশুমে দু’টি ডার্বি জিতেছে ইস্টবেঙ্গল। তাও ছোট ভাইদের সৌজন্যে। বড় দাদারা বাগানের সামনে একেবারে গড়াগড়ি খেয়ে চলেছেন। কারণ আইএসএলে এখনও পর্যন্ত একটি ডার্বিও জিততে পারেনি লাল-হলুদ বাহিনী। মোট ১০ বারের সাক্ষাতে মোহনবাগান জিতেছে ন’বার। একটি ম্যাচ ড্র হয়েছে। এ বারও দু’টি ম্যাচ হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে।
আরও পড়ুন: ওড়িশা ম্যাচ খেলতে নামার আগেই লিগশিল্ড চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে মোহনবাগান, কোন অঙ্কে?
রিলায়্যান্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হয়েছিল ইস্ট-মোহন। এদিন ব্যারাকপুরের মাঠে ৩৮ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন আরোমল এমকে। ১-০ এগিয়ে থেকেই বিরতিতে যায় লাল-হলুদ বাহিনী। দ্বিতীয়ার্ধে মোহনবাগান গোলশোধের মরিয়া চেষ্টা করতে শুরু করে। কিন্তু ম্যাচের ৭২ মিনিটে প্রতিপক্ষের ডিফেন্সের ভুল কাজে লাগিয়ে দ্বিতীয় গোলটি করেন শ্যামল বেসরা। ইস্টবেঙ্গল ২-০ এগিয়ে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে মোহনবাগানের হয়ে ব্যবধান কমান দর্জি তামাং। কিন্তু শেষ পর্যন্ত আর ম্যাচে সমতা ফেরাতে পারেনি মোহনবাগান।
আরও পড়ুন: খেলার মাঠ নাকি যুদ্ধক্ষেত্র, ফুটবল মাঠে বন্দুক প্রদর্শন, পুলিশ হেফাজতে পাঁচ দুষ্কৃতি
প্রসঙ্গত, ম্যাচের ১১ মিনিটেই পেনাল্টি পেয়েছিল মোহনবাগান। কিন্তু টাইসনের আদায় করা সেই পেনাল্টি কাজে লাগাতে পারেনি সবুজ-মেরুন ব্রিগেড। যার খেসারতই পরে ম্যাচ হেরে তাদের দিতে হয়। ২-১ গোলে জিতে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল। শেষ বার ২০২৪ সালের ২৪ মার্চ ডার্বি জিতেছিল ইস্টবেঙ্গল। রিলায়্যান্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ম্যাচেই ২-০ গোলে তারা হারিয়েছিল বাগানকে। সেই ম্যাচে লাল-হলুদের হয়ে গোল করেছিলেন সায়ন বন্দ্যোপাধ্যায় ও শ্যামল। এই ম্যাচেও গোল করলেন শ্যামল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।