এএফসি চ্যালেঞ্জ লিগ খেলে কলকাতায় ফিরেছে ইস্টবেঙ্গল ফুটবলাররা। আইএসএলের তুলনায় এএফসির প্রতিযোগিতায় এই মরশুমে লালহলুদ খেলোয়াড়রা বেশি লড়াই দিয়েছে, তা দেখা গেছে। এএফসির প্রতিযোগিতা থেকে ফেরার পরই ফুটবলারদের প্রায় ২ সপ্তাহের জন্য বিশ্রাম দিয়ে দিয়েছেন লালহলুদ কোচ ব্রুজো। যদিও স্প্যানিশ কোচ কিন্তু থেমে থাকার পাত্র নন।
AFC Challenge League EBFC vs Arkadag Live- আশা শেষ, আর্কাদাগে ২-১ হার লালহলুদের
২১ এপ্রিল শুরু সুপার কাপ
২১ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা সুপার কাপ। সাধারণত ম্যারাথন লিগে ট্রফি জয়ের তুলনায় নকআউট প্রতিযোগিতায় অঙ্ক কষে ফুটবল খেলা গেলে পয়েন্ট বের করা সহজ হয়। তাই বাস্তবটা মেনে নিয়েই ইস্টবেঙ্গল কোচ চাইছেন ট্রফি ডিফেন্ড করতে সুপার কাপে। গতবার ওড়িশায় মোহনবাগানকে হারানোর পর ওড়িশা এফসিকে ফাইনালে হারিয়ে এই কাপ জিতেছিল কার্লেস কুয়াদ্রাতের ইস্টবেঙ্গল। তবে তাঁরপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। প্রফেশর কুয়াদ্রাতই গো ব্যাক স্লোগান শুনে দল ছেড়েছেন।
আগে ওপেনাররা Not Out থেকে নিজেদের গড় বাড়াত! রোহিতের প্রশংসা করতে গিয়ে কাকে খোঁচা দিলেন অশ্বিন?
মার্চের শেষেই অনুশীলন শুরু ইস্টবেঙ্গলের
বাস্তববাদী ব্রুজো বুঝতে পারছেন এই দল নিয়ে তেমন ভালো কিছু আশা করা কঠিন। তবে ইস্টবেঙ্গল দল একটা জিনিসও প্রমাণ করে দিয়েছে, ফুটবলাররা আত্মবিশ্বাস হারানোয় তাঁরা নিজেদের চেনা খেলা হারিয়েছে। তাই সুপার কাপ শুরুর তিন সপ্তাহ আগে থেকে প্রস্তুতি শুরু করতে চাইছেন ব্রুজো, মার্চের শেষে। আর সেই প্রস্তুতিতে একাধিক প্র্যাকটিস ম্যাচ খেলানোর ভাবনা রয়েছে ব্রুজোর, যাতে দলের স্ট্রাইকাররা যেমন গোল পেলে আত্মবিশ্বাস ফিরে পায়, তেমনই ডিফেন্ডারদের মধ্যেও যাতে বোঝাপড়া ভালো হয়।
জিকসনকে মানিয়ে নিতে হচ্ছে
আনোয়ার আলির চোট পাওয়ার পর জিকসন সিংকে দিয়ে কোনও মতে রক্ষণ সামলানোর কাজটা করছেন ব্রুজো। জিকসন নিজে ডিফেন্সে খেললেও এই মরশুমে অধিকাংশ সময়ই তাঁকে ব্লকার বা সুইপার রোলে দেখা যাচ্ছিল, ফলে নতুন পজিশনে মানিয়ে নেওয়া আর আইএসএলে যে মানের ফুটবলাররা খেলে তাঁদের বিরুদ্ধে নিজের সেরাটা দিয়ে দলকে জেতানো, দুটোই কঠিন চ্যালেঞ্জ জিকসনের সামনে।
মেসি নজর কাড়ছেন
মেসি বাউলির খেলা শেষ কয়েকটা ম্যাচে নজর কেড়েছে। তিনি যে দলের খেলা আমুল বদলে দিয়েছেন তেমনটা নয়, কিন্তু গোল চেনেন তিনি। বিশাল টাকায় খেলতে আসা দিমি বা ক্লেইটনদের মতো গোলের সামনে গিয়ে তিনি খেই হারিয়ে ফেলেননা, বরং মাথা ঠান্ডা রাখতে পারেন। দ্বিতীয়ত দলের দরকারে তাঁকে দেখা গেছে মাঝমাঠ পর্যন্ত নেমে এসে বল নিয়ে উঠতে যেটা দিয়ামানতাকোস একদমই করতেন না।
দলগঠনে জোর ব্রুজোর
ব্রুজো অবশ্য আরও একটা কাজ করতে শুরু করে দিয়েছেন। ইস্টবেঙ্গলে আগামী মরশুমেও থাকছেন ধরে নিয়ে একাধিক ফুটবলারকে বেছে নেওয়া শুরু করেছেন তিনি। স্প্যানিশ কোচ ভালোই জানেন তাঁর দলের বাজেট মোহনবাগানের মতো নয়, যে নামি বিশ্বকাপার নিয়ে আসবেন। কিন্তু কম দামেও মানে ভালো বিদেশি এবং কিছু ভালো ভারতীয় প্রতিভা দলে থাকলেও প্রি সিজনটা ভালোভাবে করা গেলে দলকে সাফল্য দেওয়া সম্ভব। বিগত পাঁচ-ছয় বছর ধরে তাই ইস্টবেঙ্গল মরশুম শেষের পর দলগঠনে নজর দিলেও শোনা যাচ্ছে, এবার ব্রুজো সেই কাজটা আগে থেকেই শুরু করে দিচ্ছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।