শুরু হল বাঙালির সেরা ম্যাচ - কলকাতা ডার্বি। ডুরান্ড কাপে ইমামি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামতে চলেছে এটিকে মোহনবাগান। যে ম্যাচ সরাসরি নিউজ১৮ বাংলায় সরাসরি দেখানো হচ্ছে।
কোথায় ইমামি ইস্টবেঙ্গলের বনাম এটিকে মোহনবাগান ম্যাচ লাইভ দেখবেন?
ইমামি ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগান ম্যাচের লাইভ ম্যাচ দেখা যাচ্ছে Sports18 1, Sports 18 1HD এবং Sports18 Khel TV চ্যানেলে। মোবাইলে VOOT অ্য়াপ এবং JioTV-তে সরাসরি সম্প্রচার হচ্ছে। এছাড়াও ডুরান্ড কাপের ইমামি ইস্টবেঙ্গলের বনাম এটিকে মোহনবাগান ম্যাচ লাইভ (East Bengal vs ATK Mohun Bagan) দেখানো হচ্ছে নিউজ১৮ বাংলায়।
(Emami East Bengal vs ATK Mohun Bagan Durand 2022 Live Updates দেখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)
ইস্টবেঙ্গলের প্রথম একাদশ: শুভাশিস, কমলজিৎ সিং (গোলকিপার), ইভান গঞ্জালেস, লালচুংনুঙ্গা, কারালাম্বোস কিরিয়াকু, জেরি লালরিনজুয়ালা, প্রীতম সিং, আলেক্স লিমা, আঙ্গুসেনা, শৌভিক চক্রবর্তী, সুমিত পাসি এবং এলিয়ান্দ্রো।
এটিকে মোহনবাগানের প্রথম একাদশ: বিশাল কাইত (গোলকিপার), ফ্লোরেন্তিন পোগবা, আশিস রাই, শুভাশিস বসু, দীপক টাংরি, প্রীতম কোটাল, কার্ল ম্যাকহিউ, জনি কাউকো, হুগো বৌমাস, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।