East Bengal vs FC Goa Highlights: যুবভারতীতে হৃদয়ভঙ্গ ইস্টবেঙ্গলের। প্রথমার্ধের ‘ফ্লপ শো’-র পরে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করেও খেলা শেষ হওয়ার ১০ সেকেন্ড আগের গোলে হেরে গেল লাল-হলুদ শিবির। অথচ বুধবার দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স অনেকটাই ভালো ছিল। তাতে শেষরক্ষা হল না। ২-১ গোলে হেরে গেল এফসি গোয়ার কাছে। তার ফলে আইএসএলের পয়েন্ট তালিকায় একেবারে শেষে থাকল ইস্টবেঙ্গল। দু'ম্যাচে ইস্টবেঙ্গল এক পয়েন্টও পায়নি। সেই ইস্টবেঙ্গল বনাম গোয়া ম্যাচের হাইলাইটস দেখুন এই ব্লগে।
মহিলা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ
মহিলা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ: গ্রুপ 'সি'-র ম্যাচে নবি মুম্বইয়ে জিতেছে চিন। ২-১ গোলে মেক্সিকোকে ২-১ গোলে হারিয়েছেন চিনারা। গ্রুপ 'ডি'-র ম্যাচে ১-১ গোলে ড্র ফ্রান্স এবং কানাডার – খবর দেখুন এখানে ক্লিক করে
শেষ ম্যাচ
বাজল শেষ বাঁশি। যুবভারতীতে ২-১ গোলে হেরে গেল ইস্টবেঙ্গল। এফসি গোয়ার হয়ে সাত মিনিটে গোল করেন ব্র্যান্ডন ফার্নান্ডেজ। ৬২ মিনিটে সমতা ফেরান ক্লেইটন সিলভা। ৯০+৪ মিনিটে জয়সূচক গোল গোয়ার।
এডু বেদিয়ার গোল কীভাবে?
যুবভারতী ক্রীড়াঙ্গনের হৃদয় ভেঙে দিলেন এডু বেদিয়া। অতিরিক্ত সময়ের কয়েক সেকেন্ড বাকি থাকতে মাঝমাঠের কিছুটা আগে থেকে এডুর ফ্রি-কিক। বক্সের মধ্যে কেউ বলে পা ঠেকাতে পারলেন না। ম্যাচের মেরেকেটে পাঁচ সেকেন্ড বাকি থাকতে গোল খেল ইস্টবেঙ্গল। স্বপ্নভঙ্গ!
হৃদয়ভঙ্গ ইস্টবেঙ্গলের, খেলা শেষের ১০ সেকেন্ড আগে গোল গোয়ার
৯০+৩ মিনিট: হৃদয়ভঙ্গ ইস্টবেঙ্গলের! অতিরিক্ত সময় চার মিনিটের কয়েক সেকেন্ড বাকি থাকতে গোল গোয়ার। ইস্টবেঙ্গল ১-২ গোয়া।
সুযোগ পাচ্ছে গোয়া, রুখে দিচ্ছে ইস্টবেঙ্গল
৯০ মিনিট: সুযোগ পাচ্ছে গোয়া। তবে শেষ কয়েক মুহূর্তে ইস্টবেঙ্গল রুখে দিচ্ছে। এক পয়েন্ট পেলেও ইস্টবেঙ্গলের নৈতিক জয় হবে।
সেভ কমলজিতের
৮৮ মিনিট: ইস্টবেঙ্গলের বক্সে বল ফেললেন ছোটে। ডানদিক থেকে ক্রস আসে। ক্লিয়ার করলেন ইভান। কর্নার গোয়ার। ইস্টবেঙ্গলের তেকাঠিতে বল রাখল গোয়া। কমলজিৎ মামুলি সেভ করলেন।
সাহসী সেভ ধীরজের
৮৬ মিনিট: মাঠে নেমেই এফসি গোয়ার ডানদিক দিকে আক্রমণ মহেশের। বাঁ-প্রান্ত থেকে ক্রস ইস্টবেঙ্গলের। দুর্দান্ত, সাহসী বল ক্লিয়ার ধীরজের। বল বিপন্মুক্ত করে দিলেন গোয়ার গোলকিপার।
এডুর ফ্রি-কিক বাইরে
৮৩ মিনিট: এডুর বাঁ-পায়ে ফ্রি-কিক। কিছুটা আগে থেকেই বেশি বাঁক খেয়ে গেল। বল বাইরে। গোলকিক ইস্টবেঙ্গলের। ইস্টবেঙ্গল ১-১ গোয়া।
দ্বিতীয়ার্ধে অনেক ভালো ডিফেন্ডিং ইস্টবেঙ্গলের
দ্বিতীয়ার্ধে অনেক ভালো ডিফেন্ডিং করছে ইস্টবেঙ্গল। প্রথমার্ধে যে হাহাকার চলছিল, সেখান থেকে অনেক মজবুত ইস্টবেঙ্গলের রক্ষণ। সঙ্গে আক্রমণেও চাপে ফেলে দিয়েছে গোয়াকে।
ট্যাকটিকাল ফাউল ইভানের, দেখলেন হলুদ কার্ড
৮২ মিনিট: ফাউল ইভানের। পেনাল্টি বক্সের কাছে গোয়ার কাছে গতিতে পরাস্ত ইভান। গোয়ার খেলোয়াড়ের জার্সি টেনে ধরেন। ফাউল! হলুদ কার্ড ইস্টবেঙ্গল অধিনায়কের। ট্যাকটিকাল ফাউল।
কর্নার গোয়ার
৭৩ মিনিট: এডুর আরও একটা উদ্ভট ফ্রিকিক গোয়ার এডুর। গোলের দিকে বল গেল। কমলজিৎ প্রথমে বল ধরতে যান। পিছিয়ে এসে ধাক্কা খেয়ে পড়ে যান জালের মধ্যে। কর্নার গোয়ার।
কমলজিতের উপর ক্ষুব্ধ ইস্টবেঙ্গল অধিনায়ক
৭৩ মিনিট: বাঁ-প্রান্ত থেকে গোয়ার ক্রস। ক্লিয়ার করলেন ইভান গঞ্জালেজ। তবে কমলজিতের উপর খুশি নন। তবে ইভান ভুল নন। কমলজিতের বলটা ধরা উচিত ছিল। কর্নার গোয়ার।
আর একটু হলেই চাপে পড়ে যেত গোয়ার
৭২ মিনিট: মাঝমাঠ থেকে বলটা ঠিক মতো পাস করতে পারলে প্রবল চাপে পড়ে যেত গোয়ার ডিফেন্স। কিন্তু বলটা ঠিকমতো পাস করতে পারলেন না ইস্টবেঙ্গলের খেলোয়াড়।
কর্নার গোয়ার
৭০ মিনিট: অনেকক্ষণ পর নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেল এফসি গোয়া। আক্রমণে উঠল। কর্নার গোয়ার।
গোলটা আসলে জেরির!
গোলটা লেখা থাকবে ক্লেইটন সিলভার নামে। কিন্তু গোলটার আসলে জেরির। লেফট ফ্ল্যাঙ্ক কী নিখুঁত পাসটাই না করেছিলেন। মাপা পাস, সুহেরের ভালো দৌড়, ধীরজের ফাউল - গোওওওওওল ইস্টবেঙ্গলের।
যুবভারতীতে ফুল ফোটালেন জেরি, পেনাল্টি থেকে গোল ইস্টবেঙ্গলের
৬৩ মিনিট: আবেগের বিস্ফোরণ সল্টলেক স্টেডিয়ামে। ঠান্ডা মাথায় নিখুঁত পেনাল্টি ক্লেইটন সিলভা। ধীরজকে উলটোদিকে ফেলে গোল করলেন ইস্টবেঙ্গল তারকা। ইস্টবেঙ্গল ১-১ গোয়া।
পেনাল্টি ইস্টবেঙ্গলের
৬২ মিনিট: দুর্দান্ত আক্রমণ ইস্টবেঙ্গলের। ফলস্বরূপ পেনাল্টি পেল ইস্টবেঙ্গল। জেরি ফুল ফোটাচ্ছেন ইস্টবেঙ্গলে। বাঁ উইং থেকে দুর্দান্ত থ্রু পাস জেরির। সুহেরের পায়ে বল। ফেলে দিলেন ধীরজ। পেনাল্টি।
তৃতীয় পরিবর্তন ইস্টবেঙ্গলের
৬১ মিনিট: সৌভিক চক্রবর্তীকে তুলে নেওয়া হল। মোবাশির রহমানকে নামাল ইস্টবেঙ্গল।
ম্যাচের সেরা সুযোগ ইস্টবেঙ্গলের কাছে
৫৭ মিনিট: ম্যাচের সেরা সুযোগ ইস্টবেঙ্গলের। দুর্দান্ত কাউন্টার অ্যাটাক উঠে এল। মাঝমাঠে সুহের যখন বল পান, তখন তাঁর সামনে অনেকটা ফাঁকা জমি ছিল। একাই উঠে এসে বক্সের মাথায় অ্যালেক্সকে পাস। বল রিসিভ করে ভলি মারলেন ইস্টবেঙ্গলের নয়া খেলোয়াড়। কিন্তু গোলপোস্টের উপর দিয়ে বল বেরিয়ে গেল। কিন্তু দারুণ মুভ।
গুরুত্বপূর্ণ ব্লক ইস্টবেঙ্গল ডিফেন্সের
৫৬ মিনিট: মাঝমাঠ থেকে উঠে আসছে গোয়া। বাঁ-দিক থেকে বক্সের বাইরে এডুকে পাস। বাঁক খাইয়ে শট মারার চেষ্টা এডুর। গুরুত্বপূর্ণ ব্লক ইস্টবেঙ্গল ডিফেন্সের।
হলুদ কার্ড ক্লেইটনকে
৫৪ মিনিট: হলুদ কার্ড দেখলেন ক্লেইটন সিলভা।
আরও এক ইতিবাচক মুভমেন্ট ইস্টবেঙ্গলের
৫৩ মিনিট: বাঁ-দিক থেকে ক্রস ইস্টবেঙ্গলের জেরির। বল ক্লিয়ার গোয়ার। বলের নাগাল পেলেন না ক্লেইটন। কর্নার ইস্টবেঙ্গলের। গোল হল না। তবে ইতিবাচক মুভ ইস্টবেঙ্গলের।
দ্বিতীয়ার্ধের শুরুতেই জ্বলতে শুরু করল মশাল, পেনাল্টি পেল না?
৪৭ মিনিট: পেনাল্টি থেকে বঞ্চিত হল ইস্টবেঙ্গল? বক্সের মধ্যে পড়ে গেলেন সার্থক গলুই। ফাউল? প্রাথমিকভাবে তাই মনে হচ্ছে। রেফারির ইঙ্গিত দেখে পেনাল্টি ভেবেছিল ইস্টবেঙ্গল। কিন্তু না, গোল-কিক দিলেন রেফারি।
গোয়ার ডিফেন্সের উপর চাপ তৈরি ইস্টবেঙ্গলের
৪৬ মিনিট: দ্বিতীয়ার্ধের শুরুতেই গোয়ার ডিফেন্সের উপর চাপ তৈরি ইস্টবেঙ্গলের।
শুরু দ্বিতীয়ার্ধের খেলা
শুরু দ্বিতীয়ার্ধের খেলা। জোড়া পরিবর্তন করল ইস্টবেঙ্গল। খেলার মোড় ঘোরাতে পারবে লাল-হলুদ শিবির। মাঠে এলেন নাওরেম এবং সার্থক গলুই। তুলে নেওয়া হল তুহিন দাস এবং সুমিত পাসিকে।
খেলার যাবতীয় লাইভ আপডেট দেখুন এখানে
Daily Sports News Live Updates: হাতে মাত্র কয়েকটা দিন পড়ে আছে। তারপরই শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেদিকে নজর আছে ক্রিকেট মহলের। তারইমধ্যে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ সৈয়দ মুস্তাক আলি ট্রফি চলছে। আজ আবার ইস্টবেঙ্গলের খেলা আছে। ঘরের মাঠে এফসি গোয়ার বিরুদ্ধে নামতে চলেছে লাল-হলুদ শিবির -- বুধবার ক্রিকেট, ফুটবল-সহ খেলার যাবতীয় টাটকা আপডেটের জন্য নজর রাখুন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে।
শেষ প্রথমার্ধের খেলা, ১-০ গোলে এগিয়ে গোয়া
শেষ প্রথমার্ধের খেলা। ১-০ গোলে এগিয়ে এফসি গোয়া। সেই রক্ষণের ভুলে গোল খেয়েছে ইস্টবেঙ্গল। ২৯ মিনিট থেকে ৩৬ মিনিটের একটা সময় ইস্টবেঙ্গল চাপ বাড়ালেও বাকি সময়টা কাঁপল লাল-হলুদ রক্ষণ।
প্রথম হলুদ কার্ড গোয়ার
৪৫ মিনিট+১: মাঝমাঠে ফাউল রিদিমের। হলুদ কার্ড। প্রথম হলুদ কার্ড গোয়ার।
অতিরিক্ত ২ মিনিট
৪৫ মিনিট: প্রথমার্ধের শেষে অতিরিক্ত দু'মিনিট সময় দিলেন চতুর্থ রেফারি।
কর্নার নষ্ট ইস্টবেঙ্গলের
৪৩ মিনিট: কর্নার পেল ইস্টবেঙ্গল। বিতর্কিত কর্নার। ফাউলের জন্য ফ্ল্যাগ তোলেন সহকারী রেফারি। গোয়া ফাউল পেত। কিন্তু ইস্টবেঙ্গলকে কর্নার দিলেন রেফারি। তবে লাভ তুলতে পারল না ইস্টবেঙ্গল।
‘হানিমুন’ পিরিয়ড শেষ ইস্টবেঙ্গলের
৪২ মিনিট: ‘হানিমুন’ পিরিয়ড শেষ ইস্টবেঙ্গলের। আবারও পুরনো ‘ছন্দে’ ফিরল। একের পর এক আক্রমণ গোয়ার। পেনাল্টি বক্সের ভিতর থেকে পরপর শট গোয়ার। কিন্তু পায়ের জঙ্গলে আটকে গেল। শেষপর্যন্ত কর্নার গোয়ার।
একচুলের জন্য গোল পেল না গোয়া
৩৯ মিনিট: কর্নার থেকে প্রায় গোল করে ফেলছিল এফসি গোয়া। একচুলের জন্য গোল হল না। কীভাবে এখনও ম্যাচের ফল ১-০ হয়ে আছে? ডানপ্রান্ত থেকে কর্নার গোয়ার। হেড আনোয়ার আলির। একচুলের জন্য গোল ফস্কে গেল।
দুর্দান্ত ভাসকেজ
৩৮ মিনিট: ওহ... হো! অসাধারণ। গোল পেল না গোয়া। কিন্তু কী দুর্দান্ত খেললেন ভাসকেজ। দুই ডিফেন্ডারের মধ্যে থেকে সাইড বুট দিয়ে বল রিসিভ করে শট। ভালো সেভ কমলজিতের। কর্নার গোয়ার। এই বলটা জালে ঢুকলে মরশুমের সেরা গোল হওয়ার ল়ড়াইয়ে থাকত।
প্রথমার্ধে সেরা সময় কাটাচ্ছে ইস্টবেঙ্গল
৩৬ মিনিট: প্রথমার্ধের সেরা সময় কাটছে ইস্টবেঙ্গলের। এফসি গোয়ার ডিফেন্সের উপর চাপ। কিন্তু সেই ফাইনাল-থার্ডে গিয়ে খেই হারাচ্ছে ইস্টবেঙ্গল।
লাভ হল না ফ্রি-কিক
৩১ মিনিট: এত কাছের ফ্রি-কিক আর একটু ভালো হওয়া উচিত ছিল। ক্লেইটনের ফ্রি-কিক। ধীরাজ কিছুটা নড়বড় করলেও বাঁচিয়ে দিলেন। ফিরতি বলে ডোহার্টির শট। লাভ হল না।
পেনাল্টি পেল না ইস্টবেঙ্গল?
২৯ মিনিট: বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক ইস্টবেঙ্গলের। কিন্তু এটা কি পেনাল্টি ছিল? এক চোখে দেখে মনে হচ্ছিল যে বক্সের মধ্যেই প্রাথমিক ফাউল হয়েছে। তাই কি? কঠিন সিদ্ধান্ত। ফ্রি-কিকের সিদ্ধান্তেই অনড় থাকলেন রেফারি। কাজে এল না ইস্টবেঙ্গল খেলোয়াড়দের প্রতিবাদ। ক্লেইটন বক্সের মধ্যে ঢুকে আসার চেষ্টা করেন। তাঁকে ফাউল করেন এইবান ডিহলিং।
দুর্দান্ত কাউন্টার ইস্টবেঙ্গলের
২৫ মিনিট: দুর্দান্ত কাউন্টার ইস্টবেঙ্গলের। এফসি গোয়া চাপে। বাঁ-দিক থেকে উঠে আসছেন ক্লেইটন। পিছন থেকে এসে তাঁকে ট্যাকল। পড়ে গেলেন ক্লেইটনের। পেনাল্টির দাবি ইস্টবেঙ্গলের। দিলেন না রেফারি। পেনাল্টি দিলে গোয়ার সঙ্গে অবিচার হত। ক্লেইটনের সঙ্গে ধাক্কা হয় গোয়ার ডিফেন্ডারের। সেটা মামুলি। নিজের নিয়ন্ত্রণ থেকে বল বেরিয়ে যাওয়ার পর পেনাল্টি আদায়ের চেষ্টা ক্লেইটনের। সঠিক সিদ্ধান্ত রেফারির। ক্লেইটন এবারও বল ছাড়তে দেরি করলেন।
বাঁক-খাওয়ানো কর্নার গোয়ার
২৩ মিনিট: বাঁক-খাওয়ানো কর্নার গোয়ার। কমলজিৎ সিংয়ের গুরুত্বপূর্ণ সেভ। গোলে ঢুকছিল বল। বাঁচিয়ে দিলেন কমলজিৎ। বল ক্লিয়ার ইস্টবেঙ্গলের।
বল পজেশনে এগিয়ে গোয়া
বল পজেশনে সামান্য এগিয়ে এফসি গোয়া। ইস্টবেঙ্গল ৪৪ শতাংশ, এফসি গোয়া ৫৬ শতাংশ।
সুবর্ণ সুযোগ ফস্কাল গোয়া
১৯ মিনিট: সুবর্ণ সুযোগ ফস্কাল গোয়া। ডানদিক থেকে ইস্টবেঙ্গলকে ছিঁড়ে যাচ্ছে গোয়া। দুই ডিফেন্ডারকে কাটিয়ে বেরিয়ে গেলেন ভ্যাসকেজ। ব্র্যান্ডনকে পাস। বাঁদিকে রিদিম ল্যাংকে বল দিলেন। একটুর জন্য শট লক্ষ্যভ্রষ্ট। বেঁচে গেল ইস্টবেঙ্গল।
প্রথম হলুদ কার্ড ম্যাচের
১৬ মিনিট: মাঝমাঠে ফাউল ইস্টবেঙ্গলের। অনেকটা উঁচুতে বুট লালচুঙ্গনুঙ্গার। দেখলেন হলুদ কার্ড। প্রাথমিকভাবে অ্যাডভান্টেজ খেলাতে থাকেন রেফারিরা।
হাহাকার ইস্টবেঙ্গল ডিফেন্সের
১৪ মিনিট: দুর্ভাগ্যজনকভাবে ইস্টবেঙ্গল খেলোয়াড়ের গায়ে লেগে বল পেলেন গোয়ার খেলোয়াড়। কী করছে লাল-হলুদ শিবির? ডিফেন্সে যেন হাহাকার। শেষপর্যন্ত বেঁচে গেল ইস্টবেঙ্গল। কর্নার গোয়ার।
অফসাইডের জালে ইস্টবেঙ্গলের
১৩ মিনিট: মাঝমাঝে জঘন্য পাস গোয়ার। বল পেয়ে গেল ইস্টবেঙ্গল। ক্লেইটন উঠে আসছেন। বাঁ-দিকে পাস। কিন্তু অফসাইড। আর একটু আগে বলটা ছাড়া উচিত ছিল ৩৫ বছরের ক্লেইটনের।
ফ্রি-কিক ইস্টবেঙ্গলের, লক্ষ্যভ্রষ্ট
১০ মিনিট: বক্সের কিছুটা বাইরে ফ্রি-কিক ইস্টবেঙ্গলের। অ্যালেক্স লিমা ফ্রি-কিক নিলেন। কিন্তু লক্ষ্যভ্রষ্ট। প্রথম পোস্টের বাইরের জালে বল আছড়ে পড়ল। ইস্টবেঙ্গল ০-১ গোয়া।
এবার ভালো ডিফেন্ডিং ইস্টবেঙ্গলের
৯ মিনিট: ইস্টবেঙ্গল বল নিয়ে উঠেছিল গোয়ার পেনাল্টি বক্সে। বল ক্লিয়ার করে দ্রুত কাউন্টার অ্যাটাকে গোয়া। বাঁ-প্রান্ত দিয়ে আক্রমণ। তবে এবার ভালো ডিফেন্ডিং ইস্টবেঙ্গলের। ইভান যেখানে ভুল করেছিলেন, তার কিছুটা আগের জায়গায় জেরির ভালো রক্ষণ।
ডোবালেন অধিনায়ক, ৭ মিনিটেই জঘন্য ভুলে গোল খেল ইস্টবেঙ্গল
৭ মিনিট: জঘন্য ডিফেন্ডিং ইস্টবেঙ্গল। বাঁ-প্রান্ত থেকে উঠে এল গোয়া। জঘন্য রক্ষণ ইস্টবেঙ্গল অধিনায়ক ইভানের। গোল করে গেলেন ব্র্যান্ডন ফার্নান্ডেজ।
কর্নারে কোনও লাভ হল না
৪ মিনিট: কর্নারে কোনও লাভ হল না ইস্টবেঙ্গলের। সবাইকে টপকে বেরিয়ে গেল। থ্রো এফসি গোয়ার। শুরু থেকেই আজ আক্রমণের মেজাজে ইস্টবেঙ্গল। ইতিবাচক খেলার চেষ্টা।
ম্যাচের প্রথম কর্নার পেল ইস্টবেঙ্গল
৩ মিনিট: ম্যাচের প্রথম কর্নার পেল ইস্টবেঙ্গল। বাঁ-প্রান্ত থেকে উঠে এল ইস্টবেঙ্গল।
ম্যাচের প্রথম মিনিটেই হালকা চোট লিমার
১ মিনিট: ম্যাচের প্রথম মিনিটেই হালকা চোট পেলেন অ্যালেক্স লিমা। বাঁ-প্রান্ত থেকে উঠে ডিফেন্ডারদের ছিটকে বেরিয়ে যাওয়ার চেষ্টা। গোল থেকে বেরিয়ে এলেন ধীরাজ। লিমার সঙ্গে ধাক্কা। পড়ে গেলেন লিমা। তবে অফসাইড হত।
শুরু খেলা
শুরু খেলা। কিক-অফ হল যুবভারতী ক্রীড়াঙ্গনে।
যুবভারতীর রং আজ লাল-হলুদ
ঘরের মাঠে এবার আইএসএলের প্রথম ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। সেই ম্যাচ ঘিরে সমর্থকদের উৎসাহ চোখে পড়ার মতো। যুবভারতীর রং আজ লাল-হলুদ।
ইস্টবেঙ্গলের প্রথম একাদশ
কেরালা ব্লাস্টার্স ম্যাচে যে প্রথম একাদশ বেছে নিয়েছিল ইস্টবেঙ্গল, তা থেকে একমাত্র বাদ পড়লেন অঙ্কিত মুখোপাধ্যায়। বাকি দল এক আছে। ইস্টবেঙ্গলের প্রথম একাদশ - কমলজিৎ সিং, জেরি লালরিনজুয়ালা, লালচুঙ্গনুঙ্গা, ইভান গঞ্জালেজ (অধিনায়ক), ও'ডোহার্টি, সুমিত পাসি, সৌভিক চক্রবর্তী, অ্যালেক্স লিমা, তুহিন দাস, ক্লেইটন সিলভা এবং ভিপি সুহের।
এফসি গোয়ার বিরুদ্ধে জিততে পারবে ইস্টবেঙ্গল?
আজ আইএসএলের দ্বিতীয় ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্স ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে ঘরের মাঠে এফসি গোয়ার বিরুদ্ধে কি ঘুরে দাঁড়াতে পারবে লাল-হলুদ শিবির? উত্তর মিলবে কিছুক্ষণ পরেই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।