আইএসএলে লাল-হলুদ ব্রিগেড জয়ে ফিরলেও, কলকাতা লিগে জয়ের খাতা খুলতে পারল না ইস্টবেঙ্গলের। বুধবার তারা হেরে বসে থাকল ভবানীপুরের বিরুদ্ধে। এ দিন কল্যাণী স্টেডিয়ামে ভবানীপুরের কাছে ০-২ গোলে হারে লাল হলুদ বাহিনী।
কলকাতা লিগের শুরু থেকেই ইস্টবেঙ্গলের দ্বিতীয় দলের হতাশাজনক পারফরম্যান্সের ধারা অব্যাহত। ঘরোয়া লিগের সুপার সিক্স পর্বের প্রথম দুই ম্যাচে ড্রয়ের পর, এ বার সরাসরি হার। ভবানীপুরের হয়ে দু'টি গোল করেন জিতেন এবং ক্রিজো।
আরও পড়ুন: ইস্টবেঙ্গলের রক্ষণ আর আক্রমণ বেশ ভালো- নিজেদের ডিফেন্সের ফাঁক পূরণে মন প্রীতমদের
এ দিন আবার আইএসএল দলের তিন জন ফুটবলারকে প্রথম একাদশে রেখেছিলেন বিনো জর্জ। কিন্তু তাতেও কোনও লাভ হল না। রিজার্ভ দল যে একেবারেই তৈরি হয়নি, সেটা আরও একবার প্রমাণিত হল। এ দিন ইস্টবেঙ্গলকে সব বিভাগেই টেক্কা দিয়েছে রঞ্জন চৌধুরীর দল। লাল হলুদের খেলায় কোনও উন্নতিই চোখে পড়েনি।
আরও পড়ুন: দুরন্ত কামব্যাক,নর্থইস্টকে উড়িয়ে এ বার ISL-এ প্রথম জয় লাল-হলুদের
প্রথমার্ধে জিতেন মুর্মুর গোলে এগিয়ে যায় ভবানীপুর। সে রকম কোনও সুযোগ তৈরি করতেই পারেনি লাল হলুদ। ব্যবধান বাড়িয়ে ২-০ করেন ক্রিজো। এই হারের ফলে খেতাব দৌড় থেকে ছিটকে গেল লাল হলুদ।
অন্য দিকে এ দিনের জয়ে লিগ টেবিলের দুই নম্বরে উঠে এল ভবানীপুর। মহমেডানের কাছে হেরে কলকাতা লিগের সুপার সিক্স পর্ব শুরু হলেও, খিদিরপুর এবং ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ব্যাক টু ব্যাক জয় তাদের খেতাব লড়াইয়ে ফিরিয়ে এনেছে। মহমেডানের ঘাড়ে এখন নিশ্বাস ফেলছে ভবানীপুর। বৃহস্পতিবার খিদিরপুরের বিরুদ্ধে নামবে সাদা কালো ব্রিগেড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।