কলকাতা ফুটবলে এবার বিদেশি ছোঁয়া। ক্রাউড ফান্ডিং শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল। দল গঠন, ক্লাবের পরিকাঠামোগত উন্নয়নের জন্য এবার ক্রাউড ফান্ডিং চালু করতে চলেছে লাল হলুদ। ক্রাউড ফান্ডিংয়ের জন্য ক্লাবের তরফ থেকে একটি নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টও খোলা হয়েছে। সেখানেই সমর্থকরা নিজেদের মতো টাকা দিতে পারবেন। সেই টাকায় এখন ব্যবহার করা হবে, ক্লাবের পরিকাঠামোয়। এছাড়াও ব্যবহার করা হবে স্পোর্টস ও যুব উন্নয়নে। দরকার হলে সিনিয়র দলদের জন্য এই টাকা ব্যবহার করা হতে পারে। তবে সেক্ষেত্রে ক্লাবের ফুটবল দল পরিচালিত বোর্ডই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে আপাতত এই টাকা পরিকাঠামো এবং যুব দলের উন্নয়নের ব্যবহার করা হবে।
এর আগে ইউনাইটেড স্পোর্টস ক্লাব এমন ক্রাউড ফান্ডিং শুরু করে। সেই পথেই হাঁটল ইস্টবেঙ্গল। কলকাতা ময়দানে নতুন পথ দেখাচ্ছে তারা। তবে বলা বাহুল্য, বড় ক্লাব গুলির মধ্যে ইস্টবেঙ্গলই প্রথম এই পদক্ষেপ নিয়েছে। ইস্টবেঙ্গল দলের সমর্থক শুধু এদেশেই নয়, বিদেশেও রয়েছে। তারাও এই ক্রাউড ফাইন্ডিংয়ে চাইলে টাকা পাঠাতে পারে। এজন্য কোনও বাধা পেতে হবে না। ক্রাউড ফান্ডিংয়ের জন্য কোনও নির্দিষ্ট পরিমাণ অর্থের কথা উল্লেখ করা নেই।
অর্থের পরিমাপের কথা উল্লেখ করে ইস্টবেঙ্গলের কর্তা দেবব্রত সরকার বলেন, 'ফান্ডিংয়ের জন্য হয়তো কোনও নির্দিষ্ট পরিমাণ অর্থের কথা বলা হয়নি। তবে আশা করব, যারা ইস্টবেঙ্গলকে ভালোবাসে তারা নিজেদের বুদ্ধি বিচার করেই অর্থ দান করবে। তবে যারা অর্থ দান করবে তাদেরকে ক্লাবের তরফ থেকে বিশেষ শংসাপত্র দেওয়া হবে।'
অন্যদিকে ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লস কুয়াদ্রাতের সঙ্গে এই মরশুমে সহকারি হিসেবে দেখা যাবে বিনো জর্জকে। বিনোর কোচিংয়ে এবার ইস্টবেঙ্গলের রিজার্ভ দল দুর্দান্ত ফুটবল খেলেছে। যুব দলের দায়িত্বও তিনি সামলেছেন। ইস্টবেঙ্গলে সহকারী কোচ ছাড়াও যুবদলের দেখভালের দায়িত্বও তিনিই থাকবেন। ইস্টবেঙ্গল নিজেদের মাঠেই কলকাতা লিগ এবং ডুরান্ড কাপ খেলতে চায়। দিন কয়েক আগে ক্লাবে তরফ থেকে ইনভেস্টরকে সিনিয়র দল সম্পর্কে একটি চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠিতে জানানো হয়, চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়বে ইস্টবেঙ্গল ক্লাবের কর্তারা। যদিও সূত্রের খবর, দল গঠন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বিনিয়োগকারী সংস্থা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।