বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > East Bengal-কলকাতা লিগে ইস্টার্ন রেলকে বেলাইন করল ইস্টবেঙ্গল! জিতল ৩-০ গোলে…

East Bengal-কলকাতা লিগে ইস্টার্ন রেলকে বেলাইন করল ইস্টবেঙ্গল! জিতল ৩-০ গোলে…

ইস্টার্ন রেলওয়ের বিপক্ষে ইস্টবেঙ্গল দল। ছবি- ইস্টবেঙ্গল

ইস্টার্ন রেলওয়ে দলকে কলকাতা লিগের ম্যাচে ৩-০ গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গল। দুরন্ত গোল করলেন আমন, জেসিনরা। ম্যাচের তিনটি গোলই ছিল দেখবার মতো। 

কলকাতা লিগের ম্যাচে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল দল। ইস্টার্ন রেলওয়ে দলকে ৩-০ গোলে হারিয়ে দিল লালহলুদ শিবির। এবারের কলকাতা লিগে বেশ ভালোই ছন্দে রয়েছে লালহলুদ বাহিনী। আগেই ডার্বিতে মোহনবাগানকে হারিয়েছিল, লিগের পয়েন্ট তালিকাতেও ভালো জায়গায় ছিল। লিগ জয়ের দৌড়ে থাকতে গেলে পচা শামুকে পা কাটলে চলত না। অতীতে বহুবার দেখা গেছে বড় দল লিগে হোঁচট খেয়েছে, কিন্তু বিনো জর্জের ছেলেরা শুক্রবার দুরন্ত ফুটবল খেলেই জয় তুলে নিলেন। তরুণ ফুটবলাররা যে লালহলুদের সিনিয়র দল বা ডুরান্ড আইএসএলেও জায়গা পাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন সেটা বুঝিয়ে দিলেন খেলার মাধ্যমে, আর তাতেই সহজ জয় তুলে নিল বিনো জর্জের ছেলেরা। 

আরও পড়ুন-‘চোটের খবর কি? সোনার কথা ভুলে যাও, তুমি দেশের গর্ব’! নীরজকে ফোন প্রধানমন্ত্রীর, নিলেন মায়ের খোঁজ…

খেলায় আগাগোড়ায় চাপ বজায় রেখেছিল ইস্টবেঙ্গল। শুরুর দিকে কয়েকটা আক্রমণ ঠিকঠাক কাজে লাগেনি, গোলমুখী আক্রমণ হলেও গোলের সামনে গিয়ে স্ট্রাইকাররা কেমন যেন খেই হারিয়ে ফেলছিল, যদিও প্রথমার্ধেই গোলের দেখা পেয়ে যায় ইস্টবেঙ্গল। ম্যাচের ৩২ মিনিটে ইস্টবেঙ্গলকে কাঙ্খিত গোল এনে দেন মহম্মদ মুশারফ। বক্সের ভিতর বল পেয়ে, বাঁপায়ে নিজের জন্য বল সাজিয়ে নিয়ে ডান পায়ে দুরন্ত শটে বল জালে জড়িয়ে দেন তিনি, এগিয়ে যায় লালহলুদ।

আরও পড়ুন-অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক শ্রীজেশ! শুনে পিটি উষাকে কী বললেন নীরজ?

ম্যাচের ৪২ মিনিটে আরও এক অনবদ্য গোলের সৌজন্যে ব্যবধান বাড়ায় ইস্টবেঙ্গল দল। এবার পেনাল্টি বক্সের বাইরে থেকে নিখুঁত প্লেসিংয়ে জোড়ালো শটে গোল করে যান আমন সিকে। এক্ষেত্রে তাঁর শটে গতি যেমন ছিল, তেমনই ছিল নিয়ন্ত্রণ। বল জাতে জড়াতেই ব্যবধান ২-০ করে ফেলে বিনো জর্জের দল।

আরও পড়ুন-‘অস্ত্রোপচার করাতে বলেছিল চিকিৎসক! কিন্তু সময় ছিল না’…দেশকে রুপো জিতিয়ে বললেন নীরজ…

ম্যাচের ইস্টবেঙ্গলের তৃতীয় গোল আসে দ্বিতীয়ার্ধে। ৭৭ মিনিটে একক নৈপুন্যে ভাস্কর হয়ে ওঠেন লালহলুদের কেরালাইট ফুটবলার জেসিন টিকে। ডান প্রান্ত থেকে বল নিয়ে অনেকটা ছুটে গিয়ে রেলের বক্সের ভিতর ঢুকে পড়েন তিনি। এরপর এক ডিফেন্ডারকে ডজ করে বাঁপায়ের জোরালো শটে গোল করে যান জেসিন, ব্যবধান ৩-০ করে ফেলে লালহলুদ। এই গোলের সুবাদেই শেষ পর্যন্ত বড় ব্যবধানে জিতে রেলকে বেলাইন করে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল। তবে একটা জিনিস বলতেই হবে, এদিন লালহলুদের আনকোরা ফুটবলারদের তিনটি গোলই কিন্তু ছিল বাঁধিয়ে রাখার মতো। হয়ত ক্লেইটন, মাহেশ, নন্দকুমারদের পাশে তাঁরা জায়গা পাচ্ছেন না। তবে বিনো যদি এই কুড়িগুলোর পরিচর্যা ঠিক মতো করতে পারেন, তাহলে আগামী দিনে লালহলুদে ফুলের অভাব হবে না।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

আরজি করের ৮ তলার অব্যবহৃত লিফট ঘিরে এবার তৈরি হচ্ছে রহস্য, বড় দাবি রিপোর্টে কলকাতার নিউটাউনে আকাশছোঁয়া অফিস খুলল JSW, অপূর্ব তার রূপ, বিরাট পরিকল্পনা AIFF-এর বড় উদ্যোগ! টাস্ক ফোর্সের রিপোর্ট পাওয়ার পরেই আই লিগ নিয়ে সিদ্ধান্ত বিপক্ষ দলের হাডলে ঢুকে ‘ব্যোমকেশগিরি’ ঋষভ পন্তের, মুহূর্তে ভাইরাল ভিডিয়ো দলেরই সাংসদ পেতেন না মমতার টাইম! কয়েক মাস আলাদাভাবে দেখা হয়নি, দাবি জহরের ‘ধর্ষিতা ও খুন হওয়া মেয়েটি…’! আরজি কর নিয়ে ‘ফোঁস’ কল্যাণের, পালটা আক্রমণ সোহিনীর খাস কলকাতায় মেক আপ শেখানোর প্রতিষ্ঠানে মডেলকে নগ্ন করে শ্লীলতাহানির অভিযোগ জেএনএম থেকে এমবিবিএস পাশ করেন নির্যাতিতা, সেখানের দুর্নীতিতে অভীকের নাম উঠছে!‌ 'অনেকসময় মেয়েরা নিজেরাই আগ্রহী থাকে', অরিন্দম বিতর্কে উলটো সুর শ্রীলেখার বাতিল হওয়া ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি কিনে নেবে ওয়েবেল, দাম কেমন পাবেন?কাজও মিলবে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.