এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে যুবভারতীতে এসে ইস্টবেঙ্গলকে হারিয়ে গেছে তুর্কমেনিস্তানের দল আর্কাদাগ এফসি। এমনিতেই চ্যালেঞ্জ লিগে অ্যাওয়ে ম্যাচে অস্কার ব্রুজোর ছেলেদের সামনে ছিল ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। এরই মধ্যে নয়া চ্যালেঞ্জও ঢুকে পড়েছে লালহলুদের অন্দরে। আসলে ইস্টবেঙ্গল ফুটবলারদের যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখনই তাঁরা খোঁচা খাওয়া বাঘের মতো কামব্যাক করে। অন্তত অতীতে সেই চিত্রই দেখা গেছে। আর তুর্কমেনিস্তানে গিয়ে যে অব্যবস্থা, অসম্মানের শিকার হয়েছে লালহলুদ ফুটবলাররা, তাতে তাঁদের বুকের ভিতর বারুদ জ্বলছে প্রতিশোধের। খারাপ পরিষেবা থেকে জলের অভাব, মাঠের অভাব, খাওয়া দাওয়ার সমস্যা, সাধারণ সাধারণ বিষয় নিয়েও লালহলুদ ফুটবলারদের অত্যন্ত অসুবিধায় ফেলেছে সেই ক্লাব, যা মোটেই স্পোর্টিং স্পিরিটের পক্ষপাতি নয়।
ফুটবলাররা আপ্রাণ লড়াই দেবে, বলছেন ইস্টবেঙ্গল কোচ
ম্যাচের আগেই অস্কার ব্রুজো মুখে বেশি কিছু না বললেও, তাঁর কথা থেকে পরিষ্কার দল কিন্তু ঘুরে দাঁড়াতে প্রস্তুত, সে যতই প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন। দুবার তুর্কমেনিস্তানের লিগজয়ী দলের বিরুদ্ধে নামার আগে ব্রুজো বলছেন, ‘ইস্টবেঙ্গলের এই অবস্থা দেখে সমর্থকরা যেমন খুশি নন, তেমন তিনিও ব্যথিত। তবে তাঁর কাছে এখন সব ম্যাচই ফাইনালের মতো। তাই এই ম্যাচে ফুটবলাররা নিজেদের সেরাটাই দেবে। দল এখন আগের থেকে অনেক গোছানো, সঙ্গে বোঝাপড়াও বেড়েছে। আশা করছি বুধবারের ম্যাচে ছেলেরা ভালো ফুটবল উপহার দেবে এবং আপ্রাণ লড়াই করবে ’।
শাহরুখের নামে আর্কাদাগে স্বস্তি
জানা গেছে বলিউডের বাদশাহের নাম শুনেই ২৪ ঘন্টার মধ্যে ইস্টবেঙ্গলের জন্য পরিষেবা কিছুটা উন্নতি করা হয়েছে, যদিও সেটাই যে খুব উচ্চমানের তা নয়। তবে অভাব অব্যবস্থা নিয়ে কোনও অভিযোগই নেই স্প্যানিশ ব্রুজোর। বলে প্রতিকূলতাকে তুচ্ছ করে দেখে ফুটবলেই বেশি গুরুত্ব দিতে চাইছেন। প্রথম লেগের খেলায় গত সপ্তাহে গুরবানভের একমাত্র গোলে আর্কাদাগ শিবির ১-০ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে যায়।
এখন আমরা প্রস্তুত, বলছেন ব্রুজো
ব্রুজোর কথায়, ‘চোটের জন্য আমরা শুরু থেকেই সমস্যায় পড়েছি, তবে এখন দল অনেক বেশি ব্যালেন্সড। আমাদের কি করতে হবে এই ম্যাচে, সেটা ফুটবলাররা খুব ভালোভাবেই জানে। প্রথম লেগে যখন খেলেছিলাম, তখন ওদের নিয়ে আমাদের তেমন ধারণা ছিল না, এখন অনেকটাই প্ল্যানড আমরা। সেটপিসে জোর দিয়েছি। এখানকার মাঠ আমাদের ভারতীয় মাঠের থেকে কিছুটা আলাদা ’। এই ম্যাচ জিতলে আর আরবি বা আল সাইব দলের সঙ্গে ম্যাচ পড়বে ইস্টবেঙ্গলের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।