মহমেডানের বিরুদ্ধে আইএসএলের ডার্বি ম্যাচে দিতে মাঠ ছেড়েছে ইস্টবেঙ্গল ক্লাব। মোহনবাগানকে হারাতে না পারলেও অস্কার ব্রুজোর দল হারিয়ে দিয়েছে সাদা কালো শিবিরকে। সম্মানরক্ষার এই ম্যাচে লালহলুদের জয়ের পর রিজার্ভ বেঞ্চের ফুটবলারদেরই কৃতিত্ব দিচ্ছেন কোচ অস্কার ব্রুজো। কারণ দলের প্রথম একাদশের বেশ কয়েকজন ফুটবলারকেই এই ম্যাচে পাননি ব্রুজো, তবু ছেলেরা জয় এনেছে।
আরও পড়ুন-অ্যাসেজে ১৬-০ হার! দলকে পরামর্শ দিতে এগিয়ে এলেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক, কোচ হবেন?
রিজার্ভ বেঞ্চের দুই সদস্যর গোল
মহমেডানের বিরুদ্ধে প্রথম গোলটি করেন ইস্টবেঙ্গলের মাহেশ। বক্সের ভিতর অনেকটা দৌড়ে গিয়ে বল কন্ট্রোল করে বাঁপায়ের জোরালো শটে পদম ছেত্রীকে পরাস্ত করে গোল করে যান তিনি। এরপরই কামাল দেখানো শুরু করে লালহলুদের রিজার্ভ বেঞ্চ। সাউল ক্রেসপো মাঠে নামেন। আর তারপরই গোলের ব্যবধান বাড়ায় লালহলুদ। মহমেডান ডিফেন্সের ভুলে বল পেয়ে যান মেসি, তিনি পাস বাড়ান ক্রেসপোকে। গোল করেন ক্রেসপো। এরপর আরেক পরিবর্ত ফুটবলার ডেভিডও মাথায় নেমে দুরন্ত শটে গোল করেন।
রিচার্ড-জিকসনকে নিয়ে ঝুঁকি নয়
ম্যাচ শেষে অস্কার ব্রুজো মহমেডানের লড়াইকে সাধুবাদ জানালেও নিজের দলের রিজার্ভ বেঞ্চ নিয়ে প্রশংসা করে গেলেন। সঙ্গে জানিয়ে দিলেন রিচার্ড সেলিস, জিকসন সিংরা ফিট হয়ে ফিরলে এই দলও আরও ভালো ফুটবল খেলবে। তবে দুজনেরই পেশির চোট থাকায় তাঁদের খেলানো নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে রাজি নয় ইস্টবেঙ্গল কোচ।
আরও পড়ুন-গম্ভীর-রোহিতদের কোন স্ট্র্যাটেজিতে খুঁত খুঁজে পেলেন অশ্বিন? অখুশি নির্বাচকদের সিদ্ধান্তে
চোট সমস্যা কাটতেই ছন্দে ফিরছে দল
ম্যাচ শেষে ব্রুজো বললেন, ‘মহমেডান খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু ওরা যে ফুটবলটা আজ খেলেছে তার প্রশংসা করতেই হবে। গত কয়েক সপ্তাহ ধরে আমাদের রিজার্ভ বেঞ্চে তেমন কেউ ছিল না যে ম্যাচের রং পরিবর্তন করতে পারে। এই ম্যাচে সাউল আর ডেভিড নেমে সেটাই করে দেখিয়েছে। হয়ত ৯০ মিনিট আমরা আধিপত্য রাখতে পারিনি, কিন্তু তাও দলের মধ্যে একটা বোঝাপড়া চলে এসেছে। চোট সমস্যা কাটায় আমরা আজ কয়েকজনকে মাঠে নামিয়েছি, তাঁরাই খেলায় ছাপ ফেলেছে ’।
মেসির প্রশংসায় ব্রুজো
ব্রুজো আরও বলছেন, ‘ডার্বি ম্যাচের গুরুত্ব সবসময়ই অনেক। ফুটবলার, সমর্থকদের কাছে এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। গত সপ্তাহে আমরা সেভাবে ভালো খেলতে পারিনি, তাই এই ম্যাচে জয়টা আমাদের আত্মবিশ্বাস ফেরাবে। আজকে মেসি বাউলি খুব ভালো খেলেছে। যে ৬০ মিনিট মতো ও মাঠে ছিল বাম প্রান্ত থেকে অনেকবার আক্রমণে উঠেছে। দেখে বোঝা যাচ্ছিল না, যে সবেমাত্র কদিন আগে ও দলের সঙ্গে যোগ দিয়েছে। আইএসএলের সুপার সিক্সের রাস্তা কঠিন হলেও লড়াইয়ের রাস্তা থেকে আমরা সরে আসিনি ’।
আরও পড়ুন- ‘ভারতকে হারানো টার্গেট নয়, চাইব ট্রফি জিততে’! বলছেন পাক সহ অধিনায়ক! আগেই হার মানলেন?
শুরুতে ভালো খেলেও পয়েন্ট হারাল মহমেডান
মহমেডান স্পোর্টিংয়ের কোচ মেহরাজউদ্দিন ওয়াদু বলছেন, ‘আমাদের একটা সমস্যা হচ্ছে, শুরুটা ভালো করলেও পরে খেই হারিয়ে ফেলছি। বল কন্ট্রোলে থাকছে আমাদের কিন্তু গোল খেয়ে যাচ্ছি। ঠিকভাবে আধিপত্য বিস্তার করতে পারছি না ম্যাচে। ইস্টবেঙ্গল সুযোগকে কাজে লাগাতে পেরেছে, আমরা সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারিনি। তবে পিছিয়ে পড়েও যেভাবে গোল করে লড়াইয়ের মানসিকতা দেখিয়েছে দল, তাতে আমি খুশি। রবি হাঁসদাও আজ ভালো খেলেছে। মাঠে নেমেই একটা অ্যাসিস্ট করেছে ফ্র্যাঙ্কাকে। এখন সবে শুরু, অনেক উন্নতি করার সুযোগ রয়েছে ’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।