বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Calcutta Football League: কলকাতা লিগে আটকে গেল ইস্টবেঙ্গল, মহামেডানের বিরুদ্ধে ম্যাচ ড্র লাল-হলুদের

Calcutta Football League: কলকাতা লিগে আটকে গেল ইস্টবেঙ্গল, মহামেডানের বিরুদ্ধে ম্যাচ ড্র লাল-হলুদের

দুরন্ত ইস্টবেঙ্গলকে আটকে দিল মহামেডান। (ছবি- IFA)

কলকাতা লিগের মিনি ডার্বি ড্র। দুরন্ত ইস্টবেঙ্গলকে আটকে দিল মহামেডান। আজ জিতলেই কার্যত লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল লাল-হলুদের শিবিরের কাছে। এখন অপেক্ষা করতে হবে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে ম্যাচ পর্যন্ত। 

কলকাতা লিগে অবশেষে জয়ের দৌড় থামল ইস্টবেঙ্গলের। শুক্রবার নৈহাটিতে সুপার সিক্সের ম্যাচে মহামেডানের মুখোমুখি হয়েছিল সায়ন-বিষ্ণুরা। নির্ধারিত সময়ের শেষে ফলাফল ছিল ২-২। এবছর কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়ার প্রবল দাবিদার বিনো জর্জের ছেলেরা। ইস্টবেঙ্গলের হয়ে এদিন জোড়া গোল করেন জেসিন টিকে। অন্যদিকে মহামেডানের হয়ে গোল করেন সামাদ এবং রবিনসন।

এদিন যদি ইস্টবেঙ্গল ম্যাচ জয় করতে পারত তবে এক প্রকার চ্যাম্পিয়ন হয়ে যেত তারা। তবে লাল-হলুদের সেই আশায় জল ঢেলে দিল মহামেডান। ১৫ ম্যাচ খেলে ইস্টবেঙ্গলের সংগ্রহ ৪১ পয়েন্ট। অন্যদিকে ১৪ ম্যাচ খেলে ডায়মন্ড হারবার এফসির সংগ্রহ ৩৬ পয়েন্ট। ফলে কে লিগ চ্যাম্পিয়ন হবে তার জন্য এখন তাকিয়ে থাকতে হবে ইস্টবেঙ্গল-ডায়মন্ড হারবার এফসি ম্যাচের দিকে। যদি সেই ম্যাচে সায়নরা জয় পায় তাহলে লিগ জয়ের একদম কাছে চলে যাবে ইস্টবেঙ্গল।

এদিন দু’দলই শুরু থেকে ছন্নছাড়া ফুটবল খেলতে শুরু করে। প্রথম গোলের দরজা খোলে মহামেডান। ২১ মিনিটে সাদা-কালো ব্রিগেডের হয়ে প্রথম গোলটি করেন সামাদ। জোসেফের বাড়ানো বল থেকে কোনও ভুল না করে গোল করে যান তিনি। এরপর লড়াইয়ে ফেরার চেষ্টা করতে থাকে বিনো জর্জের ছেলেরা। অবশেষে ৪০ মিনিটে বিষ্ণুর ক্রস থেকে গোল করে দলকে সমতায় ফেরান জেসিন টিকে। প্রথমার্ধে খেলা শেষ হয় ১-১ ব্যবধানে।

গত ম্যাচে সুরুচিকে ৫ গোল দেওয়া ইস্টবেঙ্গলের থেকে প্রত্যাশা অনেক বেশি ছিল সমর্থকদের। তাঁরা ভেবেছিলেন দ্বিতীয়ার্ধে খেলার রং বদলে দেবে বিষ্ণু-জেসিনরা। কিন্তু উল্টে ফের এগিয়ে যায় মহামেডান। ৫১ মিনিটে ইস্টবেঙ্গলের ডিফেন্ডারের ভুলের সুযোগ নিয়ে গোল করে যান রবিনসন। এরপর আক্রমণ-প্রতিআক্রমণে খেলা চলতে থাকে। ৭৬ মিনিটে ফের ইস্টবেঙ্গলের ত্রাতা হয়ে ওঠেন জেসিন। একক দক্ষতায় গোল করে ইস্টবেঙ্গলকে সমতায় ফেরান তিনি। তবে ইনজুরি টাইমে হীরা মণ্ডলের শট মহামেডানের গোলকিপার না সেভ করলে পুরো ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ত ইস্টবেঙ্গল। যদিও এখনও কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ফেভারিট ইস্টবেঙ্গলই। এখনও তাদের হাতে দুটি ম্যাচ রয়েছে। ২৫ সেপ্টেম্বর ডায়মন্ড হারবার এফসির মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। ২৯ সেপ্টেম্বর ভবানীপুরের বিরুদ্ধে ম্যাচ রয়েছে লাল-হলুদের।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ট্রোল হন খারাপ খেললেই, এই কাজের জন্য কেএল রাহুলকে অভিবাদন করতেই হবে! ‘নারীদের যথেষ্ট সম্মান…’ ধর্ষকদের সঙ্গে তুলনা দেখে কী বলছে অসুর সম্প্রদায়? ‘কোথায় রাত্তিরের সাথী? আমাকে বেঞ্চ নিয়ে মারতে এসেছিল’, বললেন নার্স পঞ্চমীতে ডাক্তাদের মহামিছিলে 'না' পুলিশের, অভিযোগ জলের গাড়ি আটকানোর দুর্দান্ত ওপেনিংয়ের পরেও হরিয়ানায় খেই হারাল কংগ্রেস! BJP-র কামব্যাকে মিমের বন্যা মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় কুকর্ম, ধাক্কা খেয়ে কড়া বার্তা সিপিএমের ‘‌সারারাত সরকারি বাস পরিষেবা চালু থাকবে’‌, দুর্গাপুজো উপলক্ষ্যে ঘোষণা মন্ত্রীর সুর নরম ক্রীড়া উপদেষ্টার, তবে কী বাংলাদেশেই শেষ টেস্ট শাকিবের? ভবানীপুর ৭৫ পল্লীর থিমে এবার জীবনানন্দ, ফুটে উঠছে ‘প্রেমিকা’ কলকাতা ‘ঢাক বাজাতে গিয়ে বুকের আঁচল যে খসে পড়ছে…’, শ্রাবন্তীর কাণ্ডে নেটপাড়ায় ছিঃ ছিঃ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.