বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > East Bengal poor form : টানা ৫ ম্যাচ হার ইস্টবেঙ্গলের, অজুহাত হাতড়ে যাচ্ছেন কুয়াদ্রাত

East Bengal poor form : টানা ৫ ম্যাচ হার ইস্টবেঙ্গলের, অজুহাত হাতড়ে যাচ্ছেন কুয়াদ্রাত

ইস্টবেঙ্গল এফসির কোচ কার্লস কুয়াদ্রাত। (ছবি-East Bengal FC)

টানা ৫ ম্যাচ হার ইস্টবেঙ্গল এফসির। ISL-এ গোয়ার বিরুদ্ধে ৩-২ ব্যবধানে হেরে হারের হ্যাট্রিক, সমর্থকদের গো ব্যাক স্লোগান কোচকে ঘিরে। তারপরেও ম্যাচ শেষে অজুহাত দিতে ভুললেন না কার্লস কুয়াদ্রাত।  

এবারও ISL-এ শুরুটা ভালো হল না ইস্টবেঙ্গলের জন্য। এখনও পর্যন্ত ৩ ম্যাচের ৩টিতেই পরাজিত হয়েছে তারা। সব মিলিয়ে টানা ৫ ম্যাচে জয়ের মুখ দেখেনি লাল-হলুদ শিবির। এরপরই কোচের উপর সমর্থকদের ক্ষোভ আছড়ে পড়েছে।  এবছর খাতায় কলমে যথেষ্ট শক্তিশালী দল তৈরি করেছিল ইস্টবেঙ্গল এফসি। একদিকে যেমন গত মরশুমের ISL-এর সর্বোচ্চ গোল স্কোরার দিমিত্রিস ডায়মান্টাকোসকে সই করানো হয়, তেমনই সবচেয়ে বেশি অ্যাসিস্ট করা মাদি তালালকেও নেওয়া হয়। অন্যদিকে ডেভিড, জিকশন, আনোয়ার আলির মতো তরুণ ভারতীয় ফুটবলারদেরও দলের সঙ্গে যুক্ত করে ইস্টবেঙ্গল। তবে ফলের দিক থেকে গত মরশুমের মতোই অবস্থা। শুক্রবার ম্যাচের শেষে তাই সমর্থকদের ‘গো-ব্যাক’ স্লোগান শুনতে হল কোচ কার্লস কুয়াদ্রাতকে।  

এবিষয়ে কুয়াদ্রাত কী বললেন ম্যাচ শেষে? তাঁর বক্তব্য, ‘ভবিষ্যতের জন্য দল তৈরি হচ্ছে।  সমর্থকদের অনেক আশা-প্রত্যাশা রয়েছে। ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে আবেগ রয়েছে, আশা করি একটি ম্যাচ জিতলে পরিস্থিতি পাল্টে যাবে। গত মরশুমে আমরা খারাপ জায়গায় থেকেও সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবছর অনেক লম্বা সূচি, আশা করি ভালো ফল করব। ISL সবে শুরু হয়েছে, সামনে AFC চ্যালেঞ্জ লিগ আছে। আমি বলব একটু ধৈর্য ধরুন’। হারের হ্যাট্রিকের পর কুয়াদ্রাতের এসব যুক্তিকে সমর্থকরা অজুহাত হিসেবেই দেখছেন। ইস্টবেঙ্গলের কোচকে দলের খেলোয়াড়দের ‘খারাপ ফর্ম’ নিয়েও বলতে শোনা যায়। তিনি জানান, ‘এখন আগামীতে ফোকাস করতে চাই। সামনে গুরুত্বপূর্ণ একাধিক ম্যাচ রয়েছে। ইতিমধ্যেই আমরা ২টি অ্যাওয়ে ম্যাচে এবং ২টি হোম ম্যাচে পরাজিত হয়েছি। পরবর্তী ম্যাচ থেকে ঘুরে দাঁড়াবে দল’।

প্রসঙ্গত, শুক্রবার যুবভারতীতে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এফসি এবং এফসি গোয়া। শুরুতেই ইস্টবেঙ্গলের রক্ষণভাগের খেলোয়াড়দের ভুলের সুযোগ তুলে এফসি গোয়াকে এগিয়ে দেন বোরহা। ম্যাচে গোয়ার হয়ে বাকি দু’টো গোল করে নিজের হ্যাট্রিক সম্পন্ন করেন এই প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলার। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন মাদি তালাল এবং ডেভিড। এর আগে বেঙ্গালুরুর বিরুদ্ধে ১-০ ব্যবধানে এবং কেরালার বিরুদ্ধে ২-১ ব্যবধানে পরাজিত হয় ইস্টবেঙ্গল এফসি। শুধু তাই নয়, এর আগে শিলং লাজং-এর বিরুদ্ধে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে পরাজিত হয় তারা। পাশাপাশি অলটিন অসিরের বিরুদ্ধেও AFC  চ্যাম্পিয়ন্স লিগ ২-এর কোয়ালিফাই রাউন্ডের ম্যাচে পরাজিত হয় ইস্টবেঙ্গল। এরপর ৫ অক্টোবর জামশেদপুর এফসির বিরুদ্ধে পরবর্তী খেলা রয়েছে মশাল বাহিনীর। এখন দেখার সেই ম্যাচে পরাজয়ের ধারাবাহিকতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারে কিনা কুয়াদ্রাতের ছেলেরা। 

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘আইস পিক দিয়ে বন্ধুর দাদাকে কুপিয়ে খুন করেছিল বাবা সিদ্দিকির অন্যতম হত্যাকারী’ আগামিকাল কেমন যাবে? ছুটির পরের সোমবারে সুখবর আসবে? জানুন ১৪ অক্টোবরের রাশিফল ব্রা না পরে একটি দিন উদযাপন! ‘নো ব্রা ডে’-র নেপথ্যে কী কারণ অনশনের চাপে বৈঠক ডাকলেন মুখ্য়সচিব, চিকিৎসক সংগঠনের কাছে গেল জোড়া চিঠি একরাশ বুদবুদের মাঝে মালতি! প্রিয়াঙ্কা কন্যার ছবি প্রকাশ্যে আসতেই ভাইয়াল ওটিটি নিয়ে মোহন ভগবতের সুরে সুর মেলালেন প্রহ্লাদ যোশী! কনটেন্টে আসবে বড় বদল? 'পিরিতি কাঁঠালের আঠা..', বহুরূপী-র গানে নাচলেন প্রীতি ও দর্শনা 'পুজো আসে পুজো যায়', দুর্গাপুজোর ছবি দিয়ে কী লিখলেন অপরাজিতা? ‘কোনও আন্দোলন অরাজনৈতিক হয় কি?’ ‘বিরক্ত’ শ্রীলেখাকে কী উত্তর দিলেন কিঞ্জল? পুজোর দিনেও কোন্দলে জড়াল তৃণমূল, উত্তপ্ত কুঁদঘাট, বিস্ফোরক কাউন্সিলর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.