খারাপ সময় কাটতেই চাইছে না ইস্টবেঙ্গলের। আইএসএলে কঠিন ম্যাচে পয়েন্ট বের করে সহজ ম্যাচেই হেরে বসছে লালহলুদ শিবির। এই যেমন মুম্বাই ম্যাচে বিপক্ষের ডেরা থেকে পয়েন্ট নিয়ে আসার পর ইস্টবেঙ্গল হেরে গেল নিজেদের ঘরের মাঠেই।
আইএসএলে শনিবার ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ছিল চেন্নাইয়িন এফসি। ম্যাচের আগে মনে হয়েছিল লালহলুদ ফুটবলাররা হয়তো লড়াইটা দেবে। কিন্তু কোথায় কি? হোম ম্যাচে ৩ গোলে হারের লজ্জা নিয়েই মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল।
চোট কাটিয়ে ওঠায় মাঠে শুরু থেকে রাখা হল সাউল ক্রেসপোকে, কিন্তু ফিট থাকলে তিনি যতটা ওয়ার্কলোড নিয়ে খেলেন, এদিন সেই খেলা খেলতে পারলেন না। হিজাজির অনুপস্থিতে রক্ষণও ছিল একদমই ভঙ্গুর। শুরুতেই তাই পিছিয়ে পড়ল ইস্টবেঙ্গল।
আরও পড়ুন-শততম টেস্টে ক্রিকেটকে বিদায়! শেষ ইনিংসে করুণারত্নে করলেন ১৪, দুই ইনিংস মিলিয়ে ৫০
চেন্নাইয়ের প্রথম গোলটি আসে ইস্টবেঙ্গল ডিফেন্ডার নিশু কুমারের গায়ে লেগে, বল ক্লিট করতে গিয়ে তিনি গোলে ঢুকিয়ে দেন। ২১ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পেয়ে যায় আওয়ে ম্যাচ খেলতে আসা চেন্নাইয়িন। এবার লালহলুদের ডিফেন্সকে দাঁড় করিয়ে কার্যত গোল করে যান জর্ডন গিল।
২ গোলে পিছিয়ে পড়েও ইস্টবেঙ্গল সুবর্ণ সুযোগ পেয়েছিল। সাউল ক্রেসপো ওয়ান টু ওয়ান মিস করলেন। রিচার্ড সেলিসও সহজ গোল করতে পারলেন না, সিটার মিস করলেন।
শেষদিকে আবারো লালহলুদ দেখলো লালকার্ড। জাতীয় দলের ফুটবলার হওয়া সত্ত্বেও টেম্পারমেন্ট ধরে রাখার ক্ষমতা যে নেই, সেটাই বোঝালেন লালচুননুঙ্গা। অযথা প্রতিপক্ষ ফুটবলারকে ধাক্কা মারে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন।
চেন্নাইয়ের দলটির হয়ে শেষ গোলটি করে গেলেন একসময় ইস্টবেঙ্গলের বাতিল বিদেশী চিমা। রক্ষণের ফুটবলারদের মিস পাসে বল চলে আসে চিমার পায়ে, বেশ খানিকটা বল নিয়ে দৌড়ে তিনি সুন্দর প্লেসিংয়ে গোল করে যান।
আরও পড়ুন-আয়ুবের চোট, ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনার কে? রিজওয়ান বলছেন, ‘কিং কর লেগা’,
ম্যাচ শেষে ব্রুজো বললেন, ' আজ আমরা হতাশাজনক ফুটবল খেলেছি। আমাদের বামপ্রান্ত একদম কাজ করেনি, ওরা অনেক অ্যাটাক করেছে। দলের অনেকেই আজ খারাপ পারফরমেন্স করেছে। সাউলদের এতক্ষন মাঠে রাখা উচিত হয়নি, চোট সরিয়ে ফেরায় ওরা শারীরিক প্রতিকূলতার মুখোমুখি হচ্ছিল। এই হার সত্যি ভাবিয়ে তুলছে আমায়। এখন আমাদের এএফসি চ্যালেঞ্জ লিগ নিয়ে ভাবতে হবে, ওটাই আমাদের প্রধান লক্ষ্য'।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।