ভেনিজুয়েলার জাতীয় দলের ফুটবলার রিচার্ড সেলিসকে সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল ক্লাব। এই বিদেশি তারকা লালহলুদে যোগ দিলেন মিডফিল্ডার মাদিহ তালালের পরিবর্তে। এমনিতে ভেনিজুয়েলার এই ফুটবলার উইঙ্গার হলেও খেলে থাকেন স্ট্রাইকার হিসেবেও। ২৮ বছর বয়সী এই ফুটবলারকেই ডার্বি আগে দলে নিয়ে ফেলল লালহলুদ শিবির।
আরও পড়ুন-BGTতে ব্যর্থ হলেও এখনই অবসর নয় বিরাটের! তবে টেস্ট দলে ঢুকতে দিতে হবে লাল বলে পরীক্ষা!
চলতি মরশুমের শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন নেইমারের বিরুদ্ধে খেলা এই ফুটবলার। ভেনিজুয়েলার জাতীয় দলের নিয়মিত সদস্য হওয়ার পাশাপাশি এই অ্যাটাকার খেলেছেন ইউরোপের একাধিক ক্লাবে। এবারের উইন্টার উইন্ডোর প্রথম সই হিসেবে ইস্টবেঙ্গল দল জালে তুলল এই ফুটবলারকে।
আরও পড়ুন- ISL - ১১তারিখ ডার্বি হচ্ছে না কলকাতায়! সরতে পারে ভুবনেশ্বরে! FSDLর দিকেই তাকিয়ে মোহনবাগান
মাদিহ তালাল এসিএলে চোটের জন্য গোটা মরশুম থেকেই ছিটকে গেছিলেন। এরপর থেকেই খোঁজ চলছিল নতুন বিদেশির। সাউল ক্রেসপোরও চোট রয়েছে। অ্যাটাকিং এবং মিডফিল্ডে একজন ভালো ফুটবলার খুঁজছিলেন অস্কার ব্রুজো। কারণ মাঝমাঠে বিদেশিহীন হয়েই ইস্টবেঙ্গল শেষ কয়েক ম্যাচে নেমেছে। সেই কারণেই উইংয়ে খেলা এই ফুটবলারকে দলে নিয়ে নিল ইস্টবেঙ্গল।
আরও পড়ুন-‘আরও গোল করতে পারতাম’, ৩ গোলে জিতেও বলছেন মোলিনা! লিস্টনের ভাবনায় এখন শুধুই ডার্বি
ভেনিজুয়েলার ক্লাব অ্যাকাদেমিয়া পুয়ের্তো ক্যাবেয়াতে শেষ খেলেছেন এই স্ট্রাইকার। অক্টোবরের পর থেকে ফ্রি প্লেয়ার ছিলেন। তাই কোনও ট্রান্সফার ফি ছাড়াই ফিফার দ্বিতীয় ট্রান্সফার উইন্ডোতে তাঁকে সই করালো ইস্টবেঙ্গল। বয়সে অল্প ফুটবলারই চেয়েছিলেন অস্কার ব্রুজো, যাতে ক্লেইটন, হেক্টরদের মতো সমস্যা না হয়। সেই জন্যই ২৮ বছরের এই ফুটবলারকে সই করিয়ে নিল তাঁরা।
আরও পড়ুন-পিঠে খিঁচ মনে হচ্ছে না! বুমরাহর চোট নিয়ে ভারতীয় শিবিরের অন্দরের খবরে অবিশ্বাস পন্টিংয়ের
ভেনিজুয়েলার এই ফুটবলার ক্লাব এবং দেশের জার্সিতে ২৫০র বেশি ম্যাচ খেলেছেন। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে খেলার পাশাপাশি কোপা আমেরিকাতেও জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে খেলেছেন তিনি। উরুগুয়ের লুইস সুয়ারেজ, ব্রাজিলের নেইমারদের বিরুদ্ধেও খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তা দেখেই ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো বলছেন, ‘সামনে পরপর গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। সেখানে রিচার্ডের অভিজ্ঞতা আমাদের কাজে লাগাবে। আমাদের দলের শক্তি বাড়ল ও দলে যোগ দেওয়ায়’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।