আইএসএলে ইস্টবেঙ্গল খেলছে শেষ প্রায় কয়েক বছর ধরেই। অথচ আইএসএলের দলগুলোর নামগুলোই নাকি ঠিকঠাক জানেন না লালহলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার, এমনই অভিযোগ উঠল। কাল অর্থাৎ বুধবার রাতে যুবভারতীতে এএফসি চ্যালেঞ্জ কাপে ইস্টবেঙ্গলের ম্যাচ ছিল আর্কাদাগের বিরুদ্ধে, যেখানে দিমি প্রচুর গোলের সুযোগ মিস করেন, ইস্টবেঙ্গলও ১ গোলে হেরে যায়।
আরও পড়ুন-Champions Trophy, Ind vs Aus Live- দুরন্ত কোহলি! অজিদের হারিয়ে ফাইনালে ভারত
পরের ম্যাচে ইস্টবেঙ্গলের কাজ কঠিন, কারণ তাঁদের অ্যাওয়ে ম্যাচে গিয়ে এবার জিততে হবে, আর গোল পার্থক্য যদি বাড়িয়ে নেওয়া যায় তাহলে খুবই ভালো। ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ই বিতর্ক বাড়ালেন ইস্টবেঙ্গলের কর্তা দেবব্রত সরকার। তাঁকে বলতে শোনা গেল, লাজংয়ের সঙ্গে ইস্টবেঙ্গলের খেলা রয়েছে এরপর। আসলে লাজং এফসি আইএসএলে খেলে না, একটা সময় ইস্টবেঙ্গলের সঙ্গে আইলিগে খেলতো। নর্থইস্ট ইউনাইটেডের কথা বলতে গিয়ে বারবার তিনি লাজং এফসি বলে গেলেন, যা শুনে তেলে বেগুনে জ্বলে উঠেছেন লালহলুদ সমর্থকরা।
দেবব্রত সরকারকে বলতে শোনা যায়, ‘ দিমির মতো ফুটবলারকে দলে নেওয়া হয়েছে, যে গতবারের সেরা স্ট্রাইকার ছিল। সমর্থকরা তাঁকে পাওয়ার জন্য পাগল ছিল কার্যত। কিন্ত এত ভালো প্লেয়ার নিয়েও যদি ক্লিক না করে তাহলে আমরাই বা কি করতে পারি? ক্লান্তি একটা কারণ হতেই পারে, ২দিন আগেই আমরা একটা ম্যাচ খেলেছি। কতগুলো সুযোগ আজকে তৈরি করেছি সবাই দেখেছে, কিন্তু প্রচুর মিসও করেছি। ওরা খুব বুদ্ধিদিপ্ত ফুটবল খেলে ম্যাচটা বের করে নিয়ে চলে গেল।’ এর পরই আসে নীতু সরকারের সেই মন্তব্য। একাধিকবার তিনি নর্থইস্ট ইউনাইটেডকে লাজং এফসি বলেন।
দেবব্রত সরকারকে বলতে শোনা যায়, ‘কোচ তো খুব পজিটিভ, তাই লাজং ম্যাচে (হবে নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচ) যদি বেশ কয়েকজন ফুটবলারদজের রেস্ট দিতে পারে, তাহলে আমরা আশা রাখতেই পারি।’ এরপর ফের দেবব্রত সরকার বলেন, ‘কোচ চাইছেন লাজং ম্যাচে কাউকে কাউকে যদি বিশ্রাম দেওয়া যায়’। এরপর তিনি জানান, সমর্থকদের মতো তিনিও ক্লাবকে ভালোবাসেন। তাঁরও কান্না পাচ্ছে সমর্থকদের মতোই দলের এমন হারে। নিজের দল আইএসএলে খেলছে এতদিন, অথচ কাদের সঙ্গে ম্যাচ, সেই দলের নামই কিনা জানেন না দেবব্রত সরকার, এই প্রশ্ন তুলছে সমর্থকদের একাংশ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।