বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > EB vs MCFC, ISL 2022-23: ঘরের মাঠের অভিশাপ কাটল না লাল-হলুদের, জিতে লিগ তালিকার শীর্ষে মুম্বই
অপরাজিত থাকার রেকর্ড অক্ষুন্ন রাখল মুম্বই সিটি এফসি।

EB vs MCFC, ISL 2022-23: ঘরের মাঠের অভিশাপ কাটল না লাল-হলুদের, জিতে লিগ তালিকার শীর্ষে মুম্বই

আইএসএলে আরও একবার মুম্বই সিটি এফসি-র কাছে হারল ইস্টবেঙ্গল এফসি। এই নিয়ে পাঁচ বারের সাক্ষাতে তারা চার বারই মুম্বইয়ের কাছে হারল। এক বার ম্যাচ ড্র হয়েছে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুন্ন রাখার পাশাপাশি এই মরশুমে আইএসএলেও অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখল মুম্বই।

মুম্বই সিটি এফসি আইএসএলে অপরাজিত থেকে গেল। ১০ ম্যাচ খেলে তারা ৭টিতে জিতেছে। ৩টি ম্যাচ ড্র করেছে। কোনও ম্যাচ তারা হারেনি। ২৪ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার শীর্ষে পৌঁছে গেল মুম্বই। ইস্টবেঙ্গল আবার ১০ ম্যাচ খেলে ৭টিতেই হেরে বসে থাকল। মাত্র ৩টিতে জিতেছে তারা। ৯ পয়েন্ট নিয়ে তারা লিগ তালিকার ৮ নম্বরে থাকলেও, মারাত্মক চাপে গেল ইস্টবেঙ্গল। প্রসঙ্গত, যুবভারতী ক্রীড়াঙ্গনে পাঁচটি ম্যাচের মধ্যে পাঁচটিতেই হেরে বসে থাকল ইস্টবেঙ্গল।

16 Dec 2022, 09:35:08 PM IST

৩-০ জিতল মুম্বই

খেলা শেষের বাঁশি বাজার সঙ্গে সঙ্গে মুম্বই সিটি এফসি ৩-০ জয় ছিনিয়ে নিল। সেই সঙ্গে এই বছরের আইএসএলে নিজেদের অপরাজিত থাকার রেকর্ডও তারা অক্ষুন্ন রাখল। ঘরের মাঠে এই বছর একটি ম্যাচও জিততে পারল না লাল-হলুদ। যুবভারতী যেন তাদের কাছে অভিশাপ হয়ে উঠেছে।

16 Dec 2022, 09:28:25 PM IST

পেনাল্টি মিস গুরকিরাতের

৮৮ মিনিটে- জেরি লালরিনজুয়ালা পেনাল্টি বক্সের ভিতর ফাউল করে বসেন মুম্বইয়ের প্লেয়ারকে। স্বাভাবিক ভাবেই পেনাল্টি পায় মুম্বই। তবে পেনাল্টি থেকে শট নিয়ে গিয়ে গুরকিরাত সিং বারের উপর দিয়ে মাঠের বাইরে বল পাঠান। গুরকিরাত পেনাল্টি মিস না করলে ইস্টবেঙ্গলের লজ্জা আরও একটু বাড়ত।

16 Dec 2022, 09:08:32 PM IST

লাল-হলুদের হার যেন সময়ের অপেক্ষা

৭৫ মিনিট- ইস্টবেঙ্গল দলের মধ্যে যেন কোনও বোঝাপড়া নেই। রক্ষণের বেহাল দশা। মাঝমাঠ বলে কিছু নেই। আক্রমণের অবস্থাও তথৈবচ। লাল-হলুদের হার যেন সময়ের অপেক্ষা। ঘরের মাঠে ফের তারা মুখ থুবড়ে পড়ল।

16 Dec 2022, 08:53:15 PM IST

গোওওওওওলললললল- ৩-০ করল মুম্বই

৫৯ মিনিট: তাসের ঘরের মতোই ভেঙে পড়েছে ইস্টবেঙ্গলের ডিফেন্স। একের পর এক গোল করে চলেছে তারা। এ বার আপুইয়া নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-০ এগিয়ে দিলেন। দিয়াজের পাস থেকে সহজ গোল করে দলকে এগিয়ে দেন আপুইয়া।

16 Dec 2022, 08:49:19 PM IST

গোওওওওওললললল- ২-০ করল মুম্বই

৫০ মিনিট- ইস্টবেঙ্গল যা খেলছে, তাতে তাদের কোনও আক্রমণ নেই। এক তরফা আক্রমণ করে চলেছে মুম্বই। আর লাল-হলুদের রক্ষণ যেন ল্যাজেগোবরে হচ্ছে। আর জঘন্য ইস্টবেঙ্গলের পারফরম্যান্স হওয়ায় ইস্টবেঙ্গল আরও একটি গোল খেয়ে গেল। গ্রেগ স্টুয়ার্ড নিজের ছন্দে ২-০ করে গেলেন। কমলজিৎ বলটি বাঁচাতে পারতেন, কিন্তু তাঁর ভুলেই দ্বিতীয় গোল হয়।

16 Dec 2022, 08:34:46 PM IST

দ্বিতীয়ার্ধের খেলা শুরু

দ্বিতীয়ার্ধের খেলা শুরু। ইস্টবেঙ্গল কি সমতা ফেরাতে পারবে? লাল-হলুদ ব্রিগেড যা খেলছে, তাতে তিন পয়েন্ট হাতছাড়া হওয়ার সম্ভাবনা থাকছেই।

16 Dec 2022, 08:20:17 PM IST

বিরতিতে ১-০ এগিয়ে মুম্বই

খারাপ রক্ষণের সুযোগ নিয়ে মুম্বই বিরতির আগেই ১-০ এগিয়ে গিয়েছে। ইস্টবেঙ্গলের খেলায় কোনও রকম গোলশোধের প্রচেষ্টা দেখা যায়নি। রক্ষণের দশা তো জঘন্য। সব মিলিয়ে বিরতির আগে খারাপ পারফরম্যান্স লাল-হলুদের।

16 Dec 2022, 08:18:09 PM IST

২ মিনিট অতিরিক্ত সময়

প্রথমার্ধের নির্দিষ্ট ৪৫ মিনিটের খেলা শেষ। ইস্টবেঙ্গল এখনও সমতা ফেরানোর জায়গাতেই পৌঁছায়নি।

16 Dec 2022, 08:18:09 PM IST

ইস্টবেঙ্গলের রক্ষণ যেন ছন্নছাড়া

৩৫ মিনিট- ম্যাচের ৩৫ মিনিট হয়ে গেল, ইস্টবেঙ্গলের খেলার কোনও উন্নতি নেই। রক্ষণ দেখে তো পাড়ার দল মনে হচ্ছে। জঘন্য খেলছে ইস্টবেঙ্গল। গোলশোধ করা তো দূরের কথা, লাল-হলুদ সমর্থকেরা আশঙ্কায়, আর কতগুলো গোল খেয়ে যাবে তাদের প্রিয় দল।

16 Dec 2022, 08:01:45 PM IST

গোওওওওওললললল- ১-০ করল মুম্বই

২৬ মিনিট: লালেঙ্গমাউইয়ার বা যিনি আপুইয়া নামে বেশি পরিচিত, তাঁর গোলে এগিয়ে গেল মুম্বইয়। তবে গোলটি পুরো তৈরি করে দিয়েছিলেন গ্রেগ স্টুয়ার্ট। আপুইয়া গোল করা ছাড়া কোনও বিকল্পই ছিল না। ইস্টবেঙ্গলের যা রক্ষণের হাল, তাতে আরও গোল খেয়ে গেলে অবাক হওয়ার কিছু নেই। জঘন্য রক্ষণ লাল-হলুদের।

16 Dec 2022, 07:49:07 PM IST

মুম্বইয়ের হাতেই খেলার রাশ

১০ মিনিট- খেলার রাশ রয়েছে মুম্বই সিটি এফসি-র হাতে। ইস্টবেঙ্গল হাতে গোনা এক-আধ বার আক্রমণে উঠেছে। তবে মুম্বই অনেক বেশি চাপে রাখছে লাল-হলুদকে। পারবে আজকে ইস্টবেঙ্গল ঘরের মাঠে ম্যাচ জিতে অভিশাপ কাটাতে। এই মরশুমে আইএসএলে এখনও পর্যন্ত ঘরের মাঠে ম্যাচ জেতেনি ইস্টবেঙ্গল।

16 Dec 2022, 07:37:22 PM IST

খেলা শুরু

ইস্টবেঙ্গল-মুম্বইয়ের ম্যাচ শুরু। যুবভারতীতে লড়াই নিঃসন্দেহে কঠিন হবে।

16 Dec 2022, 07:00:05 PM IST

আইএসএলে দুই দলের অবস্থান

মুম্বই সিটি এফসি এখনও আইএসএলে অপরাজিত রয়েছে। ৯ ম্যাচ খেলে তারা ৬টিতে জিতেছে। ৩টি ম্যাচ ড্র করেছে। কোনও ম্যাচ তারা হারেনি। ২১ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার দুইয়ে রয়েছে মুম্বই। ইস্টবেঙ্গলকে হারালেই তারা শীর্ষে উঠে আসবে> ইস্টবেঙ্গল আবার ৯ ম্যাচ খেলে মাত্র ৩টিতে জিতেছে। ৬টি ম্যাচ হেরেছে। ৯ পয়েন্ট নিয়ে রয়েছে লিগ তালিকার ৮ নম্বরে।

16 Dec 2022, 07:00:05 PM IST

ডুরান্ডে মুম্বইয়ের বিরুদ্ধে জয়টাই তাতাচ্ছে লাল-হলুদকে

আইএসএলে না হারাতে পারলেও, ডুরান্ড কাপের কিন্তু মুম্বইয়ে বিরুদ্ধে সাফল্য পেয়েছে ইস্টবেঙ্গল। এই বছরের ডুরান্ড কাপের গ্রুপ লিগের ম্যাচে লাল-হলুদ বাহিনী ৪-৩-এ হারিয়েছিল মুম্বই সিটি এফসি-কে। ক্লেটন সিলভা এবং সুমিত পাসি দু'টি করে গোল করেছিলেন। যদিও সেই ফলকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না লাল-হলুদ কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। তাঁর দাবি, ‘ওটা ছিল দুই দলেরই প্রস্তুতির সময়। কোনও দলই তাদের আসল মেজাজে ছিল না। তাই ওই ফলকে না ধরাই ভালো।’

16 Dec 2022, 07:00:05 PM IST

আইএসএলে মুম্বইকে কখনও হারাতে পারেনি ইস্টবেঙ্গল

একবারও মুম্বইকে হারাতে পারেনি লাল-হলুদ বাহিনী। যেমনটা তারা একটি মোহনবাগানকে পারেনি। লাল-হলুদ বাহিনী শুধু যে মুম্বইকে হারাতে পারেনি, তা কিন্তু নয়। তারা আইএসএলে মুম্বইয়ের বিরুদ্ধে একটি গোলও করতে পারেনি। চার বারের সাক্ষাতে তিন বার জিতেছে মুম্বই সিটি এফসি। বাকি একটি ম্যাচ ড্র হয়েছে। দুই দলের এই চার বারের দেখা হওয়ায় মাত্র পাঁচটি গোল হয়েছে এবং পাঁচটি গোলই দিয়েছে মুম্বই।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

তাপপ্রবাহের মাঝে বৃষ্টির সুখবর! সোমে খেলা ঘুরিয়ে বর্ষণের সম্ভাবনা কোথায় কোথায়? এবার লোকাল ট্রেন থেকেও বেরল ধোঁয়া, আতঙ্কিত যাত্রীরা, তুলকালাম কাণ্ড ব্যান্ডেলে কোলে ৩ বছরের কেশব! মা হতে চলেছেন মধুবনী, লিখলেন ‘Pregnant’, সঙ্গে ইভিল আই ইমোজি মাত্র ১৩ বলেই ইতিহাস, IPL-এ এমন এক রেকর্ড গড়লেন ধোনি, যা কল্পনাও করা যায় না কোন রহস্যের সমাধান করবেন ‘ফেলুবক্সী’ সোহম, প্রকাশ্যে ছবির প্রথম ঝলক অস্কার পেলেও ‘জয় হো’ কম্পোজ করেননি রহমান! কোন সত্য ফাঁস করলেন রাম গোপাল? আইপিএলে ব্রাত্য হয়ে এবার পূজারার পথে কাউন্টিতে নাম লেখালেন ভারতীয় পেসার ভাঙড়ে শওকত মোলার নামে পড়ল পোস্টার, উঠল তৃণমূল বিধায়ককে গ্রেফতারের দাবি পিছল মেট্রো ইন দিনোর মুক্তির দিন, সেপ্টেম্বর নয়, কবে আসছে আদিত্য-সারার ছবি? আপাতত হচ্ছে না বহু প্রতীক্ষিত মোদী-মাস্ক বৈঠক, সফর পিছিয়ে দিলেন টেসলা প্রধান

Latest IPL News

মাত্র ১৩ বলেই ইতিহাস, IPL-এ এমন এক রেকর্ড গড়লেন ধোনি, যা কল্পনাও করা যায় না আইপিএলে ব্রাত্য হয়ে এবার পূজারার পথে কাউন্টিতে নাম লেখালেন ভারতীয় পেসার শ্রবণশক্তি হারাতে পারেন! ধোনি মাঠে নামতেই ডি'ককের স্ত্রীর ঘড়িতে নয়েজ অ্যালার্ট ধোনি ব্যাট করতে এলেই বোলাররা ভয় পেয়ে যায়, অকপট রাহুল কেন ভারতের সেরা ফিল্ডার, বোঝালেন আরও একবার,KL-কে ফেরাতে অবিশ্বাস্য ক্যাচ জাদেজার জয়ের চেষ্টায় মরিয়া হয়ে নিয়ম ভেঙেছে ২ দল, লোকেশ ও রুতুরাজকে উচিত শিক্ষা দিল BCCI IPL-এ ইতিহাস মহেন্দ্র সিং ধোনির, বিশ্বের প্রথম উইকেটকিপার হিসেবে গড়লেন এই নজির দিনের শেষে জিততে ভালো লাগে, মনে হয় সব সিদ্ধান্ত সঠিক নিয়েছি- কেএল রাহুল RCB-র আড্ডার মাঝে হঠাৎ কেন দীনেশ কার্তিকের স্ত্রীর কথা তুললেন বিরাট কোহলি? ওদের সঙ্গে আবার দেখা হবে- হেরেই ঘরের মাঠে বদলা নেওয়ার হুমকি দিলেন রুতুরাজ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.