বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > EBFC v OFC: দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াল ওডিশা, ২-৪ গোলে পরাজিত হল ইস্টবেঙ্গল
নন্দার গোলে ৪-২ করল ওডিশা এফসি

EBFC v OFC: দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াল ওডিশা, ২-৪ গোলে পরাজিত হল ইস্টবেঙ্গল

ম্যাচের প্রথমার্ধে ইস্টবেঙ্গল এগিয়ে থাকলেও, দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের রঙ বদলে দিয়েছেন ওডিশার পেড্রো মার্টিন। মাত্র তিন মিনিটে ২টি গোল করে সমতায় ফেরে ওডিশা। এবার ম্যাচের রাশ ধরে রাখার চেষ্টা করছে তারা। ম্যাচের ৬৫ মিনিটে ধনচন্দ্রর ক্রস থেকে দুর্দান্ত হেড থেকে গোল করে ওডিশাকে এগিয়ে দিলেন জেরি। দ্বিতীয়ার্ধে দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় ওডিশা। ম্যাচের ৭৬ মিনিটে নন্দার গোলে ব্যবধান বাড়াল ওডিশা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের রঙ বদলে দিয়েছেন ওডিশার পেড্রো মার্টিন। মাত্র তিন মিনিটে ২টি গোল করে সমতায় ফেরে ওডিশা।

18 Nov 2022, 09:28:05 PM IST

খেলা শেষ….

শেষ পর্যন্ত ৪-২ গোলে জিতল ওডিশা এফসি। প্রথমার্ধে ইস্টবেঙ্গল ২-০ এগিয়ে থাকলেও, দ্বিতীয়ার্ধে ৪ গোল করে ম্যাচে ৪-২ গোলে জেতে  

18 Nov 2022, 09:08:58 PM IST

আবার গোল করল ওডিশা

৪-২ গোলে এগিয়ে গেল ওডিশা এফসি। দ্বিতীয়ার্ধে দারুণ ভাবে ঘুরে দাঁড়াল ওডিশা। ম্যাচের ৭৬ মিনিটে নন্দার গোলে ব্যবধান বাড়াল 

18 Nov 2022, 08:58:08 PM IST

গোল…. এগিয়ে গেল ওডিশা

ম্যাচের ৬৫ মিনিটে ধনচন্দ্রর ক্রস থেকে দুর্দান্ত হেড থেকে গোল করে ওডিশাকে এগিয়ে দিলেন জেরি।

18 Nov 2022, 08:55:17 PM IST

৬৫ মিনিট- ইস্টবেঙ্গল-২, ওডিশা-২

ম্যাচের প্রথমার্ধে ইস্টবেঙ্গল এগিয়ে থাকলেও, দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের রঙ বদলে দিয়েছেন ওডিশার পেড্রো মার্টিন। মাত্র তিন মিনিটে ২টি গোল করে সমতায় ফেরে ওডিশা। এবার ম্যাচের রাশ ধরে রাখার চেষ্টা করছে তারা।  

18 Nov 2022, 08:40:50 PM IST

আবার গোল…

ম্যাচের ৪৮ মিনিটে দ্বিতীয় গোল করে সমতায় ফেরান পেড্রো মার্টিন।

18 Nov 2022, 08:38:25 PM IST

গোলললল…

দ্বিতীয়ার্ধের শুরুতেই পেড্রোর গোলে ব্যবধান কমাল ওডিশা এফসি

18 Nov 2022, 08:21:13 PM IST

প্রথমার্ধের খেলা শেষ

সুহের অ্যাসিস্ট থেকে দুটো গোল করে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। প্রথমে হাওকিপ এবং পরে নওরেমের গোলে ব্যবধান বাড়ায় লাল হলুদ ব্রিগেড।

18 Nov 2022, 08:07:08 PM IST

গোল…..

আবার সুহেরের আক্রমণ, এবার নওরেম মহেশের গোলে ব্যবধান দ্বিগুন করে ইস্টবেঙ্গল। ম্যাচের ৩৪ মিনিটে ২-০ করে ফেলে লাল হলু ব্রিগেড।

18 Nov 2022, 07:54:20 PM IST

গোল…..

ম্যাচের ২২ মিনিটে দোহাটির বল সঙ্গে সুহেরের দৌড় এবং সেখান থেকে হাওকিপকে পাশ দেন। এরপরে হাওকিপ গোল করে দলকে এগিয়ে দেন।

18 Nov 2022, 07:43:34 PM IST

১১ মিনিট: ইস্টবেঙ্গল-০, ওডিশা এফসি-০

এখনও পর্যন্ত লাল হলুদ ব্রিগেড বারবার আক্রমণ করছে। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি ইস্টবেঙ্গল। ঘরের মাঠে শুরু থেকে ইস্টবেঙ্গলকে আক্রমণাত্মক দেখাচ্ছে।

18 Nov 2022, 07:36:12 PM IST

৪ মিনিট ইস্টবেঙ্গলের আক্রমণ

হাওকিপের হেডটা অন টার্গেট না হওয়ার জন্য গোল মিস। ম্যাচের শুরুতেই সুযোগ হাতছাড়া করল লাল হলুদ ব্রিগেড।

18 Nov 2022, 07:10:56 PM IST

দেখে নিন ইস্টবেঙ্গলের একাদশ

ওডিশা এফসি-র বিরুদ্ধে গত দু’মরশুমে কী করেছে লাল-হলুদ বাহিনী, তা নিয়ে এখন কোনও মাথাব্যাথা নেই ইস্টবেঙ্গল এফসি-র হেড কোচ স্টিফেন কনস্টান্টাইন-এর।

বন্ধ করুন