দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের রঙ বদলে দিয়েছেন ওডিশার পেড্রো মার্টিন। মাত্র তিন মিনিটে ২টি গোল করে সমতায় ফেরে ওডিশা।
খেলা শেষ….
শেষ পর্যন্ত ৪-২ গোলে জিতল ওডিশা এফসি। প্রথমার্ধে ইস্টবেঙ্গল ২-০ এগিয়ে থাকলেও, দ্বিতীয়ার্ধে ৪ গোল করে ম্যাচে ৪-২ গোলে জেতে
আবার গোল করল ওডিশা
৪-২ গোলে এগিয়ে গেল ওডিশা এফসি। দ্বিতীয়ার্ধে দারুণ ভাবে ঘুরে দাঁড়াল ওডিশা। ম্যাচের ৭৬ মিনিটে নন্দার গোলে ব্যবধান বাড়াল
গোল…. এগিয়ে গেল ওডিশা
ম্যাচের ৬৫ মিনিটে ধনচন্দ্রর ক্রস থেকে দুর্দান্ত হেড থেকে গোল করে ওডিশাকে এগিয়ে দিলেন জেরি।
৬৫ মিনিট- ইস্টবেঙ্গল-২, ওডিশা-২
ম্যাচের প্রথমার্ধে ইস্টবেঙ্গল এগিয়ে থাকলেও, দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের রঙ বদলে দিয়েছেন ওডিশার পেড্রো মার্টিন। মাত্র তিন মিনিটে ২টি গোল করে সমতায় ফেরে ওডিশা। এবার ম্যাচের রাশ ধরে রাখার চেষ্টা করছে তারা।
আবার গোল…
ম্যাচের ৪৮ মিনিটে দ্বিতীয় গোল করে সমতায় ফেরান পেড্রো মার্টিন।
গোলললল…
দ্বিতীয়ার্ধের শুরুতেই পেড্রোর গোলে ব্যবধান কমাল ওডিশা এফসি
প্রথমার্ধের খেলা শেষ
সুহের অ্যাসিস্ট থেকে দুটো গোল করে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। প্রথমে হাওকিপ এবং পরে নওরেমের গোলে ব্যবধান বাড়ায় লাল হলুদ ব্রিগেড।
গোল…..
আবার সুহেরের আক্রমণ, এবার নওরেম মহেশের গোলে ব্যবধান দ্বিগুন করে ইস্টবেঙ্গল। ম্যাচের ৩৪ মিনিটে ২-০ করে ফেলে লাল হলু ব্রিগেড।
গোল…..
ম্যাচের ২২ মিনিটে দোহাটির বল সঙ্গে সুহেরের দৌড় এবং সেখান থেকে হাওকিপকে পাশ দেন। এরপরে হাওকিপ গোল করে দলকে এগিয়ে দেন।
১১ মিনিট: ইস্টবেঙ্গল-০, ওডিশা এফসি-০
এখনও পর্যন্ত লাল হলুদ ব্রিগেড বারবার আক্রমণ করছে। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি ইস্টবেঙ্গল। ঘরের মাঠে শুরু থেকে ইস্টবেঙ্গলকে আক্রমণাত্মক দেখাচ্ছে।
৪ মিনিট ইস্টবেঙ্গলের আক্রমণ
হাওকিপের হেডটা অন টার্গেট না হওয়ার জন্য গোল মিস। ম্যাচের শুরুতেই সুযোগ হাতছাড়া করল লাল হলুদ ব্রিগেড।
দেখে নিন ইস্টবেঙ্গলের একাদশ
ওডিশা এফসি-র বিরুদ্ধে গত দু’মরশুমে কী করেছে লাল-হলুদ বাহিনী, তা নিয়ে এখন কোনও মাথাব্যাথা নেই ইস্টবেঙ্গল এফসি-র হেড কোচ স্টিফেন কনস্টান্টাইন-এর।