চলতি আইএসএলে দ্বিতীয় জয় পেল ইস্টবেঙ্গল। শুক্রবার অ্যাওয়ে ম্যাচে সুনীল ছেত্রী, রয় কৃষ্ণের বেঙ্গালুরু এফসি-কে ১-০ হারাল লাল-হলুদ ব্রিগেড। কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরুর বিরুদ্ধে এই জয় নিঃসন্দেহে বড় অক্সিজেন। একমাত্র গোল ক্লেটন সিলভার, যিনি আগে বেঙ্গালুরুতেই খেলতেন। জয়ের ফলে অষ্টম স্থানে উঠে এল ইস্টবেঙ্গল। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ৬।
জয়ে ফিরল ইস্টবেঙ্গল
বেঙ্গালুরুর মাঠে তাদের বিরুদ্ধে তিন পয়েন্ট ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল। নিঃসন্দেহে এটা বড় প্রাপ্তি লাল-হলুদের। জয়ে ফিরে স্বস্তি পেল লাল-হলুদ। তবে বেঙ্গালুরুর গোল না করতে পারার রোগের কারণেই কিন্তু শেষ হাসি হাসল স্টিফেন কনস্ট্যান্টাইনের দল। তারা যে খুব ভালো খেলছে, এমনটা বলা যাবে না। নওরেম এবং ক্লিটনের যুগলবন্দিতে গোলটা পেয়ে গিয়েছিল লাল-হলুদ, যার জেরে তারা তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল। তবে এই জয়ে আত্মবিশ্বাস বাড়বে ইস্টবেঙ্গলের।
৬ মিনিট ইনজুরি টাইম
সত্যিই কি ৬ মিনিট ইনজুরি টাইম দেওয়াটা সঠিক সিদ্ধান্ত? সে ভাবে দ্বিতীয়ার্ধে বড় কিছুই ঘটেনি। তাতেও ৬ মিনিট ইনজুরি টাইম? একটু অবাক হওয়ার মতোই।
৮৫ মিনিট- বেঙ্গালুরুর পরিবর্তন
আলেকসান্ডার জোভানোভিচের জায়গায় নামলেন হরমনপ্রীত সিং।
৮২ মিনিট- ইস্টবেঙ্গলে পরিবর্তন
সুহেরের জায়গায় নামলেন হিমাংশু জাংরা।
৮১ মিনিট- হলুদকার্ড
ফাউল করে হলুদকার্ড দেখলেন ইস্টবেঙ্গলের নওরেম।
৭৫ মিনিট- হলুদকার্ড
ইস্টবেঙ্গলের জেরি লালরিনজুয়ালা হলুদকার্ড দেখলেন।
বেঙ্গালুরুর জোড়া পরিবর্তন
লাল-হলুদের গোলের পর জোড়া পরিবর্তন বেঙ্গালুরু এফসি-র। ৭৩ মিনিটে সুরেশ ওয়াংজামের পরিবর্তে নামলেন দানিশ ফারুক। রোশন নওরেমের পরিবর্তে নামলেন লিওন অগাস্টিন।
৬৯ মিনিট- গোওওওওওওওলললললল
নওরেম-ক্লিটনের যুগলবন্দিতে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। নওরেম দায়িত্ব নিয়ে প্রায় মাঝমাঠ থেকে বল টেনে গিয়ে গোলের জন্য সুন্দর ভাবে সাজিয়ে দিয়েছিলেন ক্লিটন সিলভাকে। সুযোগ সন্ধানী ক্লিটন বল জালে জড়াতে কোনও ভুল করেননি। নওরেম চাইলে নিজে গোল করতে পারতেন। কিন্তু সেই জটিলতায় না গিয়ে গোলের সামনে ফাঁকায় দাঁড়িয়ে থাকা ক্লিটনকে প্লেটে করে কার্যত বল সাজিয়ে দেন। গোল মিস করার কোনও সুযোগই ছিল না।
বেঙ্গালুরুর জোড়া পরিবর্তন
৬৪ মিনিটে বেঙ্গালুুরু ২টি পরিবর্তন করে। উদান্ত সিং-এর জায়গায় প্রবীর দাস নেমেছেন।নামগিয়াল ভুটিয়ার জায়গায় পরাগ শ্রীবাস নেমেছেন।
ইস্টবেঙ্গলে পরিবর্তন
ইস্টবেঙ্গলের অস্ট্রেলীয় জর্ডান ও’ডোহার্তি চোট পেয়ে মাঠ ছাড়লেন। অ্যালেক্স লিমা পরিবর্তে নামলেন। লিমা নামায় লাল-হলুদের সমর্থকেরা গোলের আশা করছেন।
৫৫ মিনিট- এখনও ফল গোলশূন্য
দ্বিতীয়ার্ধেও অবস্থান পরিবর্তন হয়নি। প্রথমার্ধের খেলার রেশই বজায় রয়েছে। গোলের মুখ খোলা তো দূরের বিষয়, ম্যাচ যত এগোচ্ছে, তত ম্যাড়ম্যাড়ে হচ্ছে।
৫১ মিনিট- হলুদকার্ড
হলুদকার্ড দেখলেন বেঙ্গালুরুর উদান্ত সিং।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গিয়েছে। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল না করতে পারলে, এর মাশুল কিন্তু দিতে হতে পারে লাল-হলুদকে। যত তাড়াতাড়ি সম্ভব গোলের খুলতে হবে স্টিফেনের টিমকে। বেঙ্গালুরু যে ভাবে অ্যাটাক করছে, তাতে যে কোনও সময়ে গোল হয়ে যেতে পারে।
প্রথমার্ধের খেলার ফল গোলশূন্য
৪৫ মিনিট খেলা হয়ে গেলেও গোলের মুখ খুলতে পারেনি ইস্টবেঙ্গল বা বেঙ্গালুরু এফসি কোনও দলই। আকর্ষণীয়ও কিছু করতে উঠতে পারেনি। অ্যাটাক, কাউন্টার অ্যাটাক হয়েছে ঠিকই। মোটেও অবশ্য প্রথামার্ধটা ঘ্যানঘ্যানে, বর্ণহীন বললে এতটুকু অত্যুক্তি হবে না।
৪০ মিনিট- গোলের মুখ খুলতে পারেনি কোনও দলই
বেঙ্গালুরুকে সামলাতে সামলাতেই ইস্টবেঙ্গলের ডিফেন্ডারদের নাভিশ্বাস উঠছে। তার পরেও কিন্তু কাউন্টার অ্যাটাকের সংখ্যাটা বাড়ানোর চেষ্টা করছে লাল-হলুদ। তবে ম্যাচটা কিন্তু মোটের উপর একই রকম ঘ্যানেঘ্যানে হয়ে উঠেছে।
৩০ মিনিট- ইস্টবেঙ্গল এখনও গোল না করলে কিন্তু সমস্যা হয়ে যাবে
ইস্টবেঙ্গল কাউন্টার অ্যাটাকে উঠলেও সে ভাবে চাপ তৈরি করতে পারছে না, যতটা চাপে রেখেছে বেঙ্গালুরু। তবে তারাও গোলের মুখ খুলতে পারেনি। আধঘণ্টা পার হয়ে গেলেও খেলার ফল গোলশূন্য।
২০ মিনিট- খেলার রাশ বেঙ্গালুরুর হাতে
এখনও গোলের মুখ খুলতে পারেনি বেঙ্গালুরু ঠিকই, কিন্তু যে হারে তারা আক্রমণ করছে, তাতে যখন খুশি গোল করে দিতে পারে সুনীল ছেত্রীদের টিম। ইস্টবেঙ্গল কিন্তু বেশ চাপে পড়ে গিয়েছে।
১০ মিনিট- গোলের মুখ খুলতে পারেনি কেউই
বেঙ্গালুরু এফসি আক্রমণের ঝড় তুলেছে শুরুতেই। তবে তারা গোলের মুখ খুলতে পারেনি। হাতেগোনা কাউন্টার অ্যাটাকে উঠেছে ইস্টবেঙ্গল। সে ভাবে নজর কাড়া কিছু করতে পারেনি তারা। খেলার রাশ আপাতত বেঙ্গালুরুর হাতে।
খেলা শুরু
আজ ২ দলের সামনেই ম্যাচ জয়ের চ্যালেঞ্জ। জিততে না পারলে ইস্টবেঙ্গল, বেঙ্গালুরু এফসি দুই দলই চাপে পড়ে যাবে।
বেঙ্গালুরুর প্রথম একাদশ
ইস্টবেঙ্গলের প্রথম একাদশ
বেঙ্গালুরুর হালও ভালো নয়
বেঙ্গালুরু এফসিও একেবারেই ছন্দে নেই। সুনীল ছেত্রীর দলও নিজেদের শেষ দুই ম্যাচে পরাজিত হয়েছে। তাই দুই দলই তিন পয়েন্ট পেতে মরিয়া হয়ে মাঠে নামবে। এক হাড্ডাহাড্ডি লড়াই দেখার আশা করতেই পারেন দর্শকরা।
ইস্টবেঙ্গলের বেহাল দশা
নর্থ ইস্টের বিরদ্ধে ৩-১ গোলে জয়ের পরই গত দুই ম্যাচে পরাজিত হয়েছে ইস্টবেঙ্গল। আজ অতীতের হতাশা ভুলে জয়ের লক্ষ্যে মাঠে নামতে চলেছে লাল হলুদ। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। আইএসএলে বর্তমানে লিগ তালিকায় ১০ নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। মরসুমে পাঁচ ম্য়াচের মধ্যে চারটিতেই হেরেছে লাল হলুদ। নিজেদের ভাগ্য বদল করতে হলে তাই দ্রুতই ফর্মে ফিরে লাল হলুদের ম্যাচ জেতা শুরু করার প্রয়োজন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।