দিয়েগো মারাদোনার মৃত্যুর সঙ্গে জড়িয়ে গেলেন ৮ জন মেডিক্যাল স্টাফ। তাঁদের বিরুদ্ধে অপরাধমূলক অবহেলার অভিযোগ আনা হয়েছে। বুধবার আদালত যে রায় দিয়েছে, তাতে এই ৮ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এ বার তাঁদের বিচার হবে।
প্রসঙ্গত ২০২০ সালে ২৫ নভেম্বর মারা গিয়েছিলেন মারাদোনা। জানা গিয়েছিল, ৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মারাদোনা। তবুও এই মৃত্যু ঘিরে অনেক তথ্য উঠে এসেছে। মারাদোনার এই মৃত্যুকে স্বাভাবিক বলে মানতে চাননি অনেকেই। যে তালিকায় ছিলেন মারাদোনার দুই কন্যাও। তাঁরাই মারাদোনার মৃত্যু নিয়ে মামালা করেন।
মারাদোনার মৃত্যু নিয়ে পরবর্তী শুনানি এবং দোষীদের বিচারের জন্য এর পরে কোনও তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। তবে প্রসিকিউটররা বলেছেন, মারাদোনার চিকিৎসা ব্য়বস্থায় ঘাটতি ছিল। আর রোগীকে তাঁর ভাগ্যের উপর ফেলে রাখা হয়েছিল।
রক্ত জমাট বাঁধার জন্য মস্তিষ্কের অস্ত্রোপচার থেকে সুস্থ হওয়ার সময়ে এবং কয়েক দশক ধরে কোকেন ও অ্যালকোহলে আসক্তির সঙ্গে লড়াই করার পরে মারাদোনা ৬০ বছর বয়সে মারা যান।
মাথায় অস্ত্রোপচারের ফুটবলের রাজপুত্রকে মাত্র ৮ দিনের মধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তার পর ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মারাদোনা। তাঁর মৃত্যুর বিষয়টি নিয়ে তদন্ত করতে যে মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছিল, তারাও দাবি করেছিল, ‘মারাদোনার মেডিক্যাল টিম যথোপযুক্ত ব্যবস্থা নেয়নি। তাঁর চিকিৎসা ব্যবস্থায় ঘাটতি ছিল। আর রোগীকে তাঁর ভাগ্যের উপর ফেলে রাখা হয়েছিল।’ এমনটাই দাবি করেছিলেন আর্জেন্টিনার পাবলিক প্রসিকিউটর।
এই মামলায় অভিযুক্ত হয়েছেন স্নায়ু শল্যচিকিৎসক এবং লিয়োপল্ডো লুক, মনোরোগ বিশেষজ্ঞ অগাস্টিনো কোসাশভ এবং মনোবিজ্ঞানী কার্লোস ডিয়াজ, মেডিক্যাল কো অর্জিনেটার ন্যান্সি ফোরলিনি এবং দুই নার্স সহ চার জন। এঁদের ৮ থেকে ২৫ বছরের কারাদণ্ড হতে পারে। এঁরা প্রত্যেকেই তাঁদের দায়িত্ব অস্বীকার করেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।