বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ১০-১৫ দিনের মধ্যেই নতুন কোচের নাম ঘোষণা করবে ইমামি ইস্টবেঙ্গল

১০-১৫ দিনের মধ্যেই নতুন কোচের নাম ঘোষণা করবে ইমামি ইস্টবেঙ্গল

বৈঠকের পর ইমামির কর্তারা। ছবি- টুইটার 

সব ঠিক ঠাক থাকলে আর ১০-১৫ দিনের মধ্যেই ইস্টবেঙ্গলের নতুন কোচের নাম ঘোষণা করতে চলেছে ইমামি। এদিন বৈঠক শেষে এমনটাই জানান ইমামির কর্তারা।

ইস্টবেঙ্গলের আইএসএল মরশুম শেষ হতে হতেই স্টিফেন কনস্ট্যানটাইনের বিদায় নিশ্চিত হয়ে যায়। ফলে নতুন কোচ কে হবেন, তা নিয়ে জল্পনা চলছেই। তারই মধ্যে লাল হলুদ শিবিরে চলছে ডামাডোল। পরিস্থিতি যে খুব একটা ভালো নয় তা বলার অপেক্ষা রাখে না। এই সবের মধ্যে ইস্টবেঙ্গল তাঁবুতে ইনভেস্টর ইমামির কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন দেবব্রত সরকাররা। একগুচ্ছ বিষয় নিয়ে আলোচনা হয় এদিন।

প্রথমেই ইমামির দুই কর্তা সন্দীপ আগরওয়াল এবং দেবব্রত মুখোপাধ্যায়কে তাঁবুর সংগ্রহশালা এবং গ্রন্থাগার ঘুরিয়ে দেখান লাল-হলুদ কর্তা দেবব্রত সরকার। তারপর ইনভেস্টরের সঙ্গে বৈঠকে বসেন লাল-হলুদ কর্তারা।

এই বৈঠকের প্রধান বিষয় ছিল, আগামী মরশুমের কোচ নির্বাচন করা এবং সঠিক ভাবে দল গঠন করা। এই বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ইমামি কর্তা দেবব্রত মুখোপাধ্যায় বলেন, 'খুব ভাল বৈঠক হয়েছে। এটা কর্মসমিতির বৈঠক ছিল। আগেরটা ছিল বোর্ড মিটিং। একটা রোডম্যাপ তৈরি হয়েছে। আগামী দিনে আমরা ভাল ফুটবলার এবং কোচ নেওয়ার জন্যে ঝাঁপাব। সবে মাত্র মরশুম শেষ হয়েছে। ধীরে ধীরে আমরা দল গঠন শুরু করব। সমর্থকদের আমরা একেবারেই হতাশ করতে চাই না। পরের বছর আমরা ভালো ফুটবল খেবল।'

শুধু তাই নয়, নতুন ফুটবলার সই করাতে গেলে যদি ট্রান্সফার ফি দিতে হয়, তার জন্যও প্রস্তুত তারা। এই বিষয়ে ইমামি কর্তা বলেন, 'নতুন কোচ নিয়োগের পর নতুন কোচ যদি কোনও ফুটবলারকে ট্রান্সফার ফি দিয়ে নিতে চান, তা হলে আমরা পিছিয়ে আসব না। কোচের সঙ্গে কথা বলেই সব সিদ্ধান্ত নেওয়া হবে।'

এই মরশুমে সুনীল ছেত্রীদের প্রাক্তন হেড স্যারকে এনে চমক দেন ইমামি কর্তারা। কিন্তু স্টিফেন কনস্ট্যানটাইন দলকে সাফল্য এনে দিতে পারেননি। নতুন মরশুমে যাতে এমনটা না হয়, সেই দিকেই তাকিয়ে ইমামি। আর কয়েক দিনের মধ্যেই নতুন কোচের নাম ঘোষণা করে দিতে চান তারা। এই প্রসঙ্গে তিনি বলেন, 'আইএসএলে যারা কোচিং করিয়েছেন তাদের মধ্যে থেকেই আমরা কাউকে কোচ করে আনার চেষ্টা করব। অনেকের সঙ্গে কথাও শুরু হয়েছে। ১০-১৫ দিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে নতুন কোচ কে হবেন।'

পাশাপাশি ফুটবলার নির্বাচন নিয়ে ইমামি কর্তা বলেন, 'আমরা চাই এমন ফুটবলার নিতে, যারা ইস্টবেঙ্গলে জার্সির মানটা বুঝতে পারবে। এটা একটা ঐতিহ্যশালী ক্লাব। ফলে জার্সির গুরুত্ব অনেক। ফলে আমরা এমন ফুটবলার আনতে চাই, যারা এই জার্সি পরার যৌগ্য। আইএসএলের বাইরে কোনও ফুটবলার নিতে হলেও আপত্তি নেই আমাদের।' আগামী মঙ্গলবার রাত ৮টায় ইমামির অফিসে ফের বৈঠক হবে। সেখানেই কোচের নাম চূড়ান্ত হতে পারে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

২৮,২০৮ টাকা বোনাস বাড়বে রেলকর্মীদের? কেন্দ্রের ঘোষণার পরে সামনে অঙ্ক, রইল হিসাব ‘সব ইন্ডাস্ট্রিতেই রাজনীতি হয়…কারও পেটে লাথি মেরো না’, টলিউডের ভাঙন নিয়ে সরব দেব ‘চুমুও পাঠাচ্ছো মিঠুনকে,’ দেবকে চেপে ধরলেন কুণাল, জবাব এল মুখের উপর শ্রীলঙ্কাকে ৩১ রানে হারিয়ে T20 WC 2024 অভিযান শুরু করল ফাতিমা সানার পাকিস্তান সত্যজিতের পর একমাত্র সৃজিত! বাইশে শ্রাবণ জায়গা করে নিল এই খাস তালিকায় পুজোয় মিঠাইরানিকে মিষ্টি উপহার মমতার! দিদির ভালোবাসায় আপ্লুত সৌমিতৃষা, কী পেলেন? ICC-র আসরে IPL-এর প্রযুক্তি! মহিলাদের T20 WC 2024-এ স্মার্ট রিপ্লে সিস্টেম এবার সিনিয়র ডাক্তাররাও কর্মবিরতিতে, শুক্রবার এনআরএসে জুনিয়রদের পাশে… বৃহস্পতির বক্রী চলন সমস্যা বাড়াবে! সম্পর্কে ফাটল অর্থের অপচয়ে নাজেহাল হবে ৫ রাশি শারদীয়া নবরাত্রির নয় দিনে কী বিশেষ ভোগ নিবেদনে হবে ইচ্ছাপূর্তি জেনে নিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.